Skip to content
Home » টেলিটক সকল মিনিট প্যাক 2023,(Teletalk minute offer)

টেলিটক সকল মিনিট প্যাক 2023,(Teletalk minute offer)

প্রিয় গ্রাহক আপনি যদি টেলিটক গ্রাহক হয়ে থাকেন তাহলে। আপনার জন্য টেলিটক নিয়ে এসেছে এক বিশাল মিনিট প্যাকেজ অফার। আজকে আমরা আমাদের ওয়েবসাইটে আপনি কিভাবে টেলিটকের সকল মিনিট প্যাকেজ ব্যবহার করতে পারবেন। এছাড়া আমাদের নিয়ম-নীতি থাকছে আপনি যে সকল টেলিটক মিনিট প্যাকেজ আপনাদের জন্য দিয়েছে। এসব মিনিট প্যাকেজ কিভাবে আপনার ফোনে এক্টিভেট করবেন সে সম্পর্ক আপনাদের সঠিক তথ্যটি দিব।

বাংলাদেশের গ্রাহক কম হওয়ায় কিছুদিন আগে থেকেই টেলিটক অন্যান্য সিম অপারেটর চেয়ে আকর্ষণীয় ইন্টারনেট অফার, মিনিট অফার দিচ্ছে। যাতে করে তাদের গ্রাহকের সংখ্যা বৃদ্ধি হয়। তাই আপনি এখনই আমাদের ওয়েবসাইটের নিচের তথ্য সংগ্রহ করে। টেলিটক মিনিট প্যাক গুলো লুফে নিতে পারেন। এছাড়াও টেলিটক সিমের নেটওয়ার্ক আগের চেয়ে উন্নত করেছে তাই যেকোনো স্থান থেকে আপনি নির্বিঘ্ন ভাবে কথা বলতে পারবেন।

টেলিটক ১৩ টাকায় ২৫ মিনিট  প্যাক

মিনিট প্যাক ২৫ মিনিট
রিচার্জ ১৩ টাকা
অ্যাক্টিভেশান কোড * 111 * 13 #
ব্যাবহার যেকোন অপারেটর
মেয়াদ ২ দিন

টেলিটক ৮০ মিনিট অফার

টেলিটক ৮০ মিনিট পাচ্ছেন মাত্র ৪৪ টাকায় এর জন্য আপনাকে ডায়াল করতে হবে *১১১*৪৪# , মেয়াদ ৫ দিন , ব্যবহার করা যাবে যে কন অপারেটরে ।

মিনিট প্যাক ৮০ মিনিট
রিচার্জ ৪৪ টাকা
অ্যাক্টিভেশান কোড * 111 * 44 #
ব্যাবহার যেকোন অপারেটর
মেয়াদ 5 দিন

 টেলিটক বড় মিনিট

টেলিটক  বড় মিনিট প্যাক গুলোর মধ্যে হল  ৮৬ টাকায়  ১৪৩ মিনিট, ২৮৭ টাকায় ৪৭৭ মিনিট ,মেয়াদ ১ মাস ।এছাড়াও অনন্যা গুল আলোচনা করছি ।

পরিমাণ দাম অ্যাক্টিভ কোড সমায়
১৪৩ ৮৬ *111*86#  ৭ দিন
৪৭৭ ২৮৭  *111*287# ৩০ দিন

  টেলিটক 175 মিনিট 97 sms অফার 

আপনি যদি টেলিটকের 175 মিনিট 97 এসএমএস অফারটি পেতে চান তাহলে আমাদের নিচের ছকে যে কোডগুলো ব্যবহার করেছি এগুলো আপনাকে আপনার টেলিটক সিমের কোড দিয়ে ডায়াল করতে হবে। এখানে এক্টিভেশন কোড আমরা সংযুক্ত করেছি। অথবা আপনি চাইলে 101 টাকা রিচার্জ এর মাধ্যমে 175 মিনিট এবং 97 টি এসএমএস পেয়ে যাবেন।

মিনিট প্যাক ১৭৫ মিনিট
এসএমএস ৯৭ টি
রিচার্জ ১০১ টাকা
অ্যাক্টিভেশান কোড *111*1010#
ব্যাবহার যেকোন অপারেটর
মেয়াদ ১০ দিন

শর্তাবলী

  1. সমস্ত প্রিপেইড গ্রাহকরা এই অফার সমূহ উপভোগ করতে পারবে।
  2. গ্রাহকরা কোড ডায়াল করে অফারটি ক্রয় করতে পারবেন ।
  3. গ্রাহকরা এই অফারটি তিনি যতবার চান ততবার পেতে পারেন ।
  4. যদি গ্রাহকরা বৈধতার মধ্যে আবার একই বান্ডিল প্যাকটি গ্রাহক হন, সর্বাধিক মেয়াদ শেষ হওয়ার সময় বিবেচনা করা হবে।
  5. দিনের যে কোনও সময় মিনিট ব্যবহার করা যেতে পারে।
  6. 1 সেকেন্ডের পালস প্রযোজ্য হবে ।
  7. মেয়াদ শেষ হওয়ার পরে, গ্রাহকরা তাদের বিদ্যমান প্রধান প্যাকেজ উপভোগ করবেন।
  8. দাম এসডি, ভ্যাট এবং এসসি সহ অন্তর্ভুক্ত।

সুতরাং আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী টেলিটক যে সমস্ত মিনিট অফার এ বছরে দিয়েছে। সে অফার গুলো আপনারা ব্যবহার করবেন। টেলিটক সম্পর্কে আপনাদের যদি কোন কিছু জানার থাকে তাহলে আমাদের ওয়েবসাইটের নিচে কমেন্ট করতে পারেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *