Skip to content
Home » নিরালা সুপার সার্ভিস বাস [ ঢাকা টু টাঙ্গাইল] কাউন্টারের নাম্বার এবং সময়সূচী

নিরালা সুপার সার্ভিস বাস [ ঢাকা টু টাঙ্গাইল] কাউন্টারের নাম্বার এবং সময়সূচী

ঢাকা থেকে টাঙ্গাইল রুটের পুরাতন এবং সবচাইতে জনপ্রিয় একটি বাস অপারেটর নাম নিরালা সুপার সার্ভিস পরিবহন। যারা টাঙ্গাইলে জেলাতে বাস করেন। তা কমবেশি সবাই এ বাসে সম্পর্কে জানেন। কারণ এই বাসটি টাঙ্গাইল জেলার ভিতরে অনেক জনপ্রিয় একটি বাস।

তাই আজকে আমরা এই জনপ্রিয় কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের আজকের পোস্টে থাকবে নিরালা সুপার সার্ভিস পরিবহন বাসের সকল কাউন্টারে ঠিকানা।

নিরালা সুপার সার্ভিস পরিবহন বাসটি অনেক পুরনো হয় অনেক সুনামের সাথে যাত্রীদের সড়কপথে সেবা দিয়ে আসছে। বাসটিতে আধুনিক বাসগুলো সংযুক্ত রয়েছে। হিরনের সুপার সার্ভিস পরিবারগুলো ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানির বাস। তাদের মধ্যে অশোক লেল্যান্ড কিছু বাস রয়েছে। এছাড়াও TATA কোম্পানির বেশ কিছু মডেলের বাস রয়েছে।

নিরালা সুপার সার্ভিস পরিবহন বাসের রুট এর নাম

  • ঢাকা,
  • টঙ্গী,
  • গাজীপুর,
  • টাঙ্গাইল,

রোড গুলোতে নিরালা সুপার সার্ভিস পরিবহন চলাচল করে থাকে।

নিরালা সুপার সার্ভিস ঢাকা কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার

আপনি যদি ঢাকায় অবস্থান করে থাকেন এবং নিরালা সুপার সার্ভিস পরিবহনে টাঙ্গাইলে যেতে চান তাহলে আপনাকে মহাখালী বাস স্ট্যান্ড এ গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা আপনাদের সুবিধার জন্য কয়েকটি নাম্বার নিচে সংযুক্ত করছি।

মহাখালী কাউন্টার ঠিকানা

মহাখালী

ফোন: 01736836610

ফোন: 01913187629

ফোন: 01199801213

ফোন: 01712107093

নিরালা সুপার সার্ভিস টাঙ্গাইল কাউন্টার ঠিকানা

টাঙ্গাইল সদর টার্মিনাল থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে নিরালা সুপার সার্ভিস বাস গুলো ছেড়ে আসে। আপনাদের সুবিধার্থে টাঙ্গাইল কাউন্টারে ঠিকানা ও মোবাইল নম্বর গুলো নিচে সংযুক্ত করেছে।

টাঙ্গাইল কাউন্টার ঠিকানা

টাঙ্গাইল, সদর, টাঙ্গাইল

ফোন: 01740954737

ফোন: 01736220071

ফোন: 01712556320

ফোন: 01819979199

নিরালা সুপার সার্ভিস পরিবহন বাসের টিকিটের মূল্য

বর্তমান ডিজেলের মূল্য বাতিল হওয়ায় প্রত্যেকটি বাস তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে। নতুনপাড়া অনেকেই জানেন না। কিন্তু আমরা নীলা সুপার সার্ভিস পরিবহন ভাড়া সংযুক্ত করছি।

গন্তব্য ভাড়া
ঢাকা– মহাখালী 50 বিডিটি
ঢাকা-আজমপুর 50 বিডিটি
ঢাকা-আবদুল্লাহপুর 50 বিডিটি
ঢাকা-টাঙ্গাইল 150 বিডিটি

আশা করি আমাদের উপরের আলোচনা থেকে সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরেছেন। এছাড়াও আপনার আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *