বাংলাদেশের জরুরি সেবার হট লাইন নাম্বার, ঠিকানা ও বিস্তারিত (Hotline Number)

বাংলাদেশের জরুরি সেবার হট লাইন

আপনারা কি জানেন বাংলাদেশ এখন ডিজিটাল রোল মডেল। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বাংলাদেশ সরকার অনেকগুলো হেল্পলাইন নাম্বার সংযুক্ত করেছে। অর্থাৎ আপনি যেকোন আইন মূল্য,অথবা দুর্নীতি বিষয়ক, অ্যাম্বুলেন্স, আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা। এরকম অনেক কয়টি হেল্পলাইন নাম্বার আপনাদের জনসাধারণের জন্য দেয়া আছে।

এই হেল্পলাইন নাম্বার গুলি 24 ঘন্টা জনগণের সাহায্য করার জন্য সদা প্রস্তুত।তাই আপনারা যে কোনো সমস্যা দেখা গেলে এই হেল্পলাইন নাম্বার গুলোতে ফোন দিলে। সাহায্য পেয়ে যাবেন। দয়া করে আপনারা আমাদের ওয়েবসাইটের সংযুক্ত যেও হেল্পলাইন নাম্বার গুলো সংযুক্ত করব। আপনারা চাইলে। সেগুলো সংগ্রহ করে বের করে আপনাদের ঘরে রাখতে পারেন। চলুন দেখে নেই সরকারি সেবা সমূহ গুলোর হটলাইন নাম্বার।

বাংলাদেশের জরুরি সেবার হট লাইন নাম্বার ও ঠিকানা

জরুরি সেবার হট লাইন নাম্বার

যে বিষয়ে জন্য যে নাম্বার কল দেবেন
৯৯৯ বাংলাদেশের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সেবা. আপনি যদি জরুরি মুহূর্তে পুলিশ ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সাহায্য নিতে চান তাহলে বিনামূল্যে এই নাম্বারে কল করুন. এছাড়াও যে কোন অপরাধ মূলক তথ্য পুলিশকে জানাতে বা সহযোগিতা নিতে এ নাম্বারে কল করতে পারেন.
১০৬ এটি একটি দুর্নীতি দমন কমিশন এর হেল্পলাইন নাম্বার. আপনার আশেপাশেই বা এলাকায় যে কোনো দুর্নীতি চোখে পড়লে আপনি বিনামূল্যে নিচের নাম্বারে কল দিয়ে জানিয়ে দিতে পারেন. এতে করে আপনার এলাকায় দুর্নীতি থাকবেনা এবং রাষ্ট্রকে সহযোগিতা করুন.
১৬৪৩০ এটি একটি সরকারি আইনগত সহায়তা জাতীয় হেল্পলাইন নাম্বার. আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আইনগত যে কোনো সহযোগিতা পাস হয়ে থাকে এই নাম্বারে বিনামূল্যে কল দিতে পারেন এবং সহযোগিতা নিতে পারেন.
১৬১২৩ এটি একটি কৃষি বিষয়ক সেন্টার হেল্পলাইন নাম্বার. আপনি যদি বাংলাদেশের কৃষক হয়ে থাকেন বা যেকোনো নাগরিক হয়ে থাকেন তাহলে কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ বিষয়ক যেকোন পরামর্শ পেতে বিশেষজ্ঞদের কাছ থেকে জানার জন্য এই নাম্বারে কল দিতে পারেন.
১০৯ এটি একটি নারী ও শিশু নির্যাতন অথবা পাচারের ঘটনা প্রতিরোধে কল সেন্টার নাম্বার. আপনার এলাকায় নারী নির্যাতন বা বাল্যবিবাহ প্রতিরোধে বিনামূল্যে এই নাম্বারে কল দিয়ে জানিয়ে দিতে পারে.
১০৯৮ এটি একটি শিশু সহায়তামূলক কল সেন্টার নাম্বার. আপনার এলাকায় বা চারপাশে শিশুদের যে কোন সমস্যা বা দুর্ঘটনার জন্য আপনি বিনামূল্যে এই নাম্বারে কল দিয়ে জানিয়ে দিতে পারেন. কর্তৃপক্ষ তাৎক্ষণিক এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে.
৩৩৩ এটি একটি জাতীয় তথ্য বাতায়ন কল সেন্টার নাম্বার. আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে যে কোন তথ্য জানতে ও সরকারী কর্মকর্তাদের সাথে কথা বলতে এই নাম্বারে বিনামূল্যে কল করে সহযোগিতা নিতে পারেন.
১৬২৬৩ এইটি একটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার নাম্বার. আপনি যেকোন জরুরি মুহূর্তে 24 ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন. তাছাড়াও করণা সংক্রান্ত যেকোন প্রয়োজনে এই নাম্বারে কল দিতে পারেন. আরো এই নাম্বারে কল দিয়ে আপনি অ্যাম্বুলেন্স সহযোগিতা নিতে পারেন তবে চার্জ প্রযোজ্য.
১৬১০৮ এটি একটি জাতীয় মানবাধিকার কমিশন হেল্পলাইন নাম্বার. আপনার মানবাধিকার বিঘ্নিত তাহলে আপনি এই নাম্বারে কল দিতে পারেন তবে চার্জ প্রযোজ্য.
১৬২৫৬ এটি একটি ইউনিয়ন সহায়তামূলক কল সেন্টার নাম্বার. আপনি প্রয়োজনে ইউনিয়নের যে কোন তথ্য জানতে এই নাম্বারে কল করতে পারেন (চার্জ প্রযোজ্য).
১৩১ এটি একটি বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার নাম্বার. ট্রেনের টিকিট সংক্রান্ত যে কোন তথ্য জানতে এই নাম্বারে কল দিতে পারেন ( চার্জ প্রযোজ্য).
১০৫ এটি একটি জাতীয় পরিচয় পত্র তথ্য কল সেন্টার নাম্বার. আপনি আপনার জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যে কোন তথ্য জানতে এই নাম্বারে কল দিতে পারেন এবং সেবা গ্রহণ করতে পারেন (চার্জ প্রযোজ্য).
১০০ এটি একটি বিটিআরসি কল সেন্টার নাম্বার. আপনি বিটিআরসির যেকোনো তথ্য ও সেবা গ্রহণ করতেই এই নাম্বারে কল দিতে পারেন.
১৬৪৯৬ এটি একটি তিতাস গ্যাস কল সেন্টার নাম্বার. তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এর সাথে কথা বলতে বা যে কোন তথ্য জানতে এই নাম্বারে কল দিতে পারেন.
১৬৪০২ এটি একটি বিটিসিএল কল সেন্টার নাম্বার. আপনি যদি বিটিসিএল এর সাথে কথা বলতে চান যে কোন সমস্যা বা সেবা গ্রহণ করতে তাহলে এই নাম্বারে কল করুন.
১৬৫৩৯ এটি একটি সুন্দরবন গ্যাস কোম্পানি কল সেন্টার নাম্বার. আপনি যদি সুন্দরবন গ্যাস কোম্পানি এর সাথে যেকোনো তথ্য সংগ্রহের জন্য বা পেতে কল দিতে চান তাহলে এই নাম্বারে কল করুন.
১৬৫২৩ এটি একটি বাখরাবাদ গ্যাস হটলাইন নাম্বার. আপনি যদি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এর যে কোন তথ্যের জন্য কল দিতে চান তাহলে এই নাম্বারে কল দিতে পারেন.
১৬৫১১ এটি একটি জালালাবাদ গ্যাস হটলাইন নাম্বার. জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যেকোন তথ্য গ্রহণ পেতে এই নাম্বারে কল দিতে পারেন.
১৬৫১৪ এটি একটি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এর হট লাইন নাম্বার.
০১৭৮৪৩৩৩৩৩৩ এটি একটি প্রবাসী কল সেন্টার নাম্বার. যেকোনো নাগরিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম মানতেন না এদের সাথে কথা বলতে বা যেকোন তথ্য গ্রহণ করতে বা অভিযোগ জানাতে এই নাম্বারে কল দিতে পারেন.
১০৯০ এটি একটি দুর্যোগ প্রবণ কল সেন্টার নাম্বার. দুর্যোগ প্রান্তিকতার সর্তকতা জানতে এই নাম্বারে কল দিতে পারেন.
১৬৭৬৭ এটি একটি সুখী পরিবার কল সেন্টার নাম্বার. আপনি যদি সুখী পরিবার সংক্রান্ত যেকোনো তথ্য পেতে চান বা আলোচনা করতে চান তাহলে এই নাম্বারে কল দিতে পারেন.
১৬১০৮ এটি একটি জাতীয় মানবাধিকার কমিশন কল সেন্টার নাম্বার. জাতীয় মানবাধিকার কল সেন্টারের সাথে কথা বলতে এই নাম্বারে কল দিতে পারেন.
১৬২৩৬ এটি একটি বাংলাদেশ ব্যাংকের গ্রাহক অভিযোগ কল সেন্টার নাম্বার. আপনি যদি যেকোনো ব্যাংকের ব্যাংকিং সেবা সংক্রান্ত যে কোন তথ্য জানতে নিচের এই নাম্বারে কল দিয়ে অভিযোগ করতে পারেন
১৬৪৩০ এটি একটি সরকারি আইনগত সহায়তা হেল্পলাইন নাম্বার. আপনি যদি সরকারী আইনগত সহায়তা পাওয়ার জন্য বা যেকোনো সমস্যা জানাতে এই নাম্বারে কল দিতে পারেন.

পরিশেষে বলা যায় বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে।এটি মূলত জনসাধারণের জন্য অনেক কার্যকর একটি ব্যবস্থা। যে সেগুলো আপনাদের জন্য প্রদান করেছে। আপনি ঘরে এবং বাইরে যেকোনো সমস্যায় পড়ে থাকলে তাৎক্ষণিক হটলাইন নাম্বারে ফোন দিলে সমস্যা সমাধান করতে পারবেন এবং দেশকে সাহায্য করতে পারবেন। ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *