Skip to content
Home » ফাল্গুনী পরিবহনের কাউন্টার নাম্বার, লোকেশন, ভাড়ার তালিকা ও সময়সূচী

ফাল্গুনী পরিবহনের কাউন্টার নাম্বার, লোকেশন, ভাড়ার তালিকা ও সময়সূচী

বর্তমানে বাংলাদেশি অনেক বাস সড়ক পথে চলাচল করে থাকে। দক্ষিণবঙ্গের মানুষের কাছে একটি বাস সুপরিচিত এবং জনপ্রিয়, বাস টির নাম হল ফাল্গুনী পরিবহন বাস। এটি ঢাকা থেকে খুলনা জেলার বেশ কিছু অঞ্চলে চলাচল করে থাকে প্রতিনিয়ত। দক্ষিণবঙ্গের মানুষ এই বাসটিকে সড়কপথে নিরাপদ ও বিলাসবহুল যাত্রায় সঙ্গী করে নেয়।

আজকের আলোচনায় থাকছে আমাদের ফাল্গুনী পরিবহন বাসের সকল কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার। এবং তার সাথে থাকছে আপনি এই পরিবহনে কিভাবে অনলাইনে টিকিট সংগ্রহ করবেন। সেটি আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ফাল্গুনী পরিবহন বাসের বহরে Hino 1J Ak এসি নন এসি বাস রয়েছে। এই বাসগুলো জাপান থেকে তৈরি হয়ে আসে। এ বাসের ইঞ্জিন সক্ষমতা ও কন্ট্রোলিং সিস্টেম অনেক উন্নত। তাই অনেক নিরাপদ এবং দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্য স্থানে পৌঁছে যান। এছাড়াও ইন্ডিয়ান কোম্পানি Ashok Leyland, ও Tata বিভিন্ন মডেলের বাচ্চাদের বহরে যুক্ত রয়েছে।

ফাল্গুনী পরিবহন কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার

আপনি যদি ঢাকায় অবস্থান করে থাকেন তাহলে ঢাকার বিভিন্ন স্থান থেকে ফাল্গুনী পরিবহন বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। ঢাকা সায়দাবাদ, গাবতলী, মিরপুর 1, গুলিস্তান থেকেও ফাল্গুনী পরিবহন বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। আসুন দেখে নেই ফাল্গুনী পরিবহন বাসের সকল বাসের কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো।

খুলনা জেলার কাউন্টার  ও ফোন নম্বর

কাউন্টার ফোন
খুলনা কাউন্টার ফোনঃ 01914-771073, 01911-116650, 01737-786108
ফুলবাড়ী গেট 01999935191
দৌলতপুর 01999935192
নাটুন রাস্তা 01999935189

 

খলিশপুর কাউন্টার 01999935193
রয়েল মোর কাউন্টার 01737786105, 01737786108
রুপশা 01737786106
সোনাডাঙ্গা কাউন্টার 01737786108

ফাল্গুনী কাউন্টার নম্বর (ঢাকা)

কাউন্টার ফোন
জনপথ 01711574402
সায়দাবাদ টার্মিনাল কাউন্টার 01737786110, 01700999877

অন্যান্য কাউন্টার

কাউন্টার ফোন
ফকিরহাট কাউন্টার 01737786134
পাটগাটি কাউন্টার 01999935186
গোপালগঞ্জ কলেজ 01999935188
গোপালগঞ্জ পুলিশ লাইন 01999935187

ফাল্গুনী পরিবহন বাসের সময়সূচী

ফাল্গুনী পরিবহন বাস তুই দক্ষিণ অঞ্চলে চলাচল করে থাকে এজন্য লঞ্চ এবং ফেরি পারাপার দুটি সময়ে বাস ছাড়া হয়। আমরা নিচে লঞ্চ ও ফেরি পারাপার সময়সূচী গুলো নিচে সংযুক্ত করছি।

  • সকাল – ৬.১০ মিঃ লঞ্চ পারাপার    কোচ নং ২০৩
  • সকাল – ৭.০০ মিঃ ফেরী পারাপার   কোচ নং ২০৪
  • দুপুর – ২.২০ মিঃ    লঞ্চ পারাপার   কোচ নং  ৩০২
  • রাত – ৯. ১০ মিঃ    ফেরী পারাপার   কোচ নং ১০৫

ফাল্গুনী পরিবহন বাসের অনলাইন টিকিট বুকিং

আপনি যদি অনলাইনে টিকিট বুকিং করতে চান তাহলে ফাল্গুনী পরিবহন এর নিচে একটি ওয়েবসাইট দেয়া আছে। সেখান থেকে আপনি তাদের টিকিট সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনাদের সুবিধার্থে আমরা কাউন্টার এর নাম্বার গুলো সংযুক্ত করছি আপনারা চাইলে সেখান থেকে ফোন দিও টিকিট বুকিং করতে পারেন। এছাড়া বাস নিয়ে কোনো অভিযোগ থাকলে অভিযোগ নাম্বারে ফোন করে তাদেরকে জানাতে পারেন।

  • 01737786105 (খুলনা),
  • 01711574402 (ঢাকা-জোনোপথ),
  • 01711900619 (ঢাকা-গুলিস্তান)
  • *** কোনও অভিযোগের জন্য যোগাযোগ করুন 01755527766
  • ঠিকানা: রয়েল মোড়, খুলনা (খান জাহান আলী রোড, খুলনা), খুলনা – 9100, বাংলাদেশ
  • ওয়েবসাইট: http://Www.falgunimodhumotibd.com/

তাই বলা যায় এই বাসটি খুলনাবাসীর জন্য সড়কপথের নিরাপদ যাত্রা করার অন্যতম মাধ্যম। বাংলাদেশের যেকোন বাস সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইটে অসংখ্য বাসের কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার রয়েছে চাইলে সেগুলো ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *