আপনি কি জানেন বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক নির্ধারিত আজকে সোনার দাম কত?যদি না জেনে থাকেন তাহলে আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। তাই আজকে আমরা বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক নির্ধারিত 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, ও 24 ক্যারেট সোনার দাম ভরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বাংলাদেশের সোনার চাহিদা গুরুত্বপূর্ণ।কারন বিয়ের পর যেকোনো অনুষ্ঠানে সোনার চাহিদা দেখা যায়। বিশেষ করে মেয়েদের যে কোন অনুষ্ঠানে সোনা ছাড়া হয়না। তাই আপনি যদি সোনা কিনতে চান তাহলে প্রতিদিনের সোনার দাম কি পরিমাণ থাকে সেটি আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। আপনারা হয়তো জানেন 21 ক্যারেট সোনা 87.5% খাঁটি হয়ে থাকে।
এছাড়াও 22 ক্যারেট সোনা 21.60% খাদি হয়ে থাকে। অর্থাৎ আপনি চাইলে 21 কিম্বা 22 ক্যারেটের সোনার টি সংগ্রহ করতে পারেন। আজকে স্বর্ণের দাম বাংলাদেশে কত এটি জেনে নিন আমাদের নিচের আলোচনা থেকে।সুতরাং আমাদের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
স্বর্ণের হিসাব
সাধারণত স্বর্ণের হিসাব অনেক জানেন। বা অনেকেই জানেন না। বাংলাদেশ আজকের স্বর্ণের কিভাবে পরিমাপ করা হয় সে সম্পর্কে নিচে দেখে নিন।
বাংলাদেশে এ হিসেব ব্যবহার করা হয়-
- ১ ভরি = ১৬ আনা।
- ১ ভরি = ৯৬ রতি।
- ১ আনা = ৬ রতি।
আন্তর্জাতিক পরিমাপের এ হিসেব করা হয়-
আন্তর্জাতিকে আপনি যদি কোনো স্বর্ণ কিনে থাকেন তাহলে আপনাকে নিচের পরিমাণ অনুযায়ী স্বর্ণ দিয়ে থাকবে। তাই আপনি যদি না জানেন তাহলে নিচে থেকে দেখে নিন।
- ১ আউন্স = ২.৪৩০৫ ভরি।
- ১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম।
- ১ ভরি = ০.৪১১৪৩ আউন্স।
- ১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম।
আজকের স্বর্ণের দাম বাংলাদেশে 2023
স্বর্ণ এমন একটি জিনিস সেটি বিশ্ববাজার থেকে শুরু করে বাংলাদেশ এর দাম ওঠানামা করে। তাই আপনারা যদি স্বর্ণ কিনতে চান তাহলে আগে থেকেই আপনাদের স্বর্ণের সম্পর্কে ধারণা নিতে হবে। এবং দেখতে হবে প্রতি সপ্তাহে বা প্রতিদিন কি পরিমাণ স্বর্ণের দাম বাড়ছে।
বাংলাদেশে বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম কত?
বাংলাদেশে সাধারণত কয়েকটি ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক প্রত্যেক ক্যারেটের স্বর্ণের দাম নিচে আমরা সংযুক্ত করছি। আপনার চাহিদামত যেকোনো ক্যারেট স্বর্ণ কিনতে পারেন।
- ২২ ক্যারেট = প্রতি ভরি 71,960 টাকা।
- ২১ ক্যারেট = প্রতি ভরি 68,811 টাকা।
- ১৮ ক্যারেট = প্রতি ভরি 60,064 টাকা।
- সনাতন পদ্ধতিতে = প্রতি ভরি 49,742 টাকা।
উপরের আলোচনা থেকে এটাই বুঝা যায় যে বাংলাদেশ প্রতিটি ক্যারেটের স্বর্ণের দাম ওঠানামা করে। সুতরাং আপনারা অবশ্যই স্বর্ণ কেনার আগে বাজার যাচাই করবেন। এছাড়া আপনি যদি ভালো সোনা নিতে চান তাহলে আপনাকে 22 ক্যারেট স্বর্ণ টি আপনার জন্য ভালো হবে। তোমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।