অরিন ট্রাভেলস বাস এর সকল কাউন্টার নাম্বার, লোকেশন, রুটম্যাপ ও অন্যান্য তথ্য

অরিন ট্রাভেলস বাস! উত্তরবঙ্গের জেলা গাইবান্ধা মানুষের সড়কপথে যাত্রায় জনপ্রিয় বাস অপারেটর।অরিন ট্রাভেলস ঢাকা থেকে গাইবান্ধা জেলায় প্রতিদিন বিভিন্ন সময়ে তাদের বাস গুলো যাত্রী চলাচল পরিষেবা নিয়োজিত রয়েছে। গাইবান্ধা জেলার তাই অধিকাংশ মানুষ এই বাসটিতে ঢাকা থেকে গাইবান্ধা চলাচল করে থাকে।আজকে আমরা আপনাদের সামনে অরিন ট্রাভেলস বাসের কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো আমাদের ওয়েবসাইটের এই পোস্টটিতে সংযুক্ত করব।যাতে আপনারা এ বাসটিতে ভ্রমণের সময় টিকিট সংক্রান্ত কোন সমস্যায় না পড়েন।

এজন্য আপনাদের সঠিক তথ্যটি দিয়ে সাহায্য করতে চাই। আসুন জেনে নেই অরিন ট্রাভেলস বাস কিছু মূল্যবান তথ্য।অরিন ট্রাভেলস বাস একটি নতুন বাজার হলেও এটি অল্পদিনের মধ্যেই গাইবান্ধা জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের বাসবোরে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী পরিষেবা দিয়ে থাকে। তাদের বাস পরিচালনায় অন্যান্য বাস অপারেটরের চেয়ে উন্নত হওয়ায় দিন দিন তাদের যাত্রীদের কাছে অন্যতম বাস অপারেটর হিসেবে নিজেকে তুলে ধরেছে।

শুধু তাই নয় তাদের বাসগুলো দ্রুত সময় আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি রাখে।অর্থাৎ যাত্রাকালে নিদৃষ্ট কাউন্টার ছাড়া অন্য কোথাও বিরতি নিয়ে থাকে না। তাদের বাসবোরে সংযুক্ত রয়েছে ইন্ডিয়া কোম্পানির অশোক লেল্যান্ড কোম্পানির বাস। এছাড়াও জাপানি কোম্পানি Hino ak 1j নন এসি বাস, এছাড়াও Hino RM2, RN8 এসি বাস যাত্রী পরিষেবা দিয়ে থাকে। অত্যান্ত আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি। আপনি যাত্রা সময় নিরাপদ যাত্রা করতে পারবেন।

অরিন ট্রাভেলস বাস কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার

অরিন ট্রাভেলস ঢাকা থেকে সরাসরি গাইবান্ধা জেলায় যাত্রী পরিষেবা দিয়ে থাকে। তাই ঢাকায় বিভিন্ন স্থানে তাদের কাউন্টারগুলো রয়েছে। আপনি চাইলে তাদের কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারেন। তাদের বাসগুলো দিন ও রাতে চলাচল করে থাকে। নিচে অরিন ট্রাভেলস বাসের সকল কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো সংযুক্ত করা হল।

ঢাকা অঞ্চলের কাউন্টার সমূহ

কল্যাণপুর কাউন্টার, ঢাকা( খাজা সুপার মার্কেট), ফোনঃ 01785-993004.

গাবতলি কাউন্টার, ঢাকা( রজব আলি মার্কেট), ফোনঃ 01785-993008.
সাভার বাস ষ্ট্যান্ড কাউন্টার, ঢাকা, ফোনঃ 01785-992996.
হেমায়েতপুর কাউন্টার, সাভার, ঢাকা, ফোনঃ 01737-534296.
বাইপাইল( আজিজ ফিলিং ষ্টেশন), ফোনঃ 01755-431572.
জিরানি বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা, ফোনঃ 01709-989433.
চন্দ্রা কাউন্টার,গাজীপুর, ঢাকা, ফোনঃ 01784-411267.
মহাখালি কাউন্টার, ঢাকা, ফোনঃ 01741-411455
আব্দুল্লাহপুর কাউন্টার, ঢাকা, ফোনঃ 01741-220272.
সাইনবোর্ড কাউন্টার, ঢাকা( বোর্ড বাজার), ফোনঃ 01741-220408
গাজীপুর বাইপাস কাউন্টার-(পেয়ারা-বাগান), গাজীপুর, ঢাকা, ফোনঃ 01741-220346
কোনাবাড়ী কাউন্টার, পশ্চিম দিকে ফ্লাইওভারের মাথায়, ঢাকা, ফোনঃ 01784-411053.

গাইবান্ধা জেলার কাউন্টার সমূহ

গাইবান্ধা কাউন্টার, ১নং ট্রাফিক মোড়। গাইবান্ধা, ফোনঃ 01764-201108.

বাস টার্মিনাল কাউন্টার, গাইবান্ধা, ফোনঃ 01764-201109.
ঢোলভাঙ্গা কাউন্টার, গাইবান্ধা, ফোনঃ 01761-086500.
পলাশ বাড়ী কাউন্টার, গাইবান্ধা, ফোনঃ 01749-454967.
গোবিন্দগঞ্জ কাউন্টার, গাইবান্ধা ফোনঃ 01761-084141, 05423-75302.

অন্যান্য জেলার কাউন্টার সমূহ

মোকামতলা কাউন্টার, বগুড়া, ফোনঃ 01751-431405.

সিরাজগঞ্জ রোড কাউন্টার, সিরাজগঞ্জ, ফোনঃ 01782-050785.

অরিন ট্রাভেলস বাস এর টিকিটের মূল্য

ঢাকা থেকে গাইবান্ধা অরিন ট্রাভেলস বাস ননএসি টিকিটের মূল্য মাত্র 450 টাকা। ও এসি বাসের টিকিটের মূল্য 700 টাকা। তাদের বাসের একটি আকর্ষণীয় দিক হল তারা যাত্রীদের কাছে বাড়তি কোনো ভাড়া নিয়ে থাকে না। আমরা দেখতে পারি মূলত ঈদের সময় বিভিন্ন বাসের টিকিটের মূল্য একটু বেড়ে যায়। সেক্ষেত্রে অরিন ট্রাভেলস বাস ব্যতিক্রম তারা কোনভাবেই যাত্রীদের কাছে বাড়তি ভাড়া নেয় না।

অরিন ট্রাভেলস বাস অনলাইন টিকেট বুকিং

আপনি যদি অরিন ট্রাভেলস এর ঘরে বসে অনলাইনে টিকিট বুকিং করতে চান। দুইভাবে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন। ১. তাদের কাউন্টার গুলোর মোবাইল করে টিকিট বুকিং করতে পারেন। 2.অথবা আপনি চাইলে shohoz.com থেকে অরিন ট্রাভেলস বাসের টিকিট সংগ্রহ করতে পারেন।

সুতরাং আপনারা অবশ্যই অরিন ট্রাভেলস বাসে যাত্রা করবেন। আপনি যদি আমাদের উপরের আলোচনা থেকে অরিন ট্রাভেলস বাস টির সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যান। তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও বাংলাদেশের যেকোন বাস সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত দিতে পারেন ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button