আজকে আমরা জানাবো, বাংলাদেশ রেলওয়ে ঢাকা টু কুড়িগ্রাম, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা, সময়সূচী এবং বিস্তারিত। কুড়িগ্রাম এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী একটি নতুন আন্তঃনগর ট্রেন। কুড়িগ্রাম বাসি ঢাকার সাথে সরাসরি আন্তঃনগর ট্রেনের মাধ্যমে যুক্ত হয়েছে। ট্রেনটির সাহায্যে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ আরো উন্নত হয়েছে। 16 অক্টোবর 2019 সালের রোজ বুধবার প্রধানমন্ত্রীর হাত ধরে এই ট্রেনটি যাত্রা শুরু করে।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সংক্ষিপ্ত বিবরণঃ
- পরিষেবা ধরন – আন্তঃনগর ট্রেন
- বর্তমান পরিচালক – বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল
- পথ যাত্রা – কমলাপুর রেলওয়ে স্টেশন
- শেষ যাত্রা – কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন
- দূরত্ব – ৪০৫ কিলোমিটার (২৫২ মাইল)
- গড় যাত্রার সময় – 10 ঘণ্টা 10 মিনিট
- পরিষেবা ফ্রিকোয়েন্সি – ৬ দিন
- অপারেটিং গতি – ৯৫ কিলোমিটার পার ঘন্টা
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি ও সিট সংখ্যাঃ
এই ট্রেনের বগি রয়েছে ১৪টি, ২ টি সিনিগ্ধা, ১ টি এসি ৮টি শোভন চেয়ার এবং ট্রেনের মাঝামাঝি স্থানে একটি পাওয়ার কার রয়েছে। ট্রেনটির কার্ড যুক্ত ২টি খাবার বগি রয়েছে। ট্রেনটিতে ডাবল সিঙ্গেল কেবিন এর সুবিধা রয়েছে। ঢাকা যাওয়ার সময় এর আসন সংখ্যা ৬৫৭ টি। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত বগি সংযোজন করা হয়। নামাজের জন্য আলাদা জায়গা বরাদ্দ রয়েছে। মালামাল পরিবহন বহনের জন্য বড় স্টেশন গুলিতে রয়েছে কুলির ব্যবস্থা।
কুড়িগ্রাম এক্সপ্রেসট্রেনের খাবার ব্যবস্থাঃ
আন্তঃনগর ট্রেনগুলোতে খাবারের গাড়ি সংযোজন করা থাকে। এখানে বার্গার, স্যান্ডউই্, রুটি চা কফি, সিদ্ধ ডিম, কাবাব সিঙ্গারা-সামুচা নানান ধরনের কোমল পানি ও মিনারেল ওয়াটার পাওয়া যায় এছাড়া দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন পাওয়া যায়।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যাত্রার সময়সূচীঃ
- ঢাকা থেকে ছেড়ে যায় রাত .৮ টা ৪৫ মিনিট্, কুড়িগ্রাম পৌঁছে সকাল ৬ টা ১৫ মিনিটে। বন্ধের দিন বুধবার।
- কুড়িগ্রাম থেকে ছেড়ে যায় সকাল ৭ টা ১৫ মিনিটে, ঢাকা পৌঁছায় বিকেল ৫ টা ২৫ মিনিটে। বন্ধের দিন বুধবার।
Pingback: সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, টিকেটের মূল্য, সিডিউল এবং বিরতি স্টেশন - Info24