ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি (DBBL) 2023 | আবেদন প্রক্রিয়া, বিজ্ঞপ্তি এবং ফলাফল 2023

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি , সার্কুলার ,আবেদনের পদ্ধতি

ডাচ বাংলা ব্যাংকের  এসএসসি বৃত্তি। ডিবিবিএল এস এস সি বৃত্তি  2023 এর বিজ্ঞপ্তি!! শিগগিরই অফিশিয়াল ওয়েবসাইটে dutchbanglabank.com প্রকাশিত করবে। আপনি যদি ডাচ-বাংলা ব্যাংকের এইচএসসি বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। আমরা এই নিবন্ধের ডাচ বাংলা ব্যাংকের এইচএসসি বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। ডাচ বাংলা ব্যাংক প্রতিবছর বাংলাদেশের গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় এনে উপবৃত্তি দিয়ে থাকে। সে ক্ষেত্রে এসএসসিতে ভাল রেজাল্ট করে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন করা যায়।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি 2023

ডাচ বাংলা ব্যাংক ১৯৯৭ সালে থেকে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। ডাচ বাংলা ব্যাংক মূলত সিএসআর কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর 102 কোটি টাকার উপরে শিক্ষার্থীদের কে উপবৃত্তি প্রদান করে। এ পর্যন্ত প্রায় 60 হাজার শিক্ষার্থী উপবৃত্তির আয়তায়  এসেছে এবং চলতি হিসেবে আরও 15 হাজার শিক্ষার্থী চলমান কর্মসূচির আওতায় আছে।

ডাচবাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার যোগ্যতা

ডাচ বাংলা ব্যাংক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে থাকে।বাংলাদেশের সকল প্রান্তরের মানুষ এই উপবৃত্তির আওতায় আছে। ডাচ-বাংলা ব্যাংক উপবৃত্তি শহর এবং গ্রামের স্টুডেন্ট এর জন্য আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন। আমি ডাচ বাংলা ব্যাংকের আবেদনের যোগ্যতা নিচে তুলে ধরলাম।

সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

স্নাতকোত্তর লেভেলে আবেদনের জন্য মিনিমাম ৩.০০ সিজিপিএ থাকতে হবে।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন প্রক্রিয়া:

 ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে করা হয়, তাই সরাসরি কোনো আবেদন জমা নেওয়া হয় না।সে ক্ষেত্রে, আপনাকে ডাচ-বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে স্কলার্শিপ সাইটে যেতে হবে। এবং ওখানের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।আমি আপনাদের সুবিধার্থে ডাচ-বাংলা অফিশিয়াল ওয়েবসাইট এখানে দিলাম। আপনার এখান থেকে খুব সহজেই ডাচ-বাংলার শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

ডাচ-বাংলা শিক্ষাবৃত্তির আবেদনের তারিখ।

কোভিড 19 এর কারণে ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি ফরম এখনো প্রকাশিত হয়নি।তবে আমরা ধারণা করছি সেপ্টেম্বরের মাঝামাঝি এ তারিখ প্রকাশিত হবে।ডাচ-বাংলা শিক্ষাবৃত্তির আবেদনের তারিখ প্রকাশিত হলে আমরা আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করে দিব।

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির অন্যান্য শর্তসমূহ

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেতে হলে সরকারি বৃত্তি ব্যতীত ছাত্র-ছাত্রী অন্য কোন সংস্থার বৃত্তি গ্রহণ করতে পারবে ।

মোট  প্রায় 90% গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ এবং ছাত্র ছাত্রীদের 50 শতাংশ মহিলাদের জন্য বরাদ্দ  ।

ডাচ বাংলা ব্যাংক এসএসসি বৃত্তির প্রার্থীকে অবশ্যই একাদশ শ্রেণির অধ্যায়নের বিভাগীয় প্রধানের সুপারিশ থাকতে হবে ।

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রাদি

  • পাসপোর্ট সাইজের 2 কপি ছবি ।
  • পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের কালার ফটোকপি ।
  • এসএসসির মার্কশিট ও প্রশংসাপত্র ।
  • উপরের সব কাগজপত্র স্ক্যান  হতে হবে ।

কিভাবে ডাচ বাংলা ব্যাংক এর বৃত্তির জন্য আবেদন করবেন

প্রথমত আপনার ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে দ্বিতীয়ত লিঙ্কে প্রবেশ করতে হবে ।

app.dutchbanglabank.com/DBBLScholarship  তার পর সব তথ্য পূরণ করতে হবে ।

ফাইনালি সাবমিট করতে হবে ।

ডাচ বাংলা ব্যাংক এর বৃত্তির আবেদন পাঠানোর  ঠিকানা

অনলাইনে এপ্লিকেশন করার পর নিচের অ্যাড্রেসে আপনার এপলিকেশন পত্রটি পাঠিয়ে দিতে হবে ।

ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন ।

সেনা কল্যাণ ভবন (পঞ্চম ফ্লোর)

195, মতিঝিল ঢাকা-1000 ।

এতক্ষণ আমার পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । আশা করি আপনি পোস্টটি পড়ে উপকৃত হবেন । পড়া লেখার বিষয়ে আরো অন্যান্য আপডেট পেতে আমার ওয়েবসাইটের সাথে থাকবেন ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *