Skip to content
Home » নড়াইল জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 2023

নড়াইল জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 2023

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম সম্মানিত মুসলিম ভাই-বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। প্রতিবছরের মতো এবারও আমাদের মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এরপর পবিত্র রমজান মাস আমাদের উপর ফরজ হয়ে আসছে। প্রত্যেক বছরই আমরা পবিত্র মাহে রমজান মাস থেকে অনেক গুরুত্ব সহকারে পালন করে থাকি। এই মাসটির প্রত্যেকটি মুসলমানের কাছে দুনিয়ায় অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ হাদিস কুরআনে বলা হয়েছে এই মাসে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা গুনাগার বান্দা কে মাফ করে দেন।

আজকের পোস্টটি আমরা সাজিয়েছি নড়াইল জেলার যারা বসবাস করে থাকেন তাদের সেহরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার টি নিয়ে। ক্যালেন্ডার দেখলে আপনার অবশ্যই সঠিক সময়ে ফেরিও ইফতারি করতে পারবেন। এজন্য প্রত্যেক বারের মতো এবারেও আমরা রমাদানের ক্যালেন্ডার ওয়েবসাইটে সংযুক্ত করেছি।

নড়াইল জেলার সেহেরি সময়সূচী

দীর্ঘ এক বছর পর আবারো রমজান মাস এসে গেছে। তাই অবশ্যই আপনারা সেহেরির সময়, অনুযায়ী সেহেরী খাবেন। আমি যে আপনার একটু তাকালে দেখতে পারবেন আমরা 2022 সালের রমজান মাসের নড়াইল জেলার ক্যালেন্ডারটি সংযুক্ত করেছি। এখান থেকে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। বা আপনি চাইলে ডাউনলোড করেও নিতে পারেন।

নড়াইল জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

নড়াইল জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

নড়াইল জেলার ইফতারের সময়সূচি

সারাদিন পানাহারের পর আল্লাহ তায়ালার নির্দেশে সূর্য অস্ত যাওয়ার পর আমরা ইফতারি করে থাকি। এটা আল্লাহতালা অনেক খুশি হন এবং বান্দাদের উপর সন্তুষ্ট হন। বলা হয় ইফতারির টাইমে কোন বান্দা যদি আল্লাহতালার কাছে দোয়া করে তাহলে সেই বান্দার দোয়া কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ইফতারের সময় বেশি বেশি করে আল্লাহতালার কাছে দোয়া করব। এছাড়াও রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব।

রোজা  উদ্দেশ্য

রোজা রাখার উদ্দেশ্য হলো, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, পাপ কাজ থেকে বিরত থাকা এবং নিজেদের কামনা-বাসনা নিয়ন্ত্রণের প্রশিক্ষণের মাধ্যমে পরহেজগারি বা তাকওয়া বৃদ্ধি করা।

কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো”।— সূরা বাকারা, আয়াত ১৮৩

রোজা উপকারিতা

“রোজাদারের জন্য দুটি খুশি। একটি হলো তার ইফতারের সময়, আর অপরটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।”— (বুখারী ও মুসলিম)

রোজা ভঙ্গের কারণ সমুহ:

  • ইচ্ছাকৃত পানাহার করলে।
  • স্ত্রী সহবাস করলে ।
  • কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।
  • ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
  • নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।
  • জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।
  • ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।
  • কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
  • সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
  • পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
  • দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
  • ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
  • মুখ ভর্তি বমি গিলে ফেললে ।
  • রাত্রি আছে মনে করে সোবহে সাদিকের পর পানাহার করলে।
  • মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর নিদ্রা হতে জাগরিত হওয়া এ অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে।

সুতরাং আশা করি আমরা আপনাদের 2023 সালের নড়াইল জেলার সেহরি ও ইফতারের সময় সূচির ক্যালেন্ডার টি দিতে পেরে আমরা কৃতজ্ঞ। কারণ আমরা চাই আপনারা সবসময় যেন যেকোনো তথ্য জেনে উপকৃত হন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *