আসসালামু আলাইকুম আপনি কি ঢাকা থেকে পটুয়াখালী বরগুনা এবং বরিশাল রুটের অত্যাধুনিক এবং অতি জনপ্রিয় একটি বাস অপারেটরের নাম হচ্ছে আব্দুল্লাহ পরিবহন। আজকে আমাদের আর্টিকেলটি সাজিয়েছি আব্দুল্লাহ পরিবহন বাসটির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। যাতে করে আপনারা এই বাসের অপারেটরে ভ্রমণ করতে পারেন খুব সহজ ভাবে। মূলত অনেক সময় দেখা যায় যেসব বাস অপারেটরগুলো নতুন যাত্রা শুরু করে তাদের কাউন্টারের ঠিকানা পেতে একটু সমস্যা দেখা দেয়।
সে ক্ষেত্রে আমরা এইসব সমস্যা সমাধান করার জন্য আব্দুল্লাহ পরিবহন বাসের ঢাকার মধ্যে যে সকল কাউন্টার রয়েছে সে কাউন্টারের ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো আমরা পর্যায়ক্রমে সংযুক্ত করব। আশা করছি আপনারা যদি আব্দুল্লাহ পরিবহন বাসে নিয়মিত যাত্রী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনাদের জন্য খুব কাজে দিবে।
আব্দুল্লাহ পরিবহনের রোড সমূহ
যেহেতু এই বাস অপেরাটি নতুন ভাবে চালু করা হয়েছে সেও তো এই বাসটি শুধুমাত্র ঢাকা থেকে বেশ কিছু জেলায় চলাচল করে থাকে দক্ষিণ অঞ্চলের। সেগুলো আমরা নিচে সংযুক্ত করলাম দয়া করে দেখে নিবেন।
- ঢাকা টু পটুয়াখালী
- পটুয়াখালী টু ঢাকা
- ঢাকা টু বরগুনা
- বরগুনা টু ঢাকা
- ঢাকা টু ঢাকা
আব্দুল্লাহ পরিবহনের কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার
অনেক সময় আমরা দেখতে পারি আপনারা খুব হতাশা জনক ভাবে ইন্টারনেটে আব্দুল্লা পরিবহন বাসটির কাউন্টারের ঠিকানা ও তাদের মোবাইল নাম্বার খুজে থাকেন।এই সমস্যাটি দূর করার জন্য আমরা সকল জেলার কাউন্টার ঠিকানা মোবাইল নাম্বারটি নিচের সংযুক্ত করছি।
আব্দুল্লাহ পরিবহন ঢাকা জেলা কাউন্টার নাম্বার ও ঠিকানা
আপনি যদি ঢাকা জেলায় অবস্থান করে থাকেন এবং এই বাসটি চড়ে ভ্রমণ করতে চান। তাহলে আপনাকে বলে দেখি ঢাকার সায়েদাবাদ বাস কাউন্টারে আব্দুল্লাহ পরিবহন বাসটির কাউন্টার রয়েছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। নিচের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে ফোন দিও চাইলে আপনারা টিকিট বুকিং করে রাখতে পারেন।
ঢাকা জেলা | কাউন্টার নাম ও ঠিকানা | কাউন্টার ফোন নাম্বার |
সায়দাবাদ বাস কাউন্টার | মোবাইল : 01700625809মোবাইল: 01928137142
মোবাইল: 01714662732 |
আব্দুল্লাহ পরিবহন পটুয়াখালী জেলা কাউন্টার নাম্বার ও ঠিকানা
সবচাইতে এই বাস অপারেটর জনপ্রিয় রোট হচ্ছে ঢাকা থেকে পটুয়াখালী, সুতরাং আপনি যদি ঢাকা থেকে পটুয়াখালী যান এবং পটুয়াখালী আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই কাজটি টিকিট কাউন্টার সম্পর্কে জেনে নিন। আমরা ঠিকানা মোবাইল নাম্বারটি তালিকার মাধ্যমে সংযুক্ত করলাম।
পটুয়াখালী জেলা |
কাউন্টার নাম ও ঠিকানা | কাউন্টার ফোন নাম্বার |
মহিসকাটা বাস কাউন্টার | মোবাইল নং: 01929056375মোবাইল নং: 01734423966 | |
বরগুনা সদর বাস কাউন্টার | মোবাইল নং: 01915844526মোবাইল নং: 01914424687 | |
দুরাকাটা বাস কাউন্টার | মোবাইল নং: 01929737980 | |
আমতলী বাস কাউন্টার | মোবাইল নম্বর: 0192509119মোবাইল নং: 01734423966 |
আব্দুল্লাহ পরিবহন বরগুনা জেলা কাউন্টার নাম্বার ও ঠিকানা
আব্দুল্লাহ পরিবহন বাস অপেরাটি আরো একটি একটি জনপ্রিয় রুট হচ্ছে ঢাকা থেকে বরগুনা। এই রুটের সকল বাস কাউন্টার ঠিকানা এবং মোবাইল নাম্বার গুলো আমরা পর্যায়ক্রমে সংযুক্ত করছি দয়া করে দেখে নিবেন।
বরগুনা জেলা |
কাউন্টার নাম ও ঠিকানা | কাউন্টার ফোন নাম্বার |
পটুয়াখালী সদর বাস কাউন্টার | মোবাইল নং: 01929056376মোবাইল নং: 01734423966 | |
খেপুপাড়া বাস কাউন্টার | মোবাইল নম্বর: 01925095118মোবাইল নং: 01739909274 | |
মহিপুর বাস কাউন্টার | মোবাইল নং: 01925095116মোবাইল নং: 01734423966 |
আব্দুল্লাহ পরিবহনে নিয়মাবলী:
প্রত্যেকটি বাস অপারেটরের কিছু নিয়ম তান্ত্রিক ব্যাপার থাকে। অবশ্যই এসব নিয়মকে যাত্রীদের মেনে যাত্রা করতে হবে।সেক্ষেত্রে আপনি যদি এই বাসে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই তাদের নিয়মাবলী সম্পর্কে জেনে নিবেন। যাতে করতে ভবিষ্যতে আপনার অপ্রতিকর কোন কার্যকর্ম না হয়।
- গাড়ি কাউন্টার থেকে ছাড়ার ১৫ মিনিট পূর্বে যাত্রীকে কাউন্টারে উপস্থিত হতে হবে
- প্রত্যেক যাত্রীকে টিকিট সাথে রাখতে হবে
- যাত্রীকে নিজের ও মালামাল লকার রাখতে হবে এবং প্রোটিন গ্রহণ করতে হবে।
- যাত্রীগণকে অবশ্যই তাদের মালামাল ও ব্যাগ নিজ দায়িত্বে বহন করতে হবে।
- গাড়িতে কোন ধরনের মাদক জাতীয় বা বেআইনি অস্ত্র বহন করা যাবে না
- যাত্রীকে যাত্রাপথে বিরতিকালে সময়সূচী মেনে গাড়িতে উঠতে হবে।
- সম্মানিত যাত্রীকে ফিরতি টিকিট আগাম গ্রহণের সুযোগ প্রদান করা হয়ে থাকে
- যদি কোন যাত্রী টিকিট বাতিল করতে চান তাহলে কাউন্টার কর্তৃপক্ষকে ছয় ঘন্টা জানাতে হবে এবং টিকিটের ১০% কর্তন করা হবে।
আব্দুল্লাহ পরিবহনের অনলাইন টিকিট বুকিং ব্যবস্থা:
ডিজিটাল যুগে যাত্রীরা এখন বর্তমানে ঘরে বসে অনলাইনে টিকিট বুকিং করতে পারে। সেক্ষেত্রে আব্দুল্লাহ পরিবহন বাসটি আপনাদেরকে সুযোগ করে দিয়েছে ঘরে বসে অনলাইনে টিকিট বুকিং করার ব্যবস্থা সে ক্ষেত্রে আপনারা অবশ্যই সহজ ডট কম অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন।
আশা করছি আপনারা সকলেই আব্দুল্লাহ পরিবহন বাস অপারেটরটি সকল তথ্য জানতে পেরেছেন। এছাড়া বাঁশ সংক্রান্ত যেকোন তথ্য জানতে হলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত কোন ধন্যবাদ।