জিপি ম্যাচিং নাম্বার -2024 দাম, ডাটা এবং টকটাইম অফার

GP matching number

গ্রামীণফোন তাদের প্রিয় গ্রাহক দের জন্য আকর্ষণীয় একটি সিস্টেম চালু করেছে। সেটি হল জিপি সিম ম্যাচিং নাম্বার। অর্থাৎ আপনি চাইলে আপনার জিপি সিমটি আপনার পছন্দ মত নাম্বার এর মত বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিছু নিয়মাবলী অনুসরণ করতে হবে তাহলে আপনি আপনার নির্দিষ্ট জিপি সিমটি আপনার পছন্দের নাম্বার মত সংগ্রহ করতে পারবেন।অনেক সময় আমরা দেখতে পারি যে অনেক ভিআইপি নাম্বার রয়েছে তারা ম্যাচিং করে নাম্বার গুলো তৈরি করে।

সুতরাং আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে জিপি সিমের নাম্বার কিভাবে করবেন ও ম্যাচিং নাম্বার করতে হলে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সে সম্পর্কে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত ধারণা দিব।সুতরাং আপনারা যদি জিপি সিমের ম্যাচিং নাম্বার করতে চান তাহলে আমাদের নিবন্ধন এই পোস্টটি সম্পূর্ণ চোখ রাখুন।

জিপি ম্যাচিং সিমের দাম 2024

সাধারণত অফ জিপি সিমের বা গ্রামীণফোন সিমের ম্যাচিং নাম্বার করতে গেলে সাধারণ সিমের মতোই আপনাকে টাকা প্রদান করতে হবে। অর্থাৎ ম্যাচিং নাম্বার 200 থেকে 220 টাকা দিতে হবে।এছাড়াও আপনি ম্যাচিং নাম্বার করলে কিছু আকর্ষণীয় অফার পেয়ে যাবেন প্রথম অবস্থায় 34 টাকা রিচার্জে আজ আকর্ষণীয় 1 জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন।

  • বিশেষ কলরেট এক পয়সা প্রতি সেকেন্ড
  • 34 টাকা রিচার্জে 1 জিবি ইন্টারনেট ফ্রি
  • একদিন এক জিবি মাসে একবার বোনাস হিসাবে পাবেন
  • 5GB বায়োস্কপে ইন্টারনেট + প্রাইম সাবস্ক্রিপশন

গ্রামীণফোন ম্যাচিং সিম কিনতে কি কি লাগবে?

সাধারণত অন্যান্য সিম এর মতই ম্যাচিং নাম্বার করতে গেলে জাতীয় ভোটার আইডি কার্ড বায়োমেট্রিক এর মাধ্যমে নিবন্ধিত করতে হয়। তারপর আপনাদের সুবিধার্থে আমরা নিচে দিয়ে দিচ্ছি কি কি প্রয়োজন হবে।

  • জাতীয় ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি এক কপি
  • বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত
  • ভোটার আইডি কার্ডের ফটোকপি

সুতরাং আপনারা যদি আমাদের উপরের এই নিয়মাবলী অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনারা ম্যাচিং নাম্বার মাধ্যমে জিপি সিম ক্রয় করতে পারবেন।আপনাদের যদি সিম কিনতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা প্রাথমিকভাবে আপনাকে সাহায্য করতে পারি।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *