Skip to content
Home » এগারসিন্ধু গোধূলি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, টিকিট, বিরতি স্থান ও সাপ্তাহিক বন্ধ

এগারসিন্ধু গোধূলি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, টিকিট, বিরতি স্থান ও সাপ্তাহিক বন্ধ

আপনি কি এগারসিন্দুর গোধূলির ট্রেনের সময়সূচী টিকিটের মূল্য সম্পর্কে জানতে চান?? আমরা আমাদের ওয়েবসাইটে আজকের এগারসিন্দুর গোধূলির ট্রেন নিয়ে কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। এই ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ রেলপথে চলাচল করে থাকে।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন অনেক মানুষ এই ট্রেনটিতে কিশোরগঞ্জ যাতায়াত করে থাকে। ট্রেনে মূলত সময়সূচী এবং টিকিটের মূল্য জানা অনেক প্রয়োজন। কারণ ট্রেন নির্ধারিত সময় স্টেশন থেকে ছেড়ে যায়। এজন্য আজ আমরা এগারসিন্দুর গোধূলির ট্রেনের বিরতি স্থান, সাপ্তাহিক ছুটি,ও যাত্রীদের জন্য এটাতে কি রকমের সুযোগ-সুবিধা দেয়া হয়। সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তাই কথা বাড়াচ্ছি না আসুন দেখে নেই এগারসিন্দুর গোধূলির ট্রেনের কিছু তথ্য।

এগারসিন্ধু গোধূলি ট্রেনে যাত্রা সময়সূচী

এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা 6:40 মিনিটে কিশোরগঞ্জ উদ্দেশ্যে রওনা দেয়। যথাক্রমে কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনে 10:35 মিনিটে অবস্থান করে। আবার রাত 12:30 মিনিটে কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

স্টেশনের নাম প্রস্থান আগমন
ঢাকা থেকে কিশোরগঞ্জ ০৭:১৫ ১১ঃ১৫
কিশোরগঞ্জ থেকে ঢাকা ০৬ঃ৩০ ১০.৪০

এগারসিন্দুর সাপ্তাহিক ছুটি

আন্তঃনগর ট্রেন টুডে সাপ্তাহিক ছুটির দিন নেই। অর্থাৎ সপ্তাহে সাত দিনই এটি নিয়মিত চলাচল করে থাকে।

এগারসিন্দুর ট্রেনের যাত্রা বিরতি স্থান ও সময় সূচি

আন্তঃনগর ট্রেনটির মোট আরতি স্টেশনে যাত্রা নিয়ে থাকে। আপনাদের সুবিধার্থে আমরা এই সাতটি স্টেশনের সময়সূচি পর্যায়ক্রমে যুক্ত করছি।

স্টেশনের নাম আপ টাইম (749) ডাউন টাইম (750)
বিমান বন্দর 19:07 16:23
নরসিংদী 20:00 15:38
ভৈরব বাজার 20:42 14:45
কুলিয়াচোর 21:25 14:14
বাজিতপুর 21:37 14:03
সোরারোচোর 21:49 13:52
মানিক খালি 22:10 13:30
গাছিহাটা 22:22 13:08

এগারসিন্দুর গোধূলির এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের তিনটি শ্রেণীতে আসনবিন্যাস করে টিকিটের মূল্য নেয়া হয়। দয়া করে নিচে দেখে নিন প্রত্যেকটি সেটের মূল্য।

  • নন এসি কেবিন বার্থ ভাড়া 300 টাকা প্রতি আসন
  • শোভন চেয়ার এর ভাড়া 150 টাকা প্রতি আসন
  • শোভন এর ভাড়া 125 টাকা প্রতি আসন
সিট ক্লাস টিকিটের মূল্য (15% ভ্যাট)
শেভন 125 টাকা
শেভন চেয়ার 150 টাকা
প্রথম আসন 200 টাকা
প্রথম বার্থ 300 টাকা
স্নিগ্ধা 288 টাকা
এসি 345 টাকা
এসি বার্থ 518 টাকা

এগারসিন্দুঁর  গোধূলি এক্সপ্রেস-এর সংক্ষিপ্ত বিবরণ

বাংলাদেশের এই ট্রেনটি আন্তঃনগর ট্রেন। এগারসিন্ধু গোধুলী এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত করা হয়। ঢাকা থেকে কিশোরগঞ্জ দূরত্ব 150 কিলোমিটার। এই ট্রেনটি ঘন্টায় 75 কিলোমিটার বেগে চলতে পারে।

এগারসিন্দুর ট্রেনের অনলাইন টিকিট বুকিং

আপনি যদি এই ট্রেনের অনলাইন টিকিট বুকিং করতে চান তাহলে আমাদের নিচে একটি ওয়েবসাইটের লিংক দেয়া আছে সেখানে ঢুকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন।

  • দেশের সকল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যাবে
  • টেনের ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে (www.esheba.cnsbd.com)
  • *১৩১# নম্বরে ডায়াল করে এসএমএস এর মাধ্যমে টিকিট বুক করা যাবে.
  • টিকিটের জন্য কনফার্মেশন মেসেজ পাঠানো হবে, তা যাত্রা ন্যূনতম আধাঘন্টা আগে, সংশ্লিষ্ট রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করতে হবে
  • তবে যাত্রা দশদিন পূর্ব থেকে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে দেশের যেকোন কম্পিউটারাইজড টিকিট কাউন্টারে এবং ওয়েবসাইটে.

এগারসিন্দুর ট্রেনের বগি ও সিট সংখ্যা

  • এগারসিন্দুর গোধূলির স্ট্রেস ট্রেনে তিন ধরনের সিট রয়েছে যেমন:
  • ঢাকাগামী ৭৫০ এর আসুন শ্রেণি রয়েছে তিনটি. নন এসি কেবিন বার্থ, শোভন চেয়ার ও শোভন.
  • কিশোরগঞ্জ গামী ৭৪৯ এর আসন শ্রেণী রয়েছে তিনটি যেমন: নন এসি কেবিন, শোভন চেয়ার ও শোভন.
  • এগারসিন্দুর গোধুলী এক্সপ্রেস ট্রেনের বগি সংখ্যা

পরিশেষে বলা যায় আমাদের উপরের আজকের যে ট্রেনটি নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি এই ট্রেনটি সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন। এছাড়া আপনাদের অন্য কিছু জানার থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *