Skip to content
Home » নেত্র পরিবহনের কাউন্টার নাম্বার, লোকেশন, ভাড়ার তালিকা ও সময়সূচী

নেত্র পরিবহনের কাউন্টার নাম্বার, লোকেশন, ভাড়ার তালিকা ও সময়সূচী

ঢাকা থেকে নেত্রকোনা জেলার মানুষের কাছে আরামদায়ক এবং জনপ্রিয় একটি বাজারের নাম হচ্ছে নেত্র পরিবহন। এভাবে দীর্ঘদিন ধরে ঢাকা থেকে নেত্রকোনা জেলা তে চলাচল করে থাকে। এর একটি বিশেষ দিক হল অন্যান্য বছরের তুলনায় এ বাসের ভাড়া অনেকটাই কম। তাই এই বাসে মধ্যবিত্ত মানুষরা ঢাকা থেকে নেত্রকোনা যাতায়াত করে থাকে।

নেত্র পরিবহন বাস মরে সবগুলো নন-এসি হলেও এ বাস গুলো অনেক আধুনিক এবং চমৎকার আকর্ষণীয় দেখতে লাগে। শুধু তাই নয় বাসের সিট কোয়ালিটি গুলো মানুষের চেয়ে অনেক আরামদায়ক। এ পরিবহনের চালক গুলো দক্ষ হওয়ার কারণে সড়ক নিরাপদ ভাবে যাত্রীদের পরিষেবা দিয়ে থাকে। এ বাসের বহরে ইন্ডিয়ান কোম্পানি অশোক লেল্যান্ড এর বাস গুলো বেশি দেখা যায়।

নেত্র পরিবহনের কাউন্টার ও ফোন নাম্বার

নেত্র পরিবহন বাসের কাউন্টার এর ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো যদি আপনারা সংগ্রহ করতে চান। তাহলে আমাদের নিচে বক্স থেকে নিতে পারেন। ঢাকা মহাখালী বাস স্ট্যান্ডে এর কাউন্টার রয়েছে।

নেত্রকোনা কাউন্টার ও ফোন নাম্বার

বাসটি নেত্রকোনা জেলার মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি বাস। কাউন্টার নাম্বার নিচে সংযোগ করা হলো আপনারা চাইলেই সংগ্রহ করে ফোন দিয়ে টিকিট সংগ্রহ করতে পারেন।

কাউন্টার নাম ও ঠিকানা কাউন্টার মোবাইল নাম্বার
নেত্রকোনা ফোনঃ ০১৭১৭-০৫৮১৫২

পরিশেষে বলা যায় নেত্র পরিবহন বাস্তু নেত্রকোনা বাসীদের জন্য একটি আরামদায়ক ও নিরাপদ। তাই আপনি যদি ঢাকা থেকে নেত্রকোনা রুটে বাস যেতে চান তাহলে নেত্র পরিবহনের বাসে চলাচল করবেন। আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *