বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম | কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বর্তমানে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিকাশের মোবাইল ব্যাংকিং সিস্টেম টি একটি করে অ্যাকাউন্ট রয়েছে। তাই বিকাশ কর্তৃপক্ষ একটি অ্যাকাউন্ট দিয়ে ঘরে বসেই বিদ্যুৎ বিল প্রদান, বা বিভিন্ন ফি প্রদানের জন্য সুযোগ করে দিয়েছে। আজকে আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা বিকাশ একাউন্ট দিয়ে প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।

অবশ্যই আপনারা নিচের যে তথ্যগুলো দেয়া থাকবে। সেগুলো অনুসরণ করে ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। বিকাশের মাধ্যমে যদি আপনি বিদ্যুৎ বিল দিতে চান তাহলে অবশ্যই আপনার একটি বিকাশ একাউন্ট থাকতে হবে। এবং তার সাথে স্মার্টফোনের বিকাশ অ্যাপস টি ফোনে থাকতে হবে। মূলত বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করা হয় এটি মূলত অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

 *247# ডায়াল করে বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম 

*247#এই কোডের মাধ্যমে আপনি চাইলে সরাসরি আপনার বিদ্যুৎ বিল ফি প্রদান করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিচে পদক্ষেপগুলো পর্যায়ক্রমে সংযুক্ত করছি। এছাড়াও নিচের ছবির মাধ্যমে সংযুক্ত করেছি।

  • প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন।
  • তারপর ম্যানু চলে আসবে, ম্যানু থেকে আপনি ৫ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন।
  • তারপর Electricity (৩) সিলেক্ট করুন।
  • এরপর Palli Bidyut (৪) সিলেক্ট করুন।
  • তারপর Make Payment (৫) সিলেক্ট করুন।
  • ১ চেপে একাউন্ট নাম্বার প্রবেশ করুন।
  • পল্লিবিদূত বিলে উল্লেখিত ‍এসএমএস নিাম্বারটি দেন।
  • বিলের মাস ও বছর দিন।
  • পল্লিবিদ্যূত বিলে উল্লেখিত এমাউন্ট নাম্বার দিন।
  • Pin number দিয়ে সাবমিট করলেই বিল (bill) দেওয়া হয়ে যাবে।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল বিকাশ করবেন

অনেকেই বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল দিতে চান। এজন্য আপনাকে একটি নির্দিষ্ট অনুসরণ করে বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দিতে হবে। নিচ থেকে দেখে নিন কিভাবে আপনারা অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল প্রদান করবেন।

প্রথমে বিকাশ অ্যাপ লগইন করুন. তারপর বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন.

  • বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন
  • বিদ্যুৎ ট্যাগ করে পল্লীবিদুৎ পোষ্টপেইড সিলেক্ট করুন
  • এবার বিলের সময়সীমা এবং এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন. তবে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট নাম্বারটি সেভ করে রাখুন.
  • তারপর বিলের মাস ও বছর দিয়ে পরের স্কিনে যেতে ট্যাপ করুন
  • এবার আপনি আপনার বিকাশ একাউন্টের পি ন নাম্বারটা দিন
  • “পে বিল” সম্পন্ন করতে নিচের স্কিন এর নিচের অংশটা করে ধরে রাখুন.
  • যখন “পে বিল” সম্পন্ন হবে তখন একটি কনফার্মেশন মেসেজ পাবেন.
  • আপে দেখে নিতে পারেন বিলের ডিজিটাল রিসিট
  • কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ করবেন
কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল
কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল

কিভাবে অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল বিকাশ করবেন

প্রিপেইড বিল দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। শুধু আপনাকে প্রিপেইড অপশন টি ক্লিক করে নিশ্চিত করতে হবে।

  • প্রথমে বিকাশ অ্যাপ লগইন করুন. তারপর বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন.
  • বিদ্যুৎ টেপ করে পল্লী বিদ্যুৎ (প্রিপেইড) সিলেক্ট করুন.
  • বিল অ্যাকাউন্ট নাম্বার ও কন্টাক নাম্বার দিন. তবে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট নম্বরটি সেভ করে রাখুন.
  • এবার বিলের পরিমান দিন.
  • তারপর বিলের তথ্য চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন.
  • এবার আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার প্রবেশ করুন
  • “পে বিল”সম্পন্ন করতেন স্কিনের নিচের অংশটা ট্যাপ করে ধরে রাখুন
  • “পে বিল” সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন
  • তবে অ্যাপে দেখে নিতে পারেন বিলের ডিজিটাল রিসিট

বিদ্যুৎ বিলের সার্ভিস চার্জ

আপনি যদি বিদ্যুৎ বিলের সার্ভিস চার্জ সম্পর্কে জানতে চান তাহলে নিচের একটি চার্ট দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারেন প্রিপেইড এবং পোস্টপেইড বিল সার্ভিস চার্জ সম্পর্কে।

বিদ্যুৎ বিলের রিসিভ ডাউনলোড

আপনি যদি অ্যাপস থেকে বিল দিয়ে থাকেন। তাহলে বিলের হিস্টরি থেকে আপনি খুব সহজেই বিলের রিসিভ ডাউনলোড করতে পারবেন।

বিদ্যুৎ বিলের সার্ভিস চার্জ
বিদ্যুৎ বিলের সার্ভিস চার্জ

কিভাবে *247# ডায়াল করে উপরের পল্লীবিদ্যুৎ বিল চেক করবেন

পল্লীবিদ্যুৎ বিল চেক
পল্লীবিদ্যুৎ বিল চেক

আশা করি আমাদের উপরে আজকে আলোচনা থেকে পরবর্তী সময় আপনি এখন বিকাশ একাউন্ট থেকে খুব সহজেই প্রিপেইড এবং পোস্টপেইড বিল প্রদান করতে পারবেন। বিল প্রদানের সময় যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাহলে আমাদের ওয়েবসাইটে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *