রবি সোশ্যাল প্যাক 2023! বাংলাদেশের দ্রুত ইন্টারনেট সিম অপারেটর রবি সিম কে বলা হয়।এছাড়াও তাদের গ্রাহকদের জন্য নতুন কিছু আকর্ষণীয় অফার এর মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় সিম অপারেটর হিসেবে নিজেকে তুলে ধরেছে। তারই আলোকে রবি 2023 তাদের গ্রাহকদের জন্য সোশ্যাল প্যাকেজ নিয়ে এসেছে। এই সোশ্যাল প্যাকেজ আপনি যদি রবি সিমের ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই এই অফার গুলো আপনি উপভোগ করতে পারবেন।
আজ আমরা রবি সিম 2023 সোশ্যাল প্যাকেজ গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা চাই আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করে থাকেন। তাদেরকে যে কোন বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করতে। তাই আজকের পোস্টটি রবি সিম 2023 সোশ্যাল প্যাক নিয়ে। রবি সিমের এই সোশ্যাল প্যাক গুলো দিয়ে আপনি চাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, ইমো, এই সব সোশ্যাল প্যাকেজ গুলোর মাধ্যমে ইন্টারনেটে চালাতে পারবেন। রবি সোশল প্যাক গুলো স্বল্প মূল্য এবং মাসিক, সাপ্তাহিক,মেয়াদের রয়েছে।
রবি সোশ্যাল ইন্টারনেট প্যাকেজ 2023
আসুন জেনে নেই রবি সোশ্যাল ইন্টারনেট প্যাকেজ গুলো সম্পর্কে। আমরা নিচে রবির সোশ্যাল ইন্টারনেট প্যাকেজ 2022 সবগুলো অফার প্যাকেজ নিচে সংযুক্ত করার চেষ্টা করেছি। টেবিলের নীচে দেয়া আছে সোশ্যাল প্যাক গুলোর নাম এবং পাশে USSD কোড রয়েছে এর সাহায্যে আপনি খুব সহজেই আপনার ফোনে এই সোশ্যাল প্যাক গুলো নিতে পারবেন।
প্যাকেজের নাম | বৈধতা | দাম | অ্যাক্টিভেশন কোড |
400 এমবি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ | 30 দিন | 25 টি কে | * 123 * 0250 # |
1 জিবি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্যাক | 30 দিন | 50 টি কে | * 123 * 250 # |
25 এমবি ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ | 3 দিন | 1.22Tk | * 8444 * 0101 # |
20 এমবি ফেসবুক + ভাইবার | 1 দিন | 2.44Tk | * 8444 * 202 # |
20 এমবি এফবি ইমো | 3 দিন | 2.44Tk | * 8444 * 203 # |
20 এমবি এফবি হোয়াটসঅ্যাপ | 3 দিন | 2.44Tk | * 8444 * 0102 # |
40 এমবি ফেসবুক + ম্যাসেঞ্জার | 3 দিন | 4.87Tk | * 8444 * 04 # |
40 এমবি হোয়াটসঅ্যাপ | 1 দিন | 4.87Tk | * 8444 * 06 # |
40 এমবি ভিডিও প্যাক | 3 দিন | 4.87Tk | * 8444 * 140 # |
80 এমবি এফবি, এফবি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ | 7 দিন | 6.09Tk | * 8444 * 080 # |
250 এমবি এফবি, এফবি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ | 30 দিন | 20.53Tk | * 8444 * 0250 # |
100 এমবি ভিডিও প্যাক | 1 দিন | 12.18Tk | * 8666 * 8111 # |
2 জিবি ভিডিও প্যাক [1024 (24 ঘন্টা অ্যাক্সেস) + 1024 (সকাল 1 টা থেকে 4 pm অ্যাক্সেস)] | 30 দিন |
182.63Tk |
* 8444 * 2150 # |
সুতরাং রবি সোশ্যাল ইন্টারনেট প্যাকেজ 2023 যে প্যাকেজ গুলো আপনাদের রবি প্যাকেজগুলো নিয়ে এসেছে সেগুলো ভালো লেগেছে। রবির আমরা বিভিন্ন অফার সম্পর্কে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট রয়েছে। যেকোনো অফারের সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েবসাইটের সার্চ অপশনে অফারের নাম দিয়ে সার্চ দিলে সেই পোষ্টটি আপনাদের সামনে চলে আসবে। রবি ইন্টারনেট প্যাকেজ নিয়ে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ।