আপনি কি জানেন গ্রামীণফোন তাদের প্রিয় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশাল অফার।এই অফারটি মূলত পাবেন যারা গ্রামীন সিম নতুন ব্যবহারকারী। হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো গ্রামীণফোন নতুন সিমের রিচার্জ অফার সম্পর্কে। ইতিমধ্যেই গ্রামীণফোন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এ বছরে গ্রামীণফোন নতুন সিম কিনলে রিচার্জে পাবেন দারুন অফার।
তাই এখন পর্যন্ত যারা জানেন না তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এই অফার গুলো সম্পর্কে জেনে নিতে পারবেন এবং কিভাবে এক্টিভেট করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা আপনাদের দিব।সুতরাং আসুন দেরি না করে দেখে নেই গ্রামীনফোনে নতুন সংযোগ কিনলেই এবং রিচার্জে কি কি অফার রয়েছে। সে সম্পর্কে জেনে নেই।আশা করি আমাদের ওয়েবসাইটের এই আর্টিকেল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
গ্রামীনফোনে নতুন সংযোগ এর অফার গুলো কি কি ?
আপনারা হয়তো সবাই জানেন গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে টেলিকম অপারেটর কোম্পানি। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা অন্যান্য সিম অপারেটর কোম্পানির চেয়ে অনেকগুণ বেশি। এর সংখ্যা মূলত 8 মিলিয়ন গ্রাহক। সুতরাং আপনারা বুঝতেই পারছেন তারা পুরো বাংলাদেশের মানুষের কাছে কত জনপ্রিয়। গ্রামীণফোন তারা প্রতি বছরই তাদের গ্রাহকদের জন্য নতুন এবং আকর্ষণীয় অফার নিয়ে আসে। আমরা নিচে গ্রামীনফোনে নতুন সংযোগ কিনলে কি কি আপনাদের জন্য অফার থাকবে সেগুলো দেখে নিন।
- নতুন জিপি সংযোগে আপনি ৫ টাকা থাকবে, সিমের দামের সাথে অন্তর্ভুক্ত,
- কিন্তু, উপরক্ত দামে সিম ক্রয় করলে দামের সাথে অন্তর্ভুক্ত করে, আপনার নতুন জিপি সিমের মূল অ্যাকাউন্ট এ ৩৯ টাকা থাকবে, ১২ টি এমএমএস ।
- সাথে ১ জিবি ইন্টারনেট ফ্রি , মেয়াদ ৭ দিন ।
- ১ পয়সা/সেকেন্ড কল রেট দেশের যে কোন নম্বরে , মেয়াদ ৩০ দিন ।
- ১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট পাবেন পরবর্তী ৯ মাস পর্যন্ত ।
- নতুন সিম অফারের মেয়াদ ও বোনাস জানতে *১২১*১*২# ডায়াল করুন।
জিপি নতুন সিমের দাম কত?
মূলত আপনারা অনেকেই দেখতে পারবেন যে জিপি নতুন সিম অনেক সময় দেখা যায় রাস্তায় জিপি এজেন্টের মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। এটি হতে পারে স্বল্পমূল্যে কিংবা আপনারা যদি জিপি কাস্টমার কেয়ারে গিয়ে সিম কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 200-220 টাকা। এছাড়াও আপনি যদি চান তাহলে রাস্তায় তাদের বিভিন্ন এজেন্ড রয়েছে সেই সিম গুলো ফ্রিতে বিক্রয় করা হয় শুধুমাত্র আপনাকে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য আপনারা যদি গ্রামীণফোন কাস্টমার কেয়ার থেকে সিম সংগ্রহ করতে পারেন।
নতুন সিমের রির্চাজ অফার
মূলত আপনারা নতুন চিমটি কেনা মাত্রই আপনাকে 34 টাকা রিচার্জ করলে 1 পয়সা পার সেকেন্ডে কলরেট কথা বলতে পারবেন।শুধু তাই নয় আপনি তার সাথে পেয়ে যাবেন 1 জিবি ইন্টারনেট মেয়াদ 7 দিনের জন্য।তাই দেরি না করে এখনি আপনার নতুন জিপি সিমে রিচার্জ করে ফেলুন।
66 টাকা রিচার্জ অফার
আপনারা যোদি নতুন সিম সংগ্রহ করে থাকেন তাহলে এখনি 66 টাকা রিচার্জ করে ফেলুন। এর সাথে পাবেন একশো দশ মিনিট যেকোনো নাম্বারে মেয়াদ 10 দিন।
- গ্রামীনফোনে নতুন সংযোগ ৬৬ টাকা রিচার্জে করলে নতুন গ্রাহক পাবেন ১১০ মিনিট (যেকোনো লোকাল অপারেটরে) কথা বলতে পারবেন ।
- এই মিনিটের মেয়াদ ১০ দিন ।
- বিশেষ দ্রষ্টব্য: নতুন সিম কেনার দুই দিনের মধ্যে রির্চাজ করতে হবে এবং এটি পুনরায় আর নেওয়া যাবে না ।
গ্রামীনফোনে নতুন সংযোগ ১১৯ টাকা রির্চাজ
- ১০০ মিনিট যেকোনো লোকাল অপারেটরে ।
- সাথে পাবেন ২ জিবি ইন্টারনেট যার মধ্যে ১gb রেগুলার এবং ১ 4g জিবি
- ইন্টারনেট মেয়াদ ৩০ দিন ।
গ্রামীনফোনে নতুন সংযোগ ১৭ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট অফার
নতুন গ্রাহকগণ গ্রামীণফোনের ঠিক ১৭ টাকা রিচার্জ করলে 7 দিন মেয়াদ ১ জিবি ইন্টারনেট কেনার সুযোগ পাবেন ।
- 17 টাকা রির্চাজ ।
- .১ জিবি ইন্টারনেট
- নতুন গ্রাহকগণ প্রতিমাসে একবার কিনতে পারবেন ।
- সেক্ষেত্রে সর্বোচ্চ ৯ মাসে ৯ বার এই প্যাকেজটি কিনতে পারবেন ।
- প্রতি মাসে কেনার অবশিষ্ট সুযোগ জানতে ডায়াল *১২১*১১১১#
পরিশেষে বলা যায় জিপি নতুন সিম এবারে তারা তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে।এতক্ষণ আমাদের আর্টিকেল পড়ে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখনি দেরি না করে নতুন জিপি সিম সংগ্রহ করে অফার গুলো উপভোগ করুন। ধন্যবাদ।