মাসরা ট্রান্সপোর্ট বাস বাংলাদেশের পরিবহন জগতে খুব অল্প দিনের মধ্যে পর্যটন কেন্দ্র চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই যারা মাসরা ট্রান্সপোর্ট বাসের সম্পর্কে জানেন না। তাদের জন্য আমাদের এই পোস্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও যারা কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার মানুষ আছেন তারা আমাদের এ পোস্টের মাধ্যমে জেনে নিতে পারেন মারসা বাসের সকল কাউন্টার ঠিকানা, মোবাইল নাম্বার, ও বাসটির বর্তমান টিকিটের মূল্য।
তাই দেরি না করে চলুন দেখে নেই। মাসরা ট্রান্সপোর্ট বাসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। যা আপনাকে পরবর্তী সময়ে বাসটিতে ভ্রমণ করতে সহায়তা করবে। আপনাকে বলে রাখি এই বাসটি এসি ও নন এসি বাসের সুবিধা রয়েছে। এছাড়াও নীচের অংশে থাকবে বাসটি সময়সূচী।
মারসা ট্রান্সপোর্ট পরিবহনের বর্তমান ভাড়ার তালিকা
আপনারা সবাই জানেন বর্তমানে ডিজেলের দাম বাড়তি হওয়ার কারণে দূরপাল্লা সহ সকল বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছে। তাই মাসরা ট্রান্সপোর্ট বাসের ভাড়া আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। আপনি যদি চট্টগ্রাম থেকে কক্সবাজার এ বাসটিতে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে দিতে হবে।
- টিকেট মূল্যঃ ২৫০ টাকা (নন-এসি)।
মারসা ট্রান্সপোর্ট পরিবহনের সময়সূচি
মাসরা ট্রান্সপোর্ট বাসটি চট্টগ্রাম থেকে প্রতিদিন সকাল সাত ঘটিকায় থেকে বিকেল পর্যন্ত চলাচল করে থাকে। আপনি চাইলে যেকোন সময়ে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসটিতে ভ্রমণ করতে পারেন। এছাড়া আপনাদের জনার সাথে আমরা নিচে মাস্টার ট্রান্সপোর্ট বাসটির সময়সূচী সংযুক্ত করছি।
- প্রতিদিন দুইটি বাস সকাল ০৭.০০ ঘটিকা ও দুপুর ২.৩০ ঘটিকা
- মারসা ট্রান্সপোর্ট (১১-১১৮৩), কক্স টু চিটাগাং, দুপুর ১২:৪৫ এর বাস
মারসা ট্রান্সপোর্ট কাউন্টার মোবাইল নাম্বার ও ফোন নাম্বার
মাস্টার ট্রান্সপোর্ট বাসটি চট্টগ্রাম এবং কক্সবাজারে যেসব রুটে তাদের কাউন্টার রয়েছে তাদের মোবাইল নাম্বার ও ঠিকানা গুলো বক্স এর মাধ্যমে প্রকাশ করছি। আপনারা চাইলে নিচে থেকে দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে তাদের কাউন্টারের ফোন দিয়ে অনলাইনে টিকিট বুকিং করেও রাখতে পারেন।
চট্টগ্রাম জেলার সকল কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার
কাউন্টার নাম | ফোন |
নতুন চাঁদগা থানা কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর | ফোনঃ 01708-812941. |
নতুন ব্রিজ কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর | ফোনঃ 01708-812941. |
সিনেমা প্যালেস কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর | ফোনঃ 01708-812943. |
কক্সবাজার জেলার সকল কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার
কাউন্টার নাম | ফোন |
লাল দিঘি কাউন্টার, কক্সবাজার জেলা সদর | ফোনঃ 01708-812944. |
বাস টার্মিনাল কাউন্টার, কক্সবাজার জেলা সদর | ফোনঃ 01708-812945. |
লিংক রোড কাউন্টার, কক্সবাজার জেলা | ফোনঃ 01708-812946. |
রামু বাইপাস কাউন্টার, কক্সবাজার জেলা | ফোনঃ 01708-812947. |
চকরিয়া নতুন বাস টার্মিনাল কাউন্টার, কক্সবাজার জেলা | ফোনঃ 01708-812948. |
মাসরা ট্রান্সপোর্ট বাসের গুণগত মান ও সুবিধা
আপনারা কি জানেন মাসরা ট্রান্সপোর্ট যে বাস গুলো রয়েছে। তার সবগুলো বাস জাপানি কোম্পানি হিনো 1J Ak নতুন মডেলের বাস। বাস গুলো অনেক আধুনিক এবং বিলাসবহুল। শুধু তাই নয় তাদের সিট কোয়ালিটি অনেক ভালো। এছাড়াও তাদের বাসগুলো চমৎকার ফিনিশিং ও চোখ ধাঁধানো আকর্ষণীয় কালার চকচকে করে যাত্রীদের সামনে তুলে ধরে। বাসের ভিতরে সিটের লেগে স্পেস অনেকটাই বেশি হওয়ার কারণে যাত্রীর আরামদায়কভাবে ভ্রমণ করতে পারে।
আশা করি আমাদের উপরের আলোচনা থেকে আপনারা মাসরা ট্রান্সপোর্ট বাস এর সম্পর্কে জেনে গেছে। আপনাকে জানিয়ে রাখি কিছুদিনের মধ্যেই ঢাকা থেকে মাস্টার ট্রান্সপোর্ট বাসটি বিভিন্ন জেলায় চলাচল করবে। পরবর্তী এই আকর্ষণের বাসের সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে থাকুন ধন্যবাদ।