Skip to content
Home » ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী 2023- টিকিটের মূল্য, ভাড়ার তালিকা ও ছুটির দিন

ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী 2023- টিকিটের মূল্য, ভাড়ার তালিকা ও ছুটির দিন

ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী!!  আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনি যদি ঢাকা টু ভৈরব বাজার ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান তাহলে এখান থেকে দেখে নিতে পারেন। আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি ঢাকা টু ভৈরব বাজার এর সকল ট্রেনের সময়সূচী,ও টিকিট এর মূল্য নিয়ে। ট্রেনে যারা যাতায়াত করে থাকেন তারা সবাই জানেন ট্রেনে নির্দিষ্ট সময়ে তার স্টেশন থেকে যাত্রা শুরু করে।

এছাড়াও ট্রেনের একটি নির্দিষ্ট ভাড়া, ও সময়সূচী থাকে সেগুলো অবশ্যই ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে জেনে নেওয়া উচিত। ট্রেনের ভাড়া সম্পর্কে আগে থেকে জেনে নিলে। স্টেশনে গিয়ে কোন সমস্যায় পড়তে হয় না। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে প্রত্যেকটি ট্রেনের বিভিন্ন রুটের নির্দিষ্ট একটি ভাড়া সংযুক্ত করে দেয়। অনেক সময় স্টেশনে দালাল চক্র রয়েছে যারা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রয় করে থাকে। তাই এই দালালগুলো থেকে সতর্ক থাকবেন।

ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস):

ভৈরব থেকে ঢাকা বিভিন্ন আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেনগুলোর বিভিন্ন সময়ে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন যাত্রা নিয়ে থাকে। এ সময় আপনি যদি ঢাকার উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করতে চান তাহলে আমাদের নিচের যে ট্রেনগুলো দেওয়া রয়েছে। হোটেল গুলোর প্রত্যেকটি ট্রেনের সময়সূচী,ছাড়ার সময়,এবং ছুটির দিন বক্সের মধ্যে সংযুক্ত করা হয়েছে। তাই দয়া করে নিচের বক্স গুলো দেখে নিন।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
মহানগর গোধুলি (৭০৩) নাই ১৯ঃ৪৪ ২১ঃ২৫
পার্বত এক্সপ্রেস (৭১০) মঙ্গলবার ২০ঃ৫৩ ২২ঃ৪০
মহানগর এক্সপ্রেস (৭২১) রবিবার ১৭ঃ১০ ১৯ঃ১০
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) নাই ০৮ঃ১০ ১০ঃ৪০
উপবন এক্সপ্রেস (৭৪০) নাই ০৪ঃ৪৭ ০৬ঃ৪৫
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) নাই ০৩ঃ২৭ ০৫ঃ১৫
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) বুধবার ১৪ঃ৪৫ ১৭ঃ০৫
কালনী এক্সপ্রেস (৭৭৪) শুক্রবার ১০ঃ৫৫ ১৩ঃ০০
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) শুক্রবার ১৭ঃ৪৫ ২০ঃ১০

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস) :

বাংলাদেশ রেলওয়ে ভৈরব বাসীদের ঢাকা যাতায়াত করার জন্য ট্রেন ব্যবস্থাকে আরো প্রশস্ত করার জন্য কিছু মেইল ট্রেন এক্সপ্রেস সংযুক্ত করেছে। প্রধানত এই মেইল ট্রেন এক্সপ্রেস ট্রেন গুলো ছুটির দিন নেই বলে। সাপ্তাহিক প্রতিদিন-এ ট্রেনগুলো ভৈরব বাজার থেকে ঢাকা রেলওয়ে স্টেশন চলাচল করে থাকে। সবগুলো ট্রেনের সময়সূচী ও পৌছানোর সময় বক্সের মধ্যে সংযুক্ত করা।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা মেইল (০১) নাই ০৪ঃ২৭ ০৬ঃ৫৫
কর্ণফুলী এক্সপ্রেস (০৩) নাই ১৬ঃ৩০ ১৯ঃ৪৫
সুরমা মেইল (১০) নাই ০৫ঃ০৭ ০৯ঃ১৫
ঢাকা এক্সপ্রেস (১০) নাই ০২ঃ১৭ ০৬ঃ৪০
তিতাস কমিউটার (৩৩) নাই ০৫ঃ৫৭ ০৮ঃ৩০
তিতাস কমিউটার (৩৫) নাই ১২ঃ৫৯ ১৫ঃ১৫
ইশা খান এক্সপ্রেস (৪০) নাই ১৭ঃ৫০ ২৩ঃ০০
চাটলা এক্সপ্রেস (৬৭) মঙ্গলবার ১৩ঃ৪৮ ১৫ঃ০০
কুমিল্লা কমিউটার (৮৯) মঙ্গলবার ০৮ঃ৫৮ ১২ঃ৫০

ভৈরব বাজার টু ঢাকা টিকিটের মূল্য (ভাড়া) :

আপনারা যদি ভৈরব বাজার থেকে ঢাকার ট্রেনের টিকিটের মূল্য জানতে চান তাহলে নিচে দেখে নিতে পারেন। নিচের ট্রেনের প্রত্যেকটি বিন্যাসের টিকিটের মূল্য দেওয়া আছে। শুধুমাত্র আপনাকে পছন্দ মত আপনার ট্রেনের টিকিট কেটে আরামদায়ক এবং নিরাপদ একটি যাত্রা করুন।

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ৮৫ টাকা
শোভন চেয়ার ১০৫ টাকা
প্রথম সিট ১৩৫ টাকা
প্রথম বার্থ ২০৫ টাকা
স্নিগ্ধা ১৯৬ টাকা
এসি সিট ২৩৬ টাকা
এসি বার্থ ৩৫১ টাকা

পরিশেষে বলা যায় আপনারা কখনো ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করবেন না। এটি একটি বাংলাদেশ দণ্ডনীয় অপরাধ। এর জন্য আপনাকে জেল অথবা জরিমানা হতে পারে। এছাড়াও ট্রেনের মধ্যে অবৈধ কোন মালামাল নিয়ে যাবেন না। মনে রাখবেন ট্রেনে সব সময় আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত থাকে। যেকোনো আপত্তিকর সমস্যা হলে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত থাকে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *