iphone Customer Care Bangladesh | আপেল কাস্টমার কেয়ারের নাম্বার, ঠিকানা ও শোরুম

আপেল কাস্টমার কেয়ারের

আসসালামু আলাইকুম আপনি যদি অ্যাপেল স্মার্ট ফোন ইউজার হয়ে থাকেন। তাহলে আজকের পোস্টটা শুধুমাত্র আপনার জন্য। আমাদের ওয়েবসাইট বরাবরের মতোই আজকে একটি নতুন আর্টিকেল নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাপেলের বাংলাদেশের কাস্টমার কেয়ার এর সকল তথ্য যোগাযোগ, মোবাইল নাম্বার ও ঠিকানা সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য সামনে তুলে ধরব। অ্যাপেল একটি জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি। অ্যাপেল স্মার্ট ফোনকে চেনে না এমন খুব কম মানুষ আছেন। আবার অনেক মানুষের স্বপ্ন থাকে তারা অ্যাপেল এর যে কোন স্মার্টফোন ব্যবহার করে থাকবে।অনেক আগেই ছিল বাংলাদেশের অ্যাপেল স্মার্টফোনগুলো আনঅফিসিয়ালি পাওয়া যেত। তাছাড়া এর কাস্টমার কেয়ার বাংলাদেশের ছিল না বিধায় যারা

Apple স্মার্টফোন ব্যবহার করে থাকেন তারা যেকোনো সমস্যা হলে বিপাকের পড়ে যেতেন। এই সমস্যাটি দূর করার জন্য অ্যাপেল কোম্পানিটি বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের কাস্টমার কেয়ার উদ্বোধন করে। শুধুমাত্র তাদের গ্রাহকদের সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার লক্ষ্যে।অ্যাপেল ফোনটির প্রতিষ্ঠা করেন প্রথম ২০০৭ সালের ৯ জানুয়ারি। তখন থেকে আজ পর্যন্ত apple ফোনটি সুনামের সাথে এবং আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে তাদের প্রত্যেকটি স্মার্টফোনগুলো বাজারে এনেছে। অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভেন জব। তার নিরলস পরিশ্রমে আজ অ্যাপেল কোম্পানিটি বিশ্বাস দরবারে প্রতিষ্ঠিত। শুধু তাই নয় বাজারে যেসব

আধুনিক স্মার্ট ফোনগুলো রয়েছে সবগুলোকে ছাড়িয়ে অ্যাপেল স্মার্টফোনগুলো সবার আগে গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে থাকে। কারণ বছর না ঘুরতেই তাদের নতুন স্মার্টফোনগুলো বাজারে নিয়ে এসে এবং সে ফোন গুলো অবশ্যই উন্নত প্রযুক্তি বা নতুন প্রযুক্তি দিয়ে বাজারে নিয়ে এসে গ্রাহকদের আকর্ষণ সৃষ্টি করে।

অ্যাপল সার্ভিস সেন্টার নাম্বার

বাংলাদেশের বর্তমানে অ্যাপেল সার্ভিস সেন্টার রয়েছে আপনি যদি আপনার অ্যাপেল স্মার্টফোনটি যেকোন সমস্যা দেখা যায় তাহলে আপনি তাৎক্ষণিক তাদের সার্ভিস সেন্টারে গিয়ে সমস্যার সমাধান করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে আমরা সার্ভিস সেন্টারে দোকানের নাম্বার এবং তাদের মোবাইল নাম্বারটি নিচে সংযুক্ত করছি।

দোকান নম্বর: 576, 5ম তলা, শ্যামলী স্কয়ার শপিং মল,বাংলাদেশ, ঢাকা 1207

+88 01724001104

+88 01515210242

mail@appleservicecenterbd.com

<yoastmark class=

আপেল আই ফোন কাস্টমার কেয়ার, ঢাকা

  • অ্যাপল সার্ভিস সেন্টার বিডি »। দোকান নম্বর: 576, 5ম তলা, শ্যামলী স্কয়ার শপিং মল, বাংলাগেশ, ঢাকা 1207।
  • Mob: +88 01724001104 +88 01515210242।

আপেল আই ফোন কাস্টমার কেয়ার, বসুন্ধরা সিটি

  • ঠিকানা, : বসুন্ধরা সিটি লেভেল, ৬ ব্লক, ডি-শপ ৩২, ১২০৫ ঢাকা , বাংলাদেশ ; স্থানাঙ্ক, : 23.81522, 90.43351; ফোন, : +880 17 1230 0244

ঢাকা অ্যাপল আইফোন সার্ভিস সেন্টার, এক্সিকিউটিভ মেশিনস:

  • ঠিকানা: বাড়ি# 183, রোড# 69, গুলশান এভিনিউ, গুলশান 2, ঢাকা 1212, বাংলাদেশ।

গুলশান অ্যাপল আইফোন সার্ভিস সেন্টার, আইস্টোর:

  • ঠিকানা: দোকান নং 8, রূপায়ন গোল্ডেন এজ, 99 গুলশান এভিনিউ, ঢাকা, 1212।
  • যোগাযোগ নম্বর: 01670951495
  • ওয়েবসাইট: http://www.istorebd.com

আপেল আই সেন্টার হেড অফিস ঠিকানা ও যোগাযোগ নাম্বার

  • ঠিকানা: 9-জি মতিঝিল সি/এ (1ম ও 2য় তলা), ঢাকা-1000
  • ফোন: 9576118-9, 9576128,
  • ফ্যাক্স: 880-2-9576236
  • ওয়েব: icentre-bd.com

আপেল আই ফোন কাস্টমার কেয়ার, বনানী-ঢাকা

  • আউয়াল সেন্টার, ১ম তলা, ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।

আপেল আই ফোন কাস্টমার কেয়ার, ধানমন্ডি-ঢাকা

  • রূপায়ন খান প্লাজা, নিচতলা, রোড # ০৭, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। (তারাতারি খুলবে)

আপেল আই ফোন কাস্টমার কেয়ার, যমুনা ফিউচার পার্কে

  • দোকান # ০১, ব্লক # বি, ৪র্থ তলা,প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা। (তারাতারি খুলবে)

আপেল আই ফোন কাস্টমার কেয়ার, চট্টগ্রাম।

  • ইউনেস্কো সেন্টার, ৪র্থ তলা, সিডিএ এভিনিউ, চট্টগ্রাম।

অ্যাপল আইফোন বাংলাদেশের শোরুম / অনুমোদিত আউটলেটের ঠিকানা এবং যোগাযোগের নম্বর:

দোকানের নাম ঠিকানা মোবাইল/টেল।
গ্যাজেট এবং গিয়ার বাড়ি 98, ব্লক সি, রোড 11, বনানী। মোবাঃ 01717 151515
টেলিফোন: 9820466
কম্পিউটার সোর্স লি. লেভেল 5, ব্লক বি, দোকান# 21,22,23,32,33, বসুন্ধরা সিটি, পান্থপথ টেলিফোন: 029104021
মোবাঃ 01733 104619
গ্যাজেট এবং গিয়ার 1. দোকান #04, লেভেল #1, ব্লক #B। টেলিফোন: 01711366366 2 । দোকান #62, লেভেল #6 ব্লক #বি, পান্থপথ মোবাঃ 01711 666888
এক্সিকিউটিভ মেশিন লিমিটেড  র‌্যাংগস নিলু স্কয়ার, নিচতলা, বাড়ি 75, রোড 5/এ সাতমসজিদ রোড, ধানমন্ডি মোবাঃ 01978 827753
গ্যাজেট এবং গিয়ার জিএইচ হাইটস , ষাটমসজিদ রোড, ধানমন্ডি টেলিফোন: 9123905
মোব: 01786 500600
এক্সিকিউটিভ মেশিনস লি. বাড়ি 183, গুলশান নর্থ এভিনিউ, গুলশান-২ টেলিফোন: 019 77727753
গ্যাজেট এবং গিয়ার রূপায়ন গোল্ডেন এজ শপিং সেন্টার। দোকান নং 23, নিচতলা, 99, গুলশান এভিনিউ  টেলিফোন: 9891481
মোবাঃ 01611 010101
কম্পিউটার সোর্স লি. 222/4, শোরুম: 233, ডিসপ্লে সেন্টার, বিসিএস কম্পিউটার সিটি, আইডিবি ভবন, আগারগাঁও টেলিফোন: 9183185
টেলিফোন: 9183187
আইসেন্টার দোকান# 4D-001 (4র্থ তলা), KA-244, প্রগতি অ্যাভিনিউ, যমুনা ফিউচার পার্ক মোবাঃ 01678 750354
গ্যাজেট এবং গিয়ার দোকান 4, ব্লক সি, লেভেল 4, যমুনা ফিউচার পার্ক, প্রগতি অ্যাভিনিউ টেলিফোন: 98233399
মোবাঃ 01786 111444
গ্যাজেট এবং গিয়ার 127 মতিঝিল সি/এ, মতিঝিল টেলিফোন: 9578129
গ্যাজেট এবং গিয়ার নর্থ টাওয়ার, দোকান নং ৫০৩, ৫ম তলা, উত্তরা টেলিফোন: 7911266
মোবাঃ 01744 838383

কিভাবে অ্যাপেল কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন?

আপনি যদি অ্যাপেল স্মার্ট ফোন কিনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি স্ট্যাটাস কার্ড দেয়া হবে সেখানে পৃষ্ঠার মধ্যে অ্যাপেল সেন্টারে একটি তথ্য দেখতে পারবেন। কয়েকটি নাম্বার আমরা নিচে সংযুক্ত করলাম আপনারা চাইলে এখানে যোগাযোগ করে তাদের সাথে কন্টাক্ট করতে পারেন।

1.000800 040 1966 

2. 000800 040 1966

অ্যাপল কি বাংলাদেশে কাজ করে?

বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে আপেলের কোন স্টোর নেই। কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশ পরিণত হয় প্রাথমিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করার জন্য স্থানীয় কিছু অনুমোদিত রিসেলার স্থানীয় পরিবেশ ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করে।

অ্যাপলের যত্ন কি 24 ঘন্টা পাওয়া যায়?

আপনারা জানেন অ্যাপলে স্মার্টফোনে অনলাইনে সমর্থন করার জন্য তাদের সফটওয়্যার আপডেট এবং ইউটিলিটি, তাছাড়া উন্নত প্রযুক্তি সহায়তা পণ্য তথ্য অন্তর্ভুক্ত করে সারা দিনে ২৪ ঘন্টায় অর্থাৎ সাত দিনে আপনারা উপলব্ধি করতে পারবেন।

800 275 2273 কোন ফোন নম্বর?

1 (800) 275-2273 নম্বরে এখনই Apple সাপোর্টে কল করুন ।

অ্যাপেল কেয়ার পরিষেবা

আপনারা জানেন অ্যাপেল তাদের সর্বোচ্চ ফোনগুলোতে সিকিউরিটি সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করে থাকে। এজন্য অবশ্যই অ্যাপেল কেয়ার আপনাকে দুর্ঘটনা জনিত ক্ষতিগ্রস্ত সুরক্ষার লক্ষ্যে বিশেষভাবে প্রযুক্তি হার্ডওয়ার কভারেজ দিয়ে থাকে। অ্যাপেল কেয়ার আপনার যদি কার্ড না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে ফোনটি দুর্ঘটনা জনিত কোন সমস্যা থাকলে নিরাপত্তের জন্য ওয়ারেন্টি বাবদ ফ্রি প্রদান করতে হবে।

অ্যাপেলের ডিভাইস ওয়ারেন্টি কতক্ষণ

অবশ্যই মনে রাখবেন অ্যাপেল কোম্পানিটি দুর্ঘটনা জনিত বা যে কোন সমস্যার কারণে আপনাকে ওয়ারেন্টি দিয়ে থাকবে না। কিন্তু অবশ্যই ফোনের হার্ডওয়ার সফটওয়্যার যে কোন সমস্যা ক্ষেত্রে আপনাকে অ্যাপেল এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকবে।

অ্যাপেল কেয়ার(Apple care)আছে কিনা কিভাবে জানবেন?

মূলত আপনি যদি এক কোন অ্যাপেল কেয়ার থেকে ডিভাইস কিনে থাকেন তাহলে অবশ্যই আপনি অ্যাপেল কেয়ার ওভারেজ নির্দেশনা পেয়ে যাবেন। এতে করে একটি ইমেইল থাকা উচিত। অথবা আপনি আপনার ডিভাইসের সেটিং অপশনে গিয়ে ওআইসির ডিভাইসের জন্য সেটিং খুজে পাবেন সেখানে আপনি অ্যাপেল কেয়ার সক্রিয় আছে কিনা কি সেটি দেখতে পারবেন।

পরিশেষে বলা যায় আমরা চেষ্টা করেছি অ্যাপেল স্মার্ট ফোন কোম্পানিটির সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য উপস্থাপন করতে। আসলে যেহেতু এই ডিভাইসটি উন্নত মানের এবং অনেক সফটওয়্যার জনিত তথ্য থাকে। আশা করছি অ্যাপেল নিয়ে আরেকটি আর্টিকেলে আপনাদের সেটিং সংক্রান্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ততদিন ভালো থাকবেন এবং আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন আসসালামু আলাইকুম।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *