জুম্মা মোবারক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও পিকচার

আসসালামু আলাইকুম আপনি যদি জুম্মা মোবারক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস খুঁজেছেন?? কিংবা আপনি জুম্মা মোবারক হিসেবে বিভিন্ন উক্তি খুঁজে থাকলে আপনি যদি আমার ওয়েবসাইটে বর্তমান অবস্থান করেন তাহলে আপনি একদম সঠিক অবস্থান করছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জুম্মা মোবারক নিয়ে ফেসবুকে দেয়ার মত ফেসবুক স্ট্যাটাস। ক্যাপশন, পিকচার ইমেজ আসুন তাহলে দেখে নেওয়া যাক জুম্মা মোবারক নিয়ে কিছু আলোচনা এবং আপনাদের স্ট্যাটাস ও উক্তি।

মুসলমানদের পবিত্র একটি দিন হলো জুম্মা। তাই প্রত্যেকটি মুসলমান জুম্মার দিনে মসজিদে গিয়ে নামাজ পড়ে থাকে। এই জুম্মার দিনটি মূলত শুক্রবার হয়ে থাকে। এই দিনে মানুষ দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। বলা হয় জুম্মার দিন ঈদের দিনের সমতুল্য।

জুম্মা মোবারক স্ট্যাটাস

জুম্মা মোবারক স্ট্যাটাস গুলো আমরা মুসলিম হিসেবে সবার জন্য প্রযোজ্য কারণ এখানে আপনি স্ট্যাটাসগুলো ইসলামিক এবং অনেক সুন্দর বলা হয়েছে এবং আপনি এগুলো শেয়ার করবেন।

কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]
জুম্মা মোবারক

শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক

বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।
জুম্মা মোবারক

জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা

বর্তমানে অনেক মানুষ দেখা যায় জুম্মার দিনে পিকচার তুলে ফেসবুক আপলোড করে। এবং স্ট্যাটাস হিসেবে বাংলা স্ট্যাটাস কে বেছে নেয়। সুতরাং আপনারা চাইলে আমাদের বাংলা স্ট্যাটাস গুলো দেখতে পারেন।

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)
জুম্মা মোবারক

সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ. এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি.
জুম্মা মোবারক

নামাজ সব সমস্যার সমধান।
নামাজ সব রোগের প্রধান ওষুধ।
নামাজ নিজে পড়ুন।।
অন্যকে পড়ার জন্য তাগিদ দিন।
নামাজই আপনার আসল ইনকাম।
নামাজ বেহেস্তের চাবি।
জুম্মা মোবারক

নিজেকে কখনো
অসুন্দর মনে করবেন না।
কারণ আল্লাহর সৃষ্টি
কখনো অসুন্দর হয় না।
জুম্মা মোবারক

শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
জুম্মা মোবারক

জুম্মা মোবারক নিয়ে উক্তি

আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটি আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনার উক্তিটি নিচে সংযোগ করছি আপনারা অবশ্যই দেখবেন এবং ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং অন্যদের তার উক্তিটি পড়ার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ।

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,
সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে
আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
-হযরত মুহাম্মদ (সাঃ)

তুমি ফিরে যাও আল্লাহর দিকে
সৌভাগ্য ফিরবে তোমার দিকে
জুম্মা মোবারক

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই
যাকে তুমি আপন ভাবো সে হবে পর
আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর
“জুম্মা মোবারক”

তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,
যাদের আচার আচরণ সবচেয়ে ভালো
জুম্মা মোবারক

পরিশেষে বলা যায় আমরা চেষ্টা করেছি জুম্মা মোবারক নিয়ে আপনাদের কিছু মূল্যবান তথ্য এবং কুরআনের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের যদি এই নিবন্ধন ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। বরাবর মতোই আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button