কার্ড থেকে নগদে টাকা টান্সফার নিয়ম | এড মানি কার্ড থেকে নগদে মানি ট্রান্সফার

কার্ড থেকে নগদে টাকা টান্সফার নিয়ম

আপনি কি নগদ থেকে এন্ড মানি সুবিধা বা কার্ডের থেকে নগদ এর টাকা ট্রান্সফার করতে চান। তাহলে আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম!! সম্প্রতি সময়ে নগদ মোবাইল ব্যাংকিং কি মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ভাই আপনি চাইলে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড এর থেকেও নগদে টাকা টান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু দিক নির্দেশনামূলক আমরা তথ্য দিব তার উপর ভিত্তি করে আপনি এন্ড মানি বা নগর থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন।

নগদ একাউন্ট থেকে যেকোনো ব্যাংকের ভিসা কার্ড ও মাস্টার কার্ড দৈনিক আপনি চাইলে 30,0000 টাকা পর্যন্ত এন্ড মানি করার সুবিধা পেয়ে যাবেন। এবং আপনি দিনে সর্বোচ্চ প্রতিবার পর্যন্ত এন্ড মানি করতে পারবেন মোট ২০০০০০০ টাকা। আসুন জেনে নেওয়া যাক কার থেকে কিভাবে নগদে টাকা নিয়ে আসবেন।

কার্ড থেকে নগদে টাকা টান্সফার নিয়ম
কার্ড থেকে নগদে টাকা টান্সফার নিয়ম

যেভাবে ভিসা মাস্টার কার্ড থেকে নগদ একাউন্টে টাকা আনবেন

  • প্রথমে নগদ অ্যাপ হোমস্ক্রীন এ প্রবেশ করুন এবং “অ্যাড মানি” আইকনের ট্যাপ করুন
  • তারপর কার্ড টু নগদ ট্যাপ করে ভিসা বা মাস্টার কার্ড সিলেক্ট করুন
  • আপনি যে নাম্বারে টাকা এড করতে চান সে নাম্বারটি সিলেক্ট করুন
  • তারপর আপনি টাকার পরিমাণ প্রবেশ করুন
  • তারপর আপনার ভিসা বা মাস্টার কার্ডের নাম্বার, মেয়াদ এবং cvn নাম্বার দিন (অর্থাৎ কাঠের পিছনে থাকা তিন বা চার সংখ্যার ভেরিফিকেশন করতে দিন).
  • আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে এবং ওটিপি কোড টি প্রবেশ করুন এবং লেনদেন সম্পন্ন করুন
  • তারপর আপনি অ্যাড মানি সফল হলে কনফার্মেশন নোটিফিকেশন পাবেন

পরিশেষে বলা যায় উপরের আলোচনা থেকে আপনি নগদ থেকে খুব সহজেই ভিসা মাস্টার কার্ডে টাকা আনতে পারবেন। এজন্য আপনাকে একটি নগদ একাউন্ট এবং আপনার স্মার্টফোনে নগদ অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। তাহলে আপনি খুব সহজেই টাকা ট্রানস্ফার করতে পারবেন। ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *