বর্তমানে যে কোন সিম অপারেটরের কাছে একটি অন্যতম অপরটি হল সোশ্যাল প্যাক। আজকে আমরা বাংলালিংক সিমের সোশ্যাল প্যাক অফার নিয়ে আলোচনা করব। সোশ্যাল প্যাক বলতে বুঝায় সাধারণত ফেইসবুক ব্রাউজিং ইমো ভাইবার এবং অন্যান্য যে অনলাইন যোগাযোগ প্ল্যাটফর্ম রয়েছে। শুধুমাত্র এইগুলোতে আপনি ডাটা দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু অন্যান্য ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন না। তাই আজকে আমরা আমাদের ওয়েবসাইটের বাংলালিংক সিম অপারেটরের কিছু সোশ্যাল প্যাক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আপনি চাইলে এই অফার গুলো দেখে আপনার পছন্দ অনুযায়ী সংগ্রহ করতে পারেন। সাধারণত অন্যান্য অফার এর চেয়ে সোশ্যাল প্যাক গুলো সাশ্রয়ী মূল্য এবং বিভিন্ন মেয়াদের হয়ে থাকে। আমরা চেষ্টা করেছি বাংলালিংক সকল সোশ্যাল প্যাক কোড নাম্বার অফ যে মেয়েদের দিয়েছে তার তথ্য গুলো নিচে সংযুক্ত করেছে।
বাংলালিনক সোশল প্যাক অফার 2023
বাংলালিংক প্রত্যেক নতুন বছরে তারা তাদের প্রিয় গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফার নিয়ে আসে।
এই বছরের ব্যতিক্রম হয়নি তাদের তারা এবছরের কিছু আকর্ষণীয় সোশ্যাল প্যাক নিয়ে এসেছে এগুলো পর্যায়ক্রমে নিচে সংযুক্ত করা হলো।
সামাজিক প্যাক | খরচ | অ্যাক্টিভেশন কোড | বৈধতা | |
২০ মেগাবাইট | ১ টাকা | *5000*514# | ১ দিন | |
৩০ এমবি ফেসবুক | ১.৫ টাকা | *5000*514# | ৪ দিন | |
১০০ এমবি সোশ্যাল প্যাক | ৭টাকা | *5000*576# | ৭ দিন | |
১০ | 10 টাকা | *5000*525# | ৭ দিন | |
৫০০ মেগাবাইট | ৪৯ টাকা | *5000*588# | ৭ দিন | |
১ জিবি ইউটিউব | ১৯ টাকা | *5000*345# | ২ দিন | |
GB জিবি | ৮৯ টাকা | *5000*517# | ৭ দিন |
আনলিমিটেড বাংলালিংক ফ্রি ফেসবুক:
২ গিগাবাইট | টাকা ২০৯ | ৩০ দিন | *5000*581# |
৩ জিবি | টাকা ২৪৯ | ৩০ দিন | *5000*249# |
৬ গিগাবাইট | ২ টাকা | ৩০ দিন | *5000*299# |
১২ গিগাবাইট | ৩ টাকা | ৩০ দিন | *5000*599# |
১৮ জিবি | ৪ টাকা | ৩০ দিন | *5000*508# |
৩০ গিগাবাইট | ৬ টাকা | ৩০ দিন | *5000*699# |
৪৫ গিগাবাইট | ১ টাকা | ৩০ দিন | *5000*999# |
বাংলালিনক বন্ধ সিম সোশ্যাল প্যাক অফার 2023
- ১ জিপি ফেসবুক পাবেন যার মেয়াদ থাকবে ৩০ দিন তবে এই অফারটি পেতে ডায়াল *১২১*২০০#
- অথবা, আপনি বিশেষ ইন্টারনেট অফার ৪৯ টাকায় পাবেন ২ জিবি যার মেয়াদ থাকবে ৭ দিন. এই অফারটি পেতে ডায়াল করুন ১২১*২০০#
শর্তাবলী:
- এই প্যাকটি সকল বাংলালিংক প্রিপেইড এবং কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন 5000 500#।
- যেকোনো সামাজিক অফার আনসাবস্ক্রাইব বা নিষ্ক্রিয় করতে ডায়াল করুন 5000 537#।
- গ্রাহকরা একাধিকবার প্যাকটি কিনতে পারবেন।