রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড ব্যাংক কন্টাক্ট নাম্বার! বাংলাদেশ অনেকেই আছেন যারা হাসপাতালে রক্তের সন্ধান করে থাকেন।অনেক সময় নেগেটিভ রক্ত গুলো পাওয়া যায় না। কিংবা সময়মতো রক্তের অভাবে অনেক রোগী মারা যায়। এজন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড ব্যাংক এইসব রোগীর জন্য জরুরী ভিত্তিতে তারা রক্তের সন্ধান করে দিয়ে আসছে। তাই আপনি যদি এই রকম পরিস্থিতিতে পড়ে থাকেন। আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করতে পারেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড ব্যাংক বাংলাদেশ সব জেলাতেই মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ করে দেয়। এই সংস্থাটি তাদের মূল উদ্দেশ্য গুরুতর রোগীদের রক্ত দিয়ে সাহায্য করা। বিগত দিনে তাদের সাফল্য অর্জন অনেক বেশি। হাসপাতালে অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় যে রক্তের প্রয়োজন হয়। তা থাকেনা। কিন্তু আপনি যদি রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ করেন। তারা সর্বোচ্চ আপনাকে রক্ত জোগাড়ে সর্বোচ্চ চেষ্টা করে থাকে।
রক্তদান হটলাইন নম্বর, বাংলাদেশ
আপনার যদি জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। তাহলে আপনার রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড ব্যাংক হেল্পলাইন নাম্বার জেনে নেওয়া অত্যন্ত জরুরী। এখানে আপনি ফোন দিয়ে আপনার যে গ্রুপের রক্তের প্রয়োজন হবে। সে গ্রুপের রক্ত আপনি তাদের কাছে চাইতে পারেন। তাই আমরা আমাদের ওয়েবসাইটের নিচে রক্তদানের হটলাইন নাম্বার টি সংযুক্ত করছি। আপনাকে জেনে রাখি বাংলাদেশের 64 জেলায় রেড কিসেন সোসাইটি ব্লাড ব্যাংক তারা রক্ত যোগাড় করে দেয়।
হটলাইন: +8801811458524
(সকাল 9.00 থেকে 5.00 অপরাহ্ন)
রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড ব্যাংক কন্টাক্ট নাম্বার এবং ঠিকানা
আমরা আমাদের ওয়েবসাইটের নিচে রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড ব্যাঙ্ক কন্টাক্ট নাম্বার এবং ঠিকানা গুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি। আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে রক্ত দান করতে পারেন। আপনার রক্তদানে মাধ্যমে অন্য মানুষের জীবন বাঁচাতে পারে। এছাড়াও তাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়েও আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দয়া করে নিচে দেখে নিন তাদের ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো।
ঢাকা | বাংলাদেশ রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক7/5, অরংজেব রোড, মোহাম্মদপুর, .াকা। যোগাযোগ নং: + 880-02-9116563, + 880-02-8121497, + 880-02-9139940 |
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল1 ইস্কাটন গার্ডেন রোড, .াকা
যোগাযোগ নং: 02-48311721 |
চাটোগ্রাম | ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার395 আন্ডারকিল্লা, চাটোগ্রাম
যোগাযোগ নং: +880 031 620685, 612395, 620926, +880 1815-850533 |
|
যশোরে | আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রমুন্সী মেহাবুল্লাহ রোড, যশোর
যোগাযোগ নং: +880 421 68882, +880 1939 109722, +880 1718 802794 |
|
দিনাজপুর | বেগম তায়েবা মোজুমদার রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার1 নিউ টাউন, দিনাজপুর
যোগাযোগ নং: 0531 64021 |
|
সিলেট | মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রচৌহট্ট, সিলেট
যোগাযোগ নং: 0531 64021, 01611 300901, 01718 231720 |
|
নাটোর | নাটোর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রহাসপাতাল রোড, নাটোর
01850 124225, 01722 777725, 0771 66961 |
|
রাজশাহী | রাজশাহী রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্ররাজশাহী জেলা রোড, রাজশাহী
যোগাযোগ নং .: +88 1740 384078, +88 1797 873957 |
|
মাগুরা | আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রঝিন্ধ রোড, স্টেডিয়াম পাড়া, মাগুরা
যোগাযোগ নং: +880 1914 649885, +88 1753 088022 |
আশা করি রেড ক্রিসেন্ট সোসাইটি ব্লাড ব্যাংক সম্পর্কে আপনি সম্পূর্ণ তথ্যটি জানতে পেরেছেন। এই সংস্থাটির সম্পর্কে আপনার অজানা কিছু থেকে থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটের বিভিন্ন বিষয় পোস্ট রয়েছে। সেগুলো চাইলে দেখতে পারেন।