Skip to content
Home » এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা | এয়ারটেল কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার ও ঠিকানা বাংলাদেশ

এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা | এয়ারটেল কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার ও ঠিকানা বাংলাদেশ

আপনি কি একসাথে সকল সিমের জন্য কাস্টমার কেয়ার নাম্বার গুলো ইন্টারনেটে অনুসন্ধান করছেন?? তাহলে আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিন সকল কাস্টমার কেয়ার ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো। সাধারণত আমরা এখন দেখতে পারি বাংলাদেশ মোবাইল টেলিকম কোম্পানি গুলো বেশ কিছু প্রতিষ্ঠান সুনামের সাথে মানুষের সেবা দিয়ে আসছে।

তাই আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। বাংলাদেশের যে সমস্ত টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের সেবা দিয়ে থাকে বিভিন্ন ভাবে তাদের কাস্টমার কেয়ার নাম্বার ইমেইল গুলো আমরা পর্যায়ক্রমে নিচে সংযুক্ত করব। কাস্টমার নাম্বার গুলো আপনারা 24 ঘন্টা খোলা পাবেন। তাই যেকোনো সময়ে তাদের সাথে যোগাযোগ করে কোন সমস্যা দেখা দিলে সেটি সমাধান করে নিতে পারেন।

বাংলাদেশ টেলিকম কোম্পানি নাম সমূহ

  • গ্রামীণফোন
  • রবি
  • বাংলালিংক
  • এয়ারটেল
  • টেলিটক
  • স্কিটো

বর্তমানে এই পাঁচটি মোবাইল কোম্পানি গ্রাহকদের তথ্য সেবা দিয়ে আসছে।

গ্রামীণফোন (জিপি) কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার ও অন্যান্য তথ্য

গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক সার্ভিস টেলিকম কোম্পানি। বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামীনফোনের সিম গুলো ব্যবহার করে থাকে। তাই তাদের গ্রাহকদের সংখ্যাও অনেক বেশি। আপনার যদি গ্রামীনফোনের কাস্টমার কেয়ার সম্পর্কে জানতে চান তাহলে নিচে থেকে দেখে নিতে পারেন।

নাম নম্বর
গ্রাহকসেবা নাম্বার 121 (50 পয়সা/মিনিট)

 

যেকোনো অপারেটর থেকে:- 01711594594
রোমিং জিপি গ্রাহকদের জন্য গ্রাহকসেবা হটলাইন নাম্বার 01700100121
অভিযোগ গ্রাহকসেবা নাম্বার 158 (ফ্রী)
ইমেইল insta.service@grameenphone.com
ওয়েবসাইট https://www.grameenphone.com
ফেসবুক https://www.facebook.com/Grameenphone
টুইটার

বাংলালিংক কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার ও অন্যান্য তথ্য

বাংলালিংক গ্রামীন ফোনের পরে পরেই আরেকটি দ্বিতীয় সর্বোচ্চ গ্রাহক সংখ্যা নিয়ে, বাংলালিংক গ্রাহকদের। গ্রামীণফোন ও বাংলালিংক এ দুটি সিম অপারেটর কোম্পানি অনেক পুরনো এবং অনেক আগে থেকেই বাংলাদেশে বিদ্যমান রয়েছে। তাই তুলনামূলক তাদের গ্রাহক সংখ্যা অন্যান্য সিম অপারেটরের চেয়েও বেশি।

নাম নম্বর
যেকোনো অপারেটর থেকে:- +8801911304121
ইমেইলের মাধ্যমে গ্রাহক সেবা info@banglalink.net
ওয়েবসাইট https://www.banglalink.net
ফেসবুক https://www.facebook.com/banglalinkdigital
টুইটার

রবি কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার ও অন্যান্য তথ্য

বর্তমানে রবি টেলিকম অফ কোম্পানিটি সবচেয়ে স্বল্পমূল্যে গ্রাহকদের বিভিন্ন ইন্টারনেট, মিনিট, অফার, থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের অফার দিয়ে উদ্ভুদ্ধ করছে। এছাড়াও রবি একমাত্র সিম অপারেটর তারাই বাংলাদেশের প্রথম 4.5 জি স্পিড ইন্টারনেট গ্রাহক সেবা দিয়ে থাকে।

নাম নম্বর
যেকোনো রবি নম্বর থেকে কল করুন 123
যেকোনো অপারেটর থেকে কল করুন 01819400400
ইমেইল 123@robi.com.bd
ওয়েবসাইট https://www.robi.com.bd
ফেসবুক https://www.facebook.com/RobiFanz
টুইটার
মাই রবি অ্যাপ প্লেস্টোর লিংক https://play.google.com/store/apps/details?id=net.omobio.robisc&hl=en

এয়ারটেল কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার ও অন্যান্য তথ্য

এয়ারটেল রবির একটি অঙ্গসংস্থান কোম্পানি বা বলা যায় এয়ারটেল রবি দুই ভাই। তারপরও এদের অফারগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে। তাদের আলাদা হেল্পলাইন নাম্বার এবং কাস্টমার কেয়ার রয়েছে। নিচে থেকে দেখে নিন এয়ারটেল কাস্টমার কেয়ার।

নাম নম্বর
যে কোন এয়ারটেল থেকে 121
অন্য যে কোন অপারেটর থেকে 01678600786
ইমেইল airtel.service@robi.com.bd
হোয়াটস্যাপে +8801614000121
ওয়েবসাইট https://www.bd.airtel.com
ফেসবুক https://www.facebook.com/airtelbuzz
টুইটার
এয়ারটেল অ্যাপ প্লেস্টোর লিংক https://play.google.com/store/apps/details?id=net.omobio.airtelsc

টেলিটক কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার ও অন্যান্য তথ্য

টেলিটক সিম টি মূলত বাংলাদেশ সরকারি একটি টেলিকম কোম্পানি। যদি বলা হয় ইন্টারনেট, মিনিট, সবচেয়ে কোন সিম অপারেটর কম নিয়ে থাকে। তাহলে সবার মুখেই একটাই নাম টেলিটক সিম অপারেটর। কিন্তু টেলিটক সিমের গ্রাহক সংখ্যা কম হওয়ার কারণে এর নেটওয়ার্ক সিস্টেম অনেকটাই খারাপ। কিন্তু বর্তমানে তাদের টেলিকম সেবাটি বাড়িয়ে দেওয়ার জন্য মান সমান টেলিটক সিম ইউজ করে। নিচ থেকে দেখে নিন টেলিটক সিমের কাস্টমার কেয়ার।

নাম নম্বর
যেকোনো টেলিটক নম্বর থেকে কল করুন 121
যেকোনো অপারেটর থেকে কল করুন 01500121121-9, 01550157750, 01550157760.
ওয়েবসাইট http://www.teletalk.com.bd
ফেসবুক https://www.facebook.com/yourTELETALK
টুইটার

স্কিটো হেল্পলাইন নাম্বার ও অন্যান্য তথ্য যাব

স্কিটো সিম টি মূলত গ্রামীণফোনের একটি আলাদা সিম অপারেটর। অর্থাৎ গ্রামীণফোন নেটওয়ার্কের সাহায্যে এই সিম অপারেটর গ্রাহকদের সেবা দেয়। এসিন আপনি যদি কিনে থাকেন তাহলে নিচের কাস্টমার কেয়ার নাম্বারও হট লাইন নাম্বার দেয়া আছে দেখে নিন।

নাম নম্বর
যেকোনো স্কিটো নম্বর থেকে কল করুন 121
যেকোনো অপারেটর থেকে কল করুন 01701000121
ইমেইল help@skitto.com
ওয়েবসাইট https://www.skitto.com
ফেসবুক https://www.facebook.com/skittodigital
Skitto অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর লিংক:- https://play.google.com/store/apps/details?id=com.skitto

উপরের আলোচনা থেকে আশা করি আপনারা সকল সিমের কাস্টমার কেয়ার অন্যান্য তথ্য গুলো জানতে পেরেছেন। আপনাদের যদি আদৌ কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *