বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা | বিকাশ অল কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার

এখানে দেখে নিতে পারেন বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা!! বর্তমানে মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নাম হলো বিকাশ। বিকাশ এর সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত সময় এর মাধ্যমে টাকা লেনদেন করা যায়। এছাড়াও বিকাশ থেকে আপনি চাইলে গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, এছাড়াও ভিসা মাস্টার কার্ড থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন।

অনেক সকল সুযোগ-সুবিধা বিকাশ তাদের গ্রাহকদের জন্য সুবিধা করে দিয়েছে। মূলত একটি বিকাশ একাউন্ট থাকলে অনেক সময় দেখা যায় বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। বনে কি বিকাশ একাউন্টের পিন ভুলে যান। তারা চাইলে বিকাশ কাস্টমার কেয়ারে দিয়ে সাহায্য নিতে পারেন। এজন্য আমরা আপনাদের সুবিধার্থে বাংলাদেশের সকল বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো আমাদের ওয়েবসাইটের সংযুক্ত করছি।

বিকাশ হেল্পলাইন নাম্বার

বিকাশ একাউন্টের কোন লেনদেন সংক্রান্ত সমস্যা দেখা গেলে। বাসায় বসে তাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে প্রাথমিকভাবে সাহায্য নিতে পারেন। জন্ম নিচের নাম্বারটি বিকাশের হেল্পলাইন নাম্বার। পার্টি 24 ঘন্টা খোলা থাকে।

  • ১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা

আমরা বিকাশ ছাড়া বাংলাদেশের সকল কাস্টমার কেয়ার ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটের তুলে ধরেছি। নিচের যে তালিকাটি দেখতে পারছেন এটি ঢাকাসহ বিভিন্ন জেলার বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো।

বিকাশ কাস্টমার কেয়ার মহাখালী-ঢাকা

  • ঢাকা মহাখালী গ্রাহক সেবা কেন্দ্র – এসকেএস টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬

বিকাশ কাস্টমার কেয়ার বাংলামোটর-ঢাকা

  • ঢাকা বাংলামোটর গ্রাহক সেবা কেন্দ্র – নাসির ট্রেড সেন্টার, দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা-১২০৫।

বিকাশ কাস্টমার কেয়ার যাত্রাবাড়ী-ঢাকা

  • ঢাকা যাত্রাবাড়ী গ্রাহক সেবা কেন্দ্র – রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

বিকাশ কাস্টমার কেয়ার গাজীপুর-ঢাকা

  • গাজীপুর গ্রাহক সেবা কেন্দ্র – বাতেন ভবন, দ্বিতীয় তলা, ৪৯৪ বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর

বিকাশ কাস্টমার কেয়ার টাঙ্গাইল -ঢাকা

  • টাঙ্গাইল গ্রাহক সেবা কেন্দ্র – বাছেদ খান টাওয়ার, দ্বিতীয় তলা, হোল্ডিং নং ০১১৭-০০, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল

বিকাশ কাস্টমার কেয়ার ময়মনসিংহ

  গ্রাহক সেবা কেন্দ্র     – রিভার এজ, দ্বিতীয় তলা, ১০/এ, বিশ্বেশরী দেবী রোড, ময়মনসিংহ (বুড়া পীরের মাজার এর বিপরীতে).

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম আগ্রাবাদ

  • চট্টগ্রাম আগ্রাবাদ গ্রাহক সেবা কেন্দ্র – আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম মুরাদপুর

  • চট্টগ্রাম মুরাদপুর গ্রাহক সেবা কেন্দ্র – ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম

বিকাশ কাস্টমার কেয়ার সিলেট

  • সিলেট গ্রাহক সেবা কেন্দ্র – জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট- ৩১০০

বিকাশ কাস্টমার কেয়ার খুলনা

  • খুলনা গ্রাহক সেবা কেন্দ্র – ইসরাক প্লাজা, দ্বিতীয় তলা, প্লটঃ ৪৩-৪৪, মজিদ সরণী, শিব বাড়ী মোড়, খুলনা

বিকাশ কাস্টমার কেয়ার বরিশাল

  • বরিশাল গ্রাহক সেবা কেন্দ্র – রহমত মঞ্জিল কমপ্লেক্স, দ্বিতীয় তলা, গোরাচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল

বিকাশ কাস্টমার কেয়ার রংপুর

  • রংপুর গ্রাহক সেবা কেন্দ্র – এ জেড টাওয়ার, দ্বিতীয় তলা, ৩৪-৩৫ ষ্টেশন রোড, রংপুর সদর, রংপুর

বিকাশ কাস্টমার কেয়ার বগুড়া

  • বগুড়া গ্রাহক সেবা কেন্দ্র – ৩২৪ ঝাউতলা, বড়গোলা, কাজী নজরুল ইসলাম রোড, বগুড়া সদর, বগুড়া

বিকাশ কাস্টমার কেয়ার রাজশাহী

  • রাজশাহী গ্রাহক সেবা কেন্দ্র – ৬১ চাঁদ সন্স শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী

বিকাশ কাস্টমার কেয়ার যশোর

  • যশোর গ্রাহক সেবা কেন্দ্র – হাসান ম্যানশন, দ্বিতীয় তলা, এম এম আলি রোড, মাইক পট্টি, যশোর

বিকাশ কাস্টমার কেয়ার কুমিল্লা

  • কুমিল্লা গ্রাহক সেবা কেন্দ্র – রয় কমপ্লেক্স, নীচ তলা, ১১৫/২ নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা

বিকাশ কাস্টমার কেয়ার ফরিদপুর

  • ফরিদপুর গ্রাহক সেবা কেন্দ্র – হোল্ডিং নং: ৪৬/খ, দ্বিতীয় তলা, থানা রোড, ঝিলটুলি, ফরিদপুর

এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটি অনুসারে নির্দিষ্ট গ্রাহক সেবা থেকে সেবা প্রদানের ভিন্ন সময়সূচী:

গ্রাহক সেবার নাম সাপ্তাহিক ছুটি সার্ভিসের সময়
ঢাকা বনশ্রী সোমবার সকাল ১০টা – বিকাল ৩:৩০ পর্যন্ত।
ঢাকা মোহাম্মদপুর বৃহস্পতিবার সকাল ১০টা – বিকাল ৩:৩০ পর্যন্ত।
বাগেরহাট মোড়েলগঞ্জ শনিবার সকাল ১০টা – বিকাল ৩:৩০ পর্যন্ত।

জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আরো আর্টিকেল রয়েছে। বিকাশ সম্পর্কে আরও কিছু জানানোর ইচ্ছা থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। না হলে আমাদের ওয়েবসাইটে কমেন্ট বক্সে আপনার মতামত দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার জন্য। তোমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *