সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বার এখানে

সকল সিমের প্রয়োজনীয় কোড

বাংলাদেশ জনপ্রিয় কয়েকটি সিম অপারেটর টেলিকম কোম্পানি রয়েছে। প্রতিদিন আমরা অনেক মানুষ তাদের সেবা নিয়ে থাকি ‌ এজন্য অনেকেই ইন্টারনেটে অনুসন্ধান করেন বিভিন্ন সিমের কোড সম্পর্কে জানার জন্য। তাই আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় সিম টেলিকম কোম্পানির বিভিন্ন কোডের তথ্য আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করব। আশা করি এই কোড গুলো আপনার ব্যালেন্স ট্রান্সফার, ব্যালেন্স চেক, ইন্টার্নেট ব্রাউজিং, মিনিট অফার, যেকোনো সার্ভিস বন্ধ করার কোড। এই কোড গুলো আমরা সংযুক্ত করব।

বাংলাদেশ সকল টেলিকম কোম্পানির নাম

আমাদের ওয়েবসাইটে মূলত আমরা 6 টি জনপ্রিয় টেলিকম অফ কোম্পানির বিভিন্ন কোড ও তাদের নাম নিয়ে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশের পেক্ষাপটে পাঁচটি টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের সেবা দিয়ে আসছে।

১. এয়ারটেল টেলিকম কোম্পানি।
২. গ্রামীণফোন টেলিকম কোম্পানি।
৩. রবি টেলিকম কোম্পানি।
৪. বাংলালিংক টেলিকম কোম্পানি।
৫. টেলিটক টেলিকম কোম্পানি।
৬. সিটিসেল টেলিকম কোম্পানি।

মূলত এই ছয় কোম্পানির মধ্যে বর্তমানে পাঁচটি টেলিকম কোম্পানি নিরপেক্ষভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। তাই বিভিন্ন অফারের সম্পর্কে জানতে হলে কোডের সাহায্যে জানতে হয়। এই কোডগুলো আমরা আমাদের ওয়েবসাইটের সংযুক্ত করব।

নিজের নম্বর কিভাবে দেখবেন ?

মূলত প্রত্যেকটি টেলিকম কোম্পানির একটি করে কোড রয়েছে। যে কোড দিয়ে নিজের নাম্বার দেখা যায়। তাই আমরা নিচে প্রত্যেকটি সিম টেলিকম কোম্পানির নিজের নাম্বার দেখার কোড গুলো পর্যায়ক্রমে সংযুক্ত করব।

সকল সিমের নাম্বার চেক কোড

  • এয়ারটেল সিম নাম্বার চেক কোডঃ  *121*6*3#
  • গ্রামীণ ফোন সিম নাম্বার চেক কোডঃ  *2#
  • বাংলালিংক সিম নাম্বার চেক কোডঃ *511#
  • টেলিটক সিম নাম্বার চেক কোডঃ  *551#
  • রবি সিম নম্বর চেক চেক কোডঃ *140*2*4#

গ্রামীণফোনের সকল প্রয়োজনীয় কোড সমূহ

  • ব্যালেন্স চেক কোডঃ * 566 #
  • সিম নাম্বার চেক কোডঃ *2#  বা *1118 *2#
  • প্যাকেজ চেক কোডঃ *11172 #
  • মিনিট চেক কোডঃ *56624# বা *56620# বা *56622#
  • এসএমএস চেক কোডঃ *5662# বা *56618#
  • এমএমএস চেক কোডঃ *56614#
  • ডেটা (এমবি) চেক কোডঃ *56610 #  বা *567#
  • আমাকে ফিরে কল করুনঃ * 123* নম্বর #
  • নেট সেটিংয়ের অনুরোধ কোডঃ *11162#
  • মিস কল সতর্কতা (চালু)ঃ টাইপ করুন এমসিএ এবং পাঠান 6222 মিস কল সতর্কতা (বন্ধ)ঃ স্টপ এমসিএ টাইপ করুন এবং 6222 এ পাঠান।

রবি সিমের প্রয়োজনীয় কোড সমূহ

  • ব্যালেন্স চেক কোডঃ *222#
  • নিজের নাম্বার চেক কোডঃ *140*2*4#
  • সিম প্যাকেজ চেক কোডঃ *140*14#
  • মিনিট চেক কোডঃ *222*3#
  • এস এম এস চেক কোডঃ *222*11#
  • এম এম এস চেক কোডঃ *222*13#
  • এম বি চেক কোডঃ *222*81# বা #8444*88#
  • নেট সেটিং রিকুয়েস্ট কোডঃ *140*7#
  • মিস কল এলাট (অন)ঃ Type ON & Send to 8272
  • মিস কল এলাট (অফ)ঃ Type OFF & Send to 8272 .

বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড সমূহ

  • ব্যালেন্স চেক কোডঃ *124#
  • সিম নাম্বার চেক কোডঃ *511#
  • প্যাকেজ চেক কোডঃ *125#
  • মিনিট চেক কোডঃ *124*2#
  • এসএমএস চেক কোডঃ *124*3#
  • এমএমএস চেক কোডঃ *124*2#
  • ডেটা (এমবি) চেক কোডঃ *124*5# বা *222*3#
  • আমাকে ফিরে কল করুনঃ *126* নম্বর #

এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড সমূহ

  • ব্যালেন্স চেক কোডঃ *778#
  • সিম নাম্বার চেক কোডঃ *12163#
  • প্যাকেজ চেক কোডঃ *218#
  • মিনিট চেক কোডঃ *7785# বা *7788#
  • এসএমএস চেক কোডঃ #7782#
  • এমএমএস চেক কোডঃ *22213#
  • ডেটা (এমবি) চেক কোডঃ *77839# বা *7784#
  • আমাকে ফিরে কল করুনঃ *1215#
  • নেট সেটিংয়ের অনুরোধঃ *1407#
  • মিস কল সতর্কতা (চালু)ঃ *1213*4#

টেলিটক সিমের প্রয়োজনীয় কোড সমূহ

  • “পি” টাইপ করুন এবং 154 এ প্রেরণ করুন ( চার্জ বিনামূল্যে )
  • ডায়াল করুন *551# ( চার্জ বিনামূল্যে )
  • টাইপ করুন  ‘Tar’ 222 এ প্রেরণ করুন ( চার্জ 0.50 টাকা )
  • “W” টাইপ করুন এবং 321 এ প্রেরণ করুন ( চার্জ বিনামূল্যে )
  • “WHOAMI” টাইপ করুন এবং 321 এ প্রেরণ করুন ( চার্জ বিনামূল্যে )
  • প্যাকেজ চেকঃ অজানা
  • মিনিট চেক কোডঃ  *152#
  • এসএমএস চেক কোডঃ *152#
  • এমএমএস চেক কোডঃ *152#
  • ডেটা (এমবি) চেক কোডঃ *152#

আমাদের ওয়েবসাইটে গ্রামীণফোন, এয়ারটেল, টেলিটক, রবি, বাংলালিংক, এই টেলিকম কোম্পানির বিভিন্ন মিনিট অফার, ইন্টারনেট অফার, সহ আরো এরকম অনেক অফার সম্পর্কে দেয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। এবং বিভিন্ন অফার সম্পর্কে জেনে নিতে পারেন।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *