Skip to content
Home » নগদ ইসলামিক একাউন্ট 2023। নগদ ইসলামিক অ্যাপ কি?।Nagad islamic account

নগদ ইসলামিক একাউন্ট 2023। নগদ ইসলামিক অ্যাপ কি?।Nagad islamic account

আপনি কি নগদ ইসলামিক ব্যাংক একাউন্ট কিভাবে চালু করা যায় এ জন্য ইন্টারনেটে অনুসন্ধান করছেন? তাহলে আপনি আপনাদের নিবন্ধটির থেকে নগদ ইসলামী ব্যাংক কিভাবে চালু করা হয় সবগুলো প্রক্রিয়া আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আজকে যারা মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে থাকেন তাদের জন্য আজকের এই পোস্ট টি।

নগদ ইসলামিক একাউন্ট কি?

মূলত আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কিভাবে আপনারা খুলবেন প্রক্রিয়া গুলো কি কি এবং এর দিক নির্দেশনা গুলো সবগুলো আপনাদের সামনে তুলে ধরব। যাতে পরবর্তীতে আপনি এই নতুন অ্যাপ দিয়ে নগর ইসলামী ব্যাংক একাউন্ট মোবাইল ব্যাংকিং খুলতে পারেন। তাই পুরো পোস্টটি দেখার অনুরোধ রইলো।

নগদ  ইসলামিক একাউন্টের সুবিধা।The benefits of a Nagad Islamic account

নগদ ইসলামী মূলত সুদবিহীন একটি ব্যাংকিং সেবা। তাই যারা ধর্মপ্রাণ মুসলমানের জন্য নগদ ইসলামী ব্যাংক টি বেশ কাজে আসতে পারে। এখান থেকে আপনি জমানো টাকার উপর কোন ওষুধ থেকে বিরত থাকবেন।

  • নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর সকল শরিয়াহ সম্মত সার্ভিস এবং সুবিধা উপভোগ করতে পারবেন।
  • নগদ ইসলামিক অ্যাকাউন্টে থাকা কালিন গ্রাহক তার জমানো টাকার পরিমাণে কোন প্রকার মুনাফা পাবেন না।
  • ইসলামিক একাউন্ট থেকে যাকাত/ডোনেশন দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের কোন প্রকার লিমিট থাকবে না। তবে নগদ একাউন্টে লিমিট প্রযোজ্য হবে।
  • নগদ ব্যবহারের গ্রাহক চাইলেই তার একাউন্টটিকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে পারবেন।
  • তবে গ্রাহক প্রতিমাসে ১ বার একাউন্টের ধরন পরিবর্তন করতে পারবে।
  • ইসলামিক একাউন্ট এর যাবতীয় সুবিধা পেতে হলে অবশ্যই আপনার নগদ একাউন্ট ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে হবে।
  • নগদ ইসলামিক অ্যাকাউন্টটি অ্যাপে ব্যবহারের ক্ষেত্রে ইংরেজি এবং বাংলা সংস্করণে ব্যবহার করতে পারবেন।

নগদ ইসলামী ব্যাংক হজ ট্যুরিষ্ট ট্রাভেল পেমেন্ট

অনেক মানুষ প্রতিবছর এই সাধারণত বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির সহযোগিতায় হজ পালন করতে ভ্রমণ করে থাকেন। এই সব মানুষের কথা মাথায় রেখে নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির সাথে পর্যটন শিল্প যুক্ত হয়েছে নকল ইসলামী ব্যাংক। তাই এখন খুব সহজেই নগদ ইসলামী ব্যাংক এর সাহায্যে আপনি খুব সহজেই প্রেমেন্ট করতে পারবেন। বাংলাদেশের যেসব এজেন্সি নগদ ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত রয়েছে সেগুলো এজেন্সির নাম গুলো আমরা নিচে সংযুক্ত করছি।

  • আই টি এস হলিডে লিমিটেড
  • জাস্ট হলিডেস লি:
  • ট্রাভেল জু বাংলাদেশ লিমিটেড
  • হারামাইন হজ ওমরাহ লিমিটেড
  • কসমস হলিডে
  • এনি ট্যুরিজ্‌ম
  • ইকো ট্রিপারস
  • চলঘুরি লিমিটেড
  • অরিজিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-ট্যুর হাব
  • এলিগেন্ট  হলিডেজ
  • দুরন্ত ট্যুরিজ্‌ম
  • আরএফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস
  • সায়রা এয়ার ইন্টারন্যাশনাল
  • এসবি এভিয়েশন
  • জামা টেকনোলজিস লিমিটেড।
  • জামা টেকনোলজিস লিমিটেড।-অনলাইন
  • ওশেনিয়া ট্যুরিজম এন্ড ট্রাভেল
  • ডিলাইট  হলিডে
  • অরবিট  ট্রাভেল এইড
  • উইংস এয়ার
  • সানজার এভিয়েশন লি.
  • প্লাসিড ইন্টারন্যাশনাল
  • আজমেরি ট্রাভেল এজেন্সি
  • এওট্রেক ট্যুরিজম লিমিটেড
  • বাই এয়ার টিকেট লি.
  • ট্র্যাভেল আইল্যান্ড লি.
  • ট্রিপ ট্রিকস
  • ট্রাস্ট হলিডেজ
  • প্ল্যানার্স হলিডে
  • জেয়ারতে বাইতুল্লাহ ট্রাভেলস
  • ট্র্যাভেল গেটওয়ে
  • ট্রিপ বিয়ন্ড
  • মেক মাই প্ল্যান লিমিটেড
  • টিবিডি হলিডেজ
  • ট্র্যাভেল  ফেয়ার  বিডি
  • সুরেন ট্রাভেলস
  • রাশেল ট্যুরস এন্ড ট্রাভেলস
  • ম্যাপ বাংলাদেশের
  • জেড ইন্টারন্যাশনাল

ইসলামিক ইস্যুরেন্স পলিসি প্রিমিয়াম

আপনি চাইলে নগদ ইসলামী ব্যাংক একাউন্ট থেকে নির্দিষ্ট ইসলামী ইন্সুরেন্স পলিসি এবং প্রিমিয়াম পেতে পাবেন। যেসব ইন্সুরেন্স আপনাকে পলিসি প্রিমিয়াম দেওয়া হবে তারও নাম গুলো নিচে সংযুক্ত করছি।

  • প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ
  • এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  • পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
  • মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  • ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ
  • আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
  • বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
  • জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
  • প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড

নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম

এবার মূল বিষয়ে আপনারা কিভাবে নগদ ইসলামী ব্যাংক একাউন্টটি আপনার মোবাইল ফোনে চালু করতে পারবেন। আমরা নিচে কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছি এবং স্ক্রিনশট এর মাধ্যমে কিভাবে আপনারা নগদ ইসলামী ব্যাংক একাউন্টটি সক্রিয় করবেন তার পুরো প্রক্রিয়াটি দেওয়া হয়েছে। অবশ্যই নিচের প্রক্রিয়া গুলো মেনে চললে নগদ ইসলামী ব্যাংক টি চালু করতে হবে। তুই ভালো করে নিচের প্রক্রিয়া গুলো দেখে নিন।

এরপর নগদ একাউন্টকে নগদ ইসলামিক একাউন্টে পরিণত করতেঃ

  • নগদ পিন প্রদান করে নগদ অ্যাপে প্রবেশ করুন
  • অ্যাপ থেকে “My Nagad / আমার নগদ” সিলেক্ট করুন
  • এরপর “Account Type / একাউন্টের ধরন” অপশন সিলেক্ট করুন
  • সেখানে ইসলামি একাউন্টের অপসন আসবে
  • এরপর সেটিংস এর পপ-আপ আসলে “Yes / হ্যা” অপশনে ট্যাপ করুন
  • এরপর আপনার নগদ ইসলামিক একাউন্ট একটিভেট হয়ে যাবে
নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম

নগদ ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম

নগদ থেকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করার নিয়ম

  • নগদ অ্যাপ টি ডাউনলোড করে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে নগদ অ্যাপ এ প্রবেশ করে।
  • My nagad” নগদ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর “Account type” অপশন এ ক্লিক করে। আপনার নগদ একাউন্টের ধরন পরিবর্তন করে।
  • নগদ ইসলামিক একাউন্ট সিলেক্ট করতে হবে। তারপর আপনার সামনে একটি পপ-আপ স্কিন আসবে সেখানে হ্যাঁ অথবা না লেখা থাকবে।
  • আপনি যদি নগদ থেকে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে চান তাহলে হ্যাঁ ক্লিক করবেন।
  • তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার নগদ একাউন্টে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন, (আপনার নগদ একাউন্টের ধরন প্রতি মাসে মাত্র ১ পরিবর্তন করতে পারবেন)

আশা করি আমাদের উপরের আলোচনা থেকে আপনি নগদ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সম্পূর্ণ প্রক্রিয়াটি জানতে পেরেছেন। এছাড়া এই অ্যাকাউন্টটি খোলা ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *