নগদ কাস্টমার কেয়ারের নাম্বার ও ঠিকানা, ইমেইল, লাইভ চার্ট ও বিস্তারিত

নগদ বর্তমানে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে একটি জনপ্রিয় মাধ্যম ওঠে পড়েছে। তাই আপনি যদি নগদের কাস্টমার কেয়ার ইমেইলের ঠিকানা এড্রেস লাইভ চ্যাট সহ যাবতীয় তথ্য বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে আমাদের এই পোস্টে স্বাগতম। এখান থেকে আপনি জানতে পারবেন নগদের সকল বিষয়গুলি ও কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। নগদ একাউন্টে যদি আপনার কোন প্রকার সমস্যা দেখা দেয় কিম্বা লেনদেনের ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে আপনি তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

সে ক্ষেত্রে আপনাকে কিছু দিকনির্দেশনা মেনে চলতে হবে যেমন আপনি চাইলে তাদের কাস্টমার কেয়ার এগিয়ে তাদের সমস্যার কথা বলতে পারেন। কিংবা হটলাইন নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইমেইলের মাধ্যমে আপনার ডকুমেন্ট স ফাইলগুলো পিডিএফ করে তাদেরকে অভিযোগ জানাতে পারেন। সরাসরি এগুলো নিয়ে আমরা আজকের আর্টিকেলটি সাজিয়েছি।

নগদ কাস্টমার হেল্পলাইন নাম্বার

আমরা বলে থাকিস সাধারণত আপনি যদি আপনার নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি প্রাথমিকভাবে কোন সমস্যা দেখা দেয় বা কোন কারনে একাউন্টে ব্লক হয় তাহলে আপনি তাদের সাথে এই হট লাইন নাম্বারে গিয়ে কথা বলতে পারেন। তাদের হট লাইন নাম্বারটি হচ্ছে ১৬১৬৭ এটি তাদের হট লাইন নাম্বার।

  • 096 096 16167

নগদ ইমেইল এড্রেস

লেনদেন সংক্রান্ত যেকোনো ডকুমেন্টস কিংবা প্রুফ সহ কোন লেনদেনের কপি যদি তারা চেয়ে থাকে তাহলে আপনি চাইলে সে কপিগুলো পিডিএফ আকারে তাদের ইমেইল একাউন্টে পাঠাতে পারেন এবং অভিযোগ দিতে পারেন। তাদের ইমেইলটি আমি নিচে সংযুক্ত করছি আশা করি দেখে নেবেন।

  • info@nagad.com.bd

নগদ লাইভ চ্যাটে হেল্পলাইন ঠিকানা

আপনি যদি লাইভ চ্যাট তাদের প্রতিদিন হিসেবে করতে চান তাহলে আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে চ্যাট করতে হবে এবং আপনার সমস্যাটি কাস্টমার সার্ভিস যে প্রতিনিধি আছে তাকে বলতে হবে। আশা করি তাৎক্ষণিক আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা

আমরা ঢাকা শহর ঢাকার বাইরে যে বিভাগগুলো বা জেলাগুলোতে নগদ এর কাস্টমার কেয়ার রয়েছে সকল ঠিকানা গুলো সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করেছি। আশা করি আপনাদের কাজে দিবে।

নগদ কাস্টমার কেয়ার বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা

  • ঠিকানা: বনগোবন্ধু অ্যাভিনিউ ১০০০ (বেসাইট বায়তুল মোকারাম মসজিদ) কাউন্টার নং -২৭.
  • অফিসের সময়: সকাল .৯.00 টা -.৩.00 টা

নাগাদ কাস্টমার কেয়ার বনানী-ঢাকা

  • ঠিকানা: বনানী ডাকঘর (বাস স্ট্যান্ডের পাশের) ঢাকা -1213
  • অফিসের সময়: সকাল.৯.00 টা -.৫ টা

নাগাদ কাস্টমার কেয়ার বাখালী মোর-খুলনা বিভাগ

  • ঠিকানা: আকিজ উদ্দিন হাসপাতাল, আরও বোখালী, খুলনা।
  • অফিসের সময়: সকাল.৯.00 টা -.৫ টা

নাগাদ কাস্টমার কেয়ার হেটগ্রাম-পুটুয়াখালী

  • ঠিকানা: বাংলাদেশ ব্যাংক, আব্দুর রহমান রোড, হিটগ্রাম ৪০০০, হিটগ্রাম-পুটুয়াখালী।
  • অফিসের সময়: সকাল.৯.00 টা -৫.০০ টা

নাগাদ কাস্টমার কেয়ার লোকসিপুর-রাজশাহী

  • ঠিকানা: লোকীপুর গিটার রোড, রাজশাহী
  • অফিসের সময়: সকা।-৯.00 টা -.৫.০০ টা

নাগাদ কাস্টমার কেয়ার বরিশাল

  • ঠিকানা: ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল
  • অফিসের সময়: সকাল ৯.00 টা – ৪ টা

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার চট্টগ্রাম

  • বাংলাদেশ ব্যাংকের নিকটবর্তী, আবদুর রহমান রোড, চ্যাটগ্রাম – 4000, কোতোয়ালি, চাটোগ্রাম
  • অফিসের সময়: সকা।-৯.00 টা -.৫.০০ টা

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার ময়মনসিংহ

  • কাচারি হেড পোস্ট অফিস
  • অফিসের সময়: সকা।-৯.00 টা -.৫.০০ টা

নগদ কাস্টমার কেয়ার দিনাজপুর

Md. Adu Kawsar. Don villa(1st floor),Beside of Kotoali Thana,Moshan kali mondir road,Kalitola,Dinajpur Sadar,Dinajput

পরিশেষে বলা যায় আমাদের ওয়েবসাইট সব সময় চেষ্টা করতেছি যে আপনাদের বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে যেকোনো তথ্য সম্প্রতি কিংবা পূর্ববর্তী ঘটনা চাকরি সার্কুলার থেকে শুরু করে যাবতীয় তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে। তাই আমাদের ওয়েবসাইটে আপনারা সাথেই থাকবেন এবং প্রতিদিন ভিজিট করবেন ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button