মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

মাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

দুনিয়ার মধ্যে মানুষের জীবনে বাবা-মা এবং সন্তানের গুরুত্ব অপরিসীম। সবচেয়ে বেশি যে মানুষের গুরুত্ব মায়ের ভালোবাসার স্বার্থে অন্য কিছু ভালোবাসা থাকতে পারে না। শুধুমাত্র মাই পারে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালবাসতে। আজকে সে মায়েদের জন্য আমরা কিছু স্ট্যাটাস ও ক্যাপশন নিয়ে আমাদের ওয়েবসাইটে হাজির হয়েছি। আপনারা যারা মাকে ভালোবাসেন এবং মাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও ক্যাপশন দিতে পছন্দ করেন তারা আমাদের ওয়েবসাইট থেকে এগুলো ক্যাপশন স্ট্যাটাস কপি করে নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারেন।

দশ মাস দশ দিন গর্ভধারণ করার পর একটি মা যখন একটি সন্তানকে জন্ম দেয় তখন পৃথিবীর সব সুখ যেন সেই মায়ের কাছে চলে আসে। আপনারা জানেন একটি সন্তান প্রসবের সময় অনেক যন্ত্র সহ্য করে। বলা হয় একটি মানুষ ৪৫ ডিগ্রী pain যদি অনুভূত হয় তাহলে সে মানুষটি মারা যায়। কিন্তু একজন মা সন্তান প্রসবের সময় ৪৫ ডিগ্রি বেড়ে ৫০, ৫৫ কাছাকাছি চলে যায়। তাহলে বোঝেন একটি মা সন্তান প্রসবের কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে।

মা কে নিয়ে স্ট্যাটাস

আমরা অনেকেই মা দিবস কিংবা মাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে পছন্দ করি তাদের জন্য আমাদের এই স্ট্যাটাস গুলো হতে পারে আকর্ষণীয় এবং পছন্দ করার মত।

১: আপনি যতই বড় হন না কেন, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে! তাই “মা” কে ভালোবাসুন, কোন সময় কষ্ট দেবেন না।

২: বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দূর্ভাগ্য নয়, দূর্ভাগ্য ওই সন্তানের যে জান্নাত চিন্তে পারেনি।

৩: মায়ের সাথে সব কিছু শেয়ার করা মানুষগুলো কখনোই পথভ্রষ্ট হয় না!

৪: পৃথিবীর সব চেয়ে শান্তির জায়গা হল-(মায়ের কোল)

৫: মা ছাড়া পৃথিবীটা অন্ধকার, যাদের মা বেঁচে আছেন। তারা একবার বলি, আলহামদুলিল্লাহ

৬: মা ও,মা – একটা প্রশ্নের জবাব দাও?
এই দুনিয়াটা কেন তোমার মত না?

৭: খাবার খেয়ে “মায়ের আঁচলে” মুখ মুছার মতো শান্তি পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যাবে নাহ।

৮: ক্ষুধার্ত সন্তানের কান্না – একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও ভয়ংকর।

মা কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

অনেকে আছেন দাঁড়ায় ফেসবুকে বাংলা স্ট্যাটাস দিতে পছন্দ করেন কিংবা সহজ ভাষা নিজের ভাষা বোঝার জন্য বাংলাকেই বেছে নিয়ে থাকেন। তাইতো মায়ের এই মধুর সম্পর্কের মধুর করার জন্য আমরা কিছু বাংলা স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি এগুলো আপনারা পছন্দ করতে পারেন।

১: -লাইফে সাকসেস হতে চাইলে -নিজের বাবা-মা কে কখনো কষ্ট দিওনা

২: মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে।
কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে।

৩: আপনি যদি আপনার পিতা-মাতাকে সম্মান করেন। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মও আপনাকে সম্মান করবে।

৪: আল্লাহর দেওয়া সব চেয়ে বড় উপহার হল “মা”

৫: মা এমন একটা সম্পদ”
যা হারিয়ে গেলে, পৃথিবীর কোথাও তা আর খুঁজে পাওয়া যাবে না।

৬: ভালোবাসতে সবাই পারে,
তবে মায়ের মতও কেউ ভালোবাসতে পারে না!

৭: স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব, কিন্তু মা-বাবা কে বাদ দিয়ে নয়। অবশ্যই মা-বাবার দিকে লক্ষ্য রাখতে হবে। সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব।

৮: প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তাদের মায়ের বকা ,ঝকা, জুতা, ইত্যাদির অবদান ব্যাপক।

মা কে নিয়ে সেরা বাংলা স্ট্যাটাস

ধরুন আপনি আপনার মাকে নিয়ে ছবি তুলে একটি ক্যাপশন দিবেন এজন্য আপনি ভাবছেন কি ক্যাপশন দেওয়া যায়। এজন্য আমরা বাংলায় সাবলীল এবং সুন্দরতম ভাষা দিয়ে মাকে নিয়ে ক্যাপশন গুলো আমাদের নিজের ওয়েবসাইটের সংযুক্ত করেছি। আপনি শুধু পছন্দ অনুযায়ী কপি করে ফেসবুকে ক্যাপশন দিন।

১: মায়ের মধুর হাসির কাছে, ভয় ও হার মানে।

২: আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী
কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ট সম্পদ আমার মা আছে।

৩: সকল সন্তানের কাছে অনুরোধ মায়ের এই সৃতি গুলো সারা জীবন মনে রেখো মায়েরা এর বেশি কিছু চায় না

৪: মা পৃথিবীতে অমূল্য সম্পদে সম্পর্ক। মা বাবা আমাদের ছাদ বন্ধু ভালবাসা প্রেম প্রীতি ন‍্যায় জ্ঞান বিবেক নৈতিক ধৈর্য্য আর আপন জনের আপন জন।

৫: মায়ের কোলের মতো আর কোথাও পাওয়া যাবে না। মায়ের কোল আমার প্রথম পৃথিবী ।

৬: মা শব্দটি বড়ই অদ্ভুত তাই না একবার মা ডাকলে সব কস্ট যেনো দূরে সরে যায়

৭: মা, যার কোনো বিকল্প নেই , যার মা নেই পৃথিবীতে তার কিছুই নেই

৮: বৃদ্ধ মাকে বিদ্ধশ্রমে না পাঠিয়ে আপনার সন্তানের দেখাশোনা করার দায়িত্ব দিন।
দেখবেন আপনার সন্তান দুনিয়ার সব থেকে ভালো বন্ধু খুজে পাবে।

মা কে নিয়ে ফেসবুক ক্যাপশন

১: ছেলেকে ‘সাত রাজার ধন’ বলে একজনেই ডাকেন, তিনি হলেন মা।

২: শান্তি ও ভালোবাসা- দুটোই মায়ের আঁচল তলের নিদর্শন। দুটোই শৈশবে বেশি পেয়েছি আমরা অনেকে।

৩: হিরা নাকি শুনি সবচে দামী -সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামী আমার মায়ের আঁচল।

৪: যে পরিস্থিতিতে থাকুক না কেন মা সন্তানকে পেয়ে আকুল হয়ে যায় জড়িয়ে ধরার জন্য। আর তিনিই হলেন মা।

৫: মাগো- তোমার জন্ম হয়েছে বলেই
এই পৃথিবীটা এত সুন্দর।

৬: মাগো -তুমি ছাড়া – আজও আমি অবহেলিত!

৭: প্রিয় মা- তুমি বিহীন আজ আমি বড় একা

৮: মা মানে- এক চিলতে হাসি! যে হাসিতে ভুবন হাসে।

৯: মা মানে – মিষ্টি বকুনি দিয়ে আবারও আদর করে ডাক দেওয়া একজন। যেই বকুনির আড়ালে রয়েছে ভালোবাসা আর ভালোবাসা।

পরিশেষে বলা যায় আমরা চেষ্টা করি আমাদের ওয়েবসাইটটি সবসময় আমাদের আপনাদের পাশে থাকতে এবং যে কোন বিষয়ে আপনাদের সাহায্য করতে। এছাড়া আপনাদের যদি ব্যক্তিগতভাবে অন্য কোন মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *