মানিক এক্সপ্রেস পরিবহনের সকল কাউন্টার নাম্বার, লোকেশন ও রুট ম্যাপ সহ ইত্যাদি

মানিক এক্সপ্রেস

মানিক এক্সপ্রেস বাসটি বাংলাদেশের উত্তরের বর্ডার অঞ্চল ঢাকা থেকে বুড়িমারী চলাচল করে থাকে। মানিক এক্সপ্রেস বাসটি সরাসরি বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটির মূল আকর্ষণীয় বিষয় হলো বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার সময় বাসটি কয়েকটি বাস স্টপে বিরতি নিয়ে থাকে অর্থাৎ এর কাউন্টার সংখ্যা অনেক কম হওয়ায় তাই খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে যায়। যেখানে অন্যান্য অপারেটর একাধিক কাউন্টারে যাত্রীদের নিয়ে থাকে।

শুধু তাই নয় মানিক এক্সপ্রেস বাসটিতে সাউথ কোরিয়ান কোম্পানি হুন্ডাই বাস গুলো তাদের বহরে যুক্ত রয়েছে। এছাড়াও জার্মানি ম্যান ব্র্যান্ডগুলো তাদের ঘরে রয়েছে। সব যাত্রীদের কথা চিন্তা করে তাদের বহরে কিছুসংখ্যক নন এসি বাস রয়েছে এগুলো জাপানে তৈরি hino 1j বাস। সুতরাং বুঝতেই পারছেন মানিক এক্সপ্রেস বাসটি কত উন্নত এবং বিলাসবহুল বাস। আসুন জেনে নেই নিচে থেকে মানিক এক্সপ্রেস বাস কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার।

মানিক এক্সপ্রেস বাসের রুট সমূহ নাম

মানিক এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে বগুড়া, রংপুর, লালমনিরহাট, ও বুড়িমারী এরোড গুলো দিয়ে চলাচল করে থাকে।

ঢাকা-বুড়িমারী (Dhaka-Burimari)
ঢাকা- লালমনিরহাট (Dhaka-Lalamonirhat )
ঢাকা-পাটগ্রাম (Dhaka-Patgram)
ঢাকা-হাতিবান্দা (Dhaka-Hatibanda)
ঢাকা-তুশভান্দার (Dhaka-Tushvandar)
ঢাকা-বগুড়া (Dhaka-Bogra)

মানিক এক্সপ্রেস বাসের সকল কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার

অন্যান্য বছরের চেয়ে মানিক এক্সপ্রেস বাসের কাউন্টার এর সংখ্যা অনেক কম হওয়ায়। যাত্রীরা অনেক সময় কাউন্টারে ঠিকানা খুঁজে পান না। তাই আমাদের ওয়েবসাইটে দেখে নেবেন মানিক এক্সপ্রেস বাসের কাউন্টার এর ঠিকানা ও মোবাইল নাম্বার গুলি।

ঢাকা অঞ্চলের কাউন্টার সমূহ

  • রাজ্জাব আলী মার্কেট কাউন্টার, গাবতলী, মিরপুর, ঢাকা জেলা শহর, ফোনঃ +880 1993-339726.
  • নন্দেরবাগ কাউন্টার, ঢাকা জেলা সিটি, ফোনঃ 01938-245035/ 01938-245036.
  • মহাখালী কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 01957165978.
  • কল্যাণপুর কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 01993-339725.

বগুড়া ও লালমনিরহাট জেলার কাউন্টার সমূহ

  • সাতমাথা কাউন্টার, বগুড়া জেলা, ফোনঃ 01978-245040, 01978-245041.
  • ঠনঠনিয়া বাসস্ট্যান্ড কাউন্টার, বগুড়া জেলা, ফোনঃ 01978-245042.
  • শাকপালা মোড় কাউন্টার, বগুড়া জেলা, ফোনঃ 01712-803423.
  • লালমনিরহাট কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01938-245033/01938-245034.
  • বুড়িমাড়ি কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01938-245029.

মানিক এক্সপ্রেস বাসের অনলাইন টিকিট বুকিং

বর্তমানে মানিক এক্সপ্রেস বাসের অনলাইন টিকিট আপনি চাইলে কাটতে পারবেন। আপনি যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে আপনি তিনটি প্রক্রিয়ায় অনলাইন টিকিট বুকিং করতে পারবেন।

  • গুগল প্লে স্টোর থেকে shohoz.com অ্যাপ থেকে অনলাইন টিকিট বুকিং করতে পারবেন।
  • মানিক এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট বুকিং করতে পারবেন।
  • আপনি চাইলে তাদের কাউন্টারের নাম্বারে ফোন করে টিকিট বুকিং করতে পারবেন।

পরিশেষে বলা যায় মানিক এক্সপ্রেস বাসের সঠিক তথ্য গুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এছাড়াও আপনাদের কোন কিছু জানার থাকলে আমাদের ওয়েবসাইটে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ভাবে ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *