স্বাধীনতা দিবস 2023 স্ট্যাটাস, উক্তি, ছন্দ কবিতা ও পিক ডাউনলোড

স্বাধীনতা দিবস

বাঙালির স্মৃতিচারণ ও মহান স্বাধীনতা দিবস প্রতিবছর 26 শে মার্চ বাংলাদেশে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত করা হয়। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীন রাষ্ট্র প্রমত্ত বাংলাদেশ পেয়েছি। তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মহান স্বাধীনতা দিবস পালিত করা হয়। এ সময় অনেকেই বিভিন্ন স্কুল,কলেজ অন্যান্য প্রতিষ্ঠান কর্মসূচি হয়ে থাকে। আপনারা হয়তো আপনাদের প্রিয় জন বা বন্ধুবান্ধব কে স্বাধীনতার ছবি, উক্তি, এছাড়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন।

আজকে তাদের জন্য আমাদের পুষ্টি সাজিয়েছি। কারণ আমাদের ওয়েবসাইট থেকে আপনি আকর্ষণীয় কিছু স্বাধীনতা দিবস নিয়ে উক্তি, কবিতা, ছবি, ছন্দ, এছাড়াও ফেসবুকে নিয়ে স্ট্যাটাস অনেকগুলো সংযুক্ত করেছে। এগুলো আপনারা খুব সহজেই ডাউনলোড করে আপনাদের প্রিয়জন কিংবা কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আমরা জানি বাংলাদেশ বর্তমানে যে অবস্থা রয়েছে তার পিছনে মুক্তিযুদ্ধের শহীদদের অবদান অনেক। কারণ তারা যদি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন না করতো তাহলে হয়তোবা আমাদের আজকের পরিণতি অন্যরকম থাকতো।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

বিভিন্ন উৎসব বা দিবসে সাধারণত আমরা একে অপরের শুভেচ্ছা জানাই। তাই এই শুভেচ্ছা কে আরো সুন্দর করার জন্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কিছু শুভেচ্ছাবার্তা সংযুক্ত করেছি।

একটা আদর্শের জন্য লড়ে কারোর মৃত্যু হতেই পারে, কিন্তু মৃত্যুর পরেও সেই আদর্শ হাজারটা মানুষের মধ্যে বেঁচে থাকে।

কেবলমাত্র বোমা বা বন্দুক দিয়ে বিপ্লব আসেনা, বিপ্লবের তলোয়ার ধার পায় বৈপ্লবিক চিন্তাশক্তিতে। – ভগৎ সিং

যুদ্ধ খারাপ জিনিস, কিন্তু হয়তো সবথেকে খারাপ নয়। কিন্তু এক ক্ষয়ে যাওয়া অধঃপতিত দেশাত্ববোধ যা মনেকরে কোনো পরিস্থিতিতেই যুদ্ধ প্রয়োজন নেই – অনেক বেশি ভয়ানক ও চিন্তার। – John Stuart Mill

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

 শহীদ দিবসের উক্তি

আমার না বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে যে মাথা তুলে দাঁড়িয়ে আছি। এর জন্য আমাদের এই ভাইবোন 30 লক্ষ 2 লক্ষ মা বোনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র। কিছু দে আমরা নিচে সংযুক্ত করছি।

এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায়, তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্যে মুজিব সর্ব প্রথম তার প্রাণ দেবে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

“ ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দীন, ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি। ” – আল্লামা ইকবাল

“ আমি একটি স্বাধীন দেশের নাগরিক এর চাইতে বড় গৌরব আর কিসে হতে পারে ?” – জে. আর লাওয়েল

“নিজের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী।” – ঋষি অরবিন্দ ঘোষ

“একটি দেশের মহানতা এবং নৈতিক প্রগতি এই বিষয়ে মাপা যেতে পারে যে সেই দেশে জন্তু-জানোয়ার দের সাথে কি রকম ব্যবহার করা হয়।” – মহাত্মা গান্ধী

 শহীদ দিবসের উক্তি
শহীদ দিবসের উক্তি

এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি ও স্বপ্ন এবং আশা-আকাঙ্খাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য-সংস্কৃতি।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

স্বাধীনতা দিবস ২০২২ ছন্দ

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা।

”স্বাধীনাতা তুমি ……” মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।

”একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের শপথ।

26 মার্চ ফেসবুক স্ট্যাটাস

আপনারা অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য 26 শে মার্চের বাংলা টাইটেল খুঁজে থাকেন। তাদের জন্য আমরা কিছু ফেসবুকের স্ট্যাটাস নিয়ে 26 শে মার্চের জন্য সংযুক্ত করেছি।

২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ। নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার।

২৬ মার্চ তুমি একটি উজ্জ্বল নক্ষত্র। বাংলা মায়ের আকাশ পাড়ে, তোমার জন্যই আজি বইছে আনন্দ, উল্লাস স্নেহ মাখা বাংলার হৃদয় জুড়ে। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

**** ”’ একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।”” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।

 স্বাধীনতার ফেসবুক স্ট্যাটাস

। ‌‌”এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা…” — বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়– স্বাধীনতা দিবস সফল হোক।

২। ”প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে সুভেচ্ছা।

৩। ”স্বাধীনতা তুমি ……” মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।

এভাবে আরো অনেকগুলো sms এসেছিল। তবে যে জন্য আজকের এই লেখা সেটা মুলত নিচের sms দুটির জন্য

**** ”’ একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।”” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ।

স্বাধীনতার কবিতা

 “স্বাধীনতা তুমি”

 কবি: শামসুর  রাহমান 

স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
আমরা আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই এদিনে শহীদদের আত্মার মাগফিরাত মোনাজাত করবেন। বিশেষ করে ইসলামের দৃষ্টিতে শহীদদের শ্রদ্ধা করার জন্য তাদের জন্য দোয়া করবেন।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *