Skip to content
Home » জন্মদিনে শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস 2023

জন্মদিনে শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস 2023

প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে। এবং সেই জন্ম গ্রহণের তারিখ অনুযায়ী প্রত্যেক মানুষ তাদের একটি দিন অর্থাৎ জন্মদিন হিসেবে পালন করে থাকে। নিজের জন্মদিন পালন ছাড়া বন্ধুবান্ধব প্রিয় জন মা বাবা ভাই বোন ইত্যাদি ব্যক্তিদের জন্মদিন পালন করে থাকে।

এক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের প্রিয় জন মানুষদের জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন রকমের এসএমএস ,গান, ও বিভিন্ন ছন্দের, যুক্ত করেছি। আপনি চাইলে এগুলো দিয়ে আপনার প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন।

আমাদের ওয়েবসাইটে আপনি আধুনিক এবং নতুন শুভ জন্মদিনের স্ট্যাটাস, এসএমএস, কিংবা গান, পেয়ে যাবেন। নিচে পর্যায়ক্রমে শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা গুলো যুক্ত করছি।

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো এসএমএস

  •  সূর্যের মতন উজ্জ্বল হও,
    সাগরের মতন হও চঞ্চল
    আকাশের মতন উদার হও
    আর ঢেউএর মতন উচ্ছল…
    >>>>শুভ জন্মদিন
  • বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ ! তোমার জন্যে সূর্য হাসছে , গাছেরা নাচছে , পাখিরা গান গাইছে ..কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে ! >>>>শুভ জন্মদিন
  • আজ তোমার জন্মদিন,
    জীবন হোক তোমার রঙিন 
    সুখ যেন না হয় বিলীন,
    দুঃখ যেন না আসে কোন দিন । 
  • দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
    কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন 
    ** জন্মদিনের শুভেচ্ছা **
  • মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
    স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে ।
    পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া ,
    পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া ।
    “” শুভ জন্মদিন “”
  • আধার ভেঙ্গে সূর্য হাসে
    বিশ্বভুবন আলোয় ভাসে 
    পাকপাখালি ধরলো গান
    নদীর বুকে ওই কলতান 
    তর তরিয়ে চললো তরী
    মহাসাগর দেবো পাড়ি 
    তরু শাখায় লাগলো দোল
    চল বন্ধু চল জলকে চল 
    খুশিতে মন তা ধিন ধিন
    আজ যে তোমার জন্মদিন **

জন্মদিনের শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস

দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন 
** জন্মদিনের শুভেচ্ছা **

 আসুক ফিরে এমন দিন
হোক না তোমা সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।** জন্মদিনের শুভেচ্ছা **

আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে

** জন্মদিনের শুভেচ্ছা **  

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর

>>>>শুভ জন্মদিন

 >>>>শুভ জন্মদিন বড়<<<<

 ভাই আলোকিত হোক ভবিষ্যৎ

 প্রতিটি দিন কাটুক সুন্দর

 সুখ দিয়ে পরিপূর্ণ হোক আপনার  জীবন

 জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইল ।।

 ভাইয়া শুনতে পাচ্ছ ….???

আমি কিন্তু মনে রেখেছি

 আজকে তোমার জন্মদিন ।।

>>>>>শুভ জন্মদিন ভাইয়া

 ফর আমি
ফর বলতে
ফর চাই
ফর দারুণ
ফর একটা
ফর ফাটাফাটি
ফর গোপন কথা

ফর হ্যাপি বার্থডে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *