বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি-(Banglalink MB Transfer method)

বন্ধুরা আজকের আমাদের পোস্টের টাইটেল দেখতে বুঝতে পেরেছেন নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যদি বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন? এবং এমবি ট্রান্সফার করতে চান তাহলে আমাদের পোস্ট এর মাধ্যমে আপনি খুব সহজেই এমবি ট্রান্সফার করতে পারবেন। তাই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক সিম দিয়ে অন্য বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করা যায়। এক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোর থেকে মাই বাংলালিংক অ্যাপটি ডাউনলোড করতে হবে। বিস্তারিত জানতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।

বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি:

বর্তমানে ইন্টারনেট ছাড়া দুনিয়ায় চলা অসম্ভব প্রায়। যেকোনো অনলাইন ভিত্তিক নিউজ কিংবা, বিনোদনের জন্য সিমের ব্রডব্যান্ড মাধ্যমে এমবি সাহায্যে, এগুলো দেখতে হয়। এছাড়াও এমবি দিয়েই প্রিয়জনের সাথে ভিডিও, অডিও কল দিয়ে কথা বলা যায়। এজন্য অনেক সময় দেখা যায় অনেক প্রিয়জনের এমবি শেষ হয়ে যায়। এক্ষেত্রে সে যদি বাংলালিনক হয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই এমবি ট্রান্সফার করতে পারবেন।

বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি এবং রিকুয়েষ্ট প্রক্রিয়া 

বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি
বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতি
বাংলালিংক এমবি ট্রান্সফার পদ্ধতিটি দেখুন :
  • বাংলালিংক সিমের এমবি উপহার,অনুরোধ বা স্থানান্তর করতে ডায়াল প্যাডে ডায়াল করুন *৫০০০*৫৫#।
  • বাংলালিংক সিমের এমবি ট্রান্সফারের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২৪*৫০০#।

বাংলালিংক এমবি ট্রান্সফারের ইন্টারনেট প্যাকেজের তালিকা:

বাঙালি এমবি ট্রান্সফার যে প্যাকেজ গুলো বিভিন্ন মেয়াদের রয়েছে। এগুলো আমরা সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটে ছকের মাধ্যমে পর্যায়ক্রমে সংযুক্ত করেছি। তাই আপনি চাইলে, এই অফার গুলো দেখতে পারেন।

ডাটা প্যাকের পরিমান টাকার পরিমান মেয়াদকাল
২ জিবি ৩৫০ টাকা এক মাস
১ জিবি ২১০ টাকা এক মাস
৩০০ এমবি ৯৯ টাকা এক মাস
১৬০ এমবি ৩০ টাকা এক সপ্তাহ
১০০ এমবি ২০ টাকা এক সপ্তাহ
৬০ এমবি ১৫ টাকা তিন দিন
৪৫ এমবি ১০ টাকা এক দিন

বাংলালিংক সিম থেকে এমবি ট্রান্সফারের কিছু শর্ত

  • প্রতিদিন একটি নাম্বারের মাধ্যমে এমবি ট্রান্সফার করতে পারেন।
  • উপরোক্ত নির্বাচিত ইন্টারনেট প্যাকগুলো কেবল ট্রান্সফার করতে পারেন।
  • বোনাস ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন না।
  • আপনি নিজের ইন্টারনেট প্যাকগুলোতে পুনরায় ইন্টারনেট প্যাক ট্রান্সফার করতে পারবেন না।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে( ফেসবুক, হোয়াট অ্যাপস, ভাইবারু,ইত্যাদি) ইন্টারনেট প্যাকগুলো ট্রান্সফার করতে পারবেন না।

পরিশেষে বলা যায় আমাদের উপরের আলোচনা থেকে যদি আপনি বাংলালিংক এমবি ট্রান্সফার করতে সক্ষম হন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এমবি ট্রান্সফার করতে কোন রকম সমস্যায় পড়তে হয় তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button