Skip to content
Home » দ্রুত পরিবহনের সকল কাউন্টার নাম্বার লোকেশন, রুট ম্যাপ, ভাড়ার তালিকা ও সময়সূচী

দ্রুত পরিবহনের সকল কাউন্টার নাম্বার লোকেশন, রুট ম্যাপ, ভাড়ার তালিকা ও সময়সূচী

দ্রুত পরিবহন বাংলাদেশের ঢাকা থেকে যশোর, খুলনা, কুষ্টিয়া, ও মাগুরা জেলার মানুষের কাছে অতি জনপ্রিয় এবং একটি বিলাসবহুল বাস। প্রায় বাংলাদেশের অধিকাংশ মানুষ এ রুটে চলাচল করলে দ্রুত পরিবহন বাসটিতে জেগে থাকে। বাসটির প্রধান আকর্ষণীয় দিক হলো তাদের সিট গুলো অনেক আরামদায়ক ও বিলাসবহুল। এছাড়া যাত্রীদের জন্য এসি নন এসি বাসের সুবিধা রয়েছে।

আপনারা দ্রুত পরিবহন বাসটিতে ভ্রমণ করতে যারা আগ্রহী তাদের জন্য আমাদের এই আজকের পোস্ট। কারণ আমরা দ্রুত পরিবহন বাসের বিভিন্ন সম্পর্কে আলোচনা। বাস্তুতে যাত্রীদের জন্য কি রকম সুযোগ-সুবিধা দেয়া হয়। এছাড়া পরবর্তীতে আপনি কিভাবে অনলাইনে টিকিট কাটবেন এবং তাদের কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো। চলুন দেরী না করে শুরু করি দ্রুত পরিবহন বাস টির পরবর্তী আলোচনা।

দ্রুত পরিবহন বাসের রুটের নাম

দ্রুত পরিবহন বাসটি বাংলাদেশের দক্ষিণ জেলাতে চলাচল করে থাকে। আমরা পর্যায়ক্রমে তাদের রুটের নামগুলো সংযুক্ত করছি।

  • ঢাকা থেকে যশোর
  • যশোর থেকে কুষ্টিয়া
  • ঢাকা থেকে খুলনা
  • ঢাকা থেকে মাগুরা

দ্রুত পরিবহনের কাউন্টার ও ফোন নাম্বার

যত দ্রুত পরিবহন বাস টিকেট আন্তঃনগর জেলা বাস। তাই ঢাকা সহ তাদের যে রুটগুলোতে চলাচল করে থাকে। সেই জেলাগুলোতে তাদের কাউন্টার রয়েছে। মূলত এই কাউন্টার থেকে আপনাকে টিকিট সংগ্রহ করে দ্রুত পরিবহন বাসটিতে ভ্রমণ করতে হবে। তাই আপনাদের একান্ত সুবিধার্থে আমরা দ্রুত পরিবহন বাসের যে সকল রুটে চলাচল করে থাকে তাদের সকল রুটের কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো পাওয়া যায় কোন সংযুক্ত করছি।

ঢাকা জেলার কাউন্টার ও ফোন নম্বর

কাউন্টার নাম ফোন
গাবতলি কাউন্টার, ঢাকা ফোনঃ 02-9033962

খুলনা জেলার কাউন্টার ও ফোন নাম্বার

কাউন্টার নাম ফোন
খুলনা ফোনঃ 041-722804, 041-731646

যশোর জেলার কাউন্টার ও ফোন নাম্বার

কাউন্টার নাম ফোন
নিউ মার্কেট ফোনঃ 0421-67886
নওয়া পাড়া ফোনঃ 04222-605
কেশবপুর ফোনঃ 01711-195386

কুষ্টিয়া জেলার কাউন্টার ও ফোন নাম্বার

কাউন্টার নাম ফোন
দৌলতপুর ফোনঃ 01929-889107

সাতক্ষীরা জেলার কাউন্টার ও ফোন নাম্বার

কাউন্টার নাম ফোন
সাতক্ষীরা ফোনঃ 0471-63529
পাটকেল ঘাটা ফোনঃ 01716-678001

মাগুরা জেলার কাউন্টার ও ফোন নাম্বার

কাউন্টার নাম ফোন
মাগুরা ফোনঃ 0488-62488, 01716-417580

আশা করি আমাদের উপরের আলোচনা থেকে আপনি এই বাসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন। সেজন্য আমরা আশা করছি পরবর্তী সময়ে দ্রুত পরিবহন বাসটিতে ভ্রমণ করা হয় আপনি কোন সমস্যায় পড়বেন না। বাস সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আরও আর্টিকেল রয়েছে আপনি চাইলেই সেগুলো দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *