অপ্পো এফ ২১ প্রো 5G স্মার্টফোন রিলিজ ডেট, দাম বাংলাদেশ ফুল ফিচার -Oppo F21 Pro 5G Smartphone Release Date, Price Bangladesh Full Features 2023

অপ্পো এফ ২১ প্রো 5G

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো OPPO F21 pro 5G ব্র্যান্ডের এই স্মার্টফোনটি নিয়ে । আশা করি আপনাদের সবার উপকারে আসবে । অপ্পো ফোনটির দাম জানার আগে আমরা আগে অপ্পো ফোনটি সম্পর্কে একটু জেনে আসি ।

২০০৪ সাল আনুষ্ঠানিকভাবে চালু করা হয় অপ্পো । ২০১৪ সালে মে মাসে OPPO Find 7 ফোনটি প্রথমবার লঞ্চ করে বিশ্বব্যাপী প্রকাশ করা হয় এবং ব্যাপক সাফল্য অর্জন করে। আবার ২০১৬ সালের অপ্পো স্মার্টফোনটি লঞ্চ করে। বিশ্বের সর্বাধিক মার্কেটপ্লেস বিক্রিত হয়ে এবং চীনে এক নম্বর ব্র্যান্ড স্মার্টফোন হিসেবে পরিণত পায়। তারপর থেকে আর ওকে পিছনে ফিরে তাকাতে হয়নি ।

২০২১ সালে বাংলাদেশের অপ্পো স্মার্টফোনটি অন্যতম জনপ্রিয় একটি ফোন হিসেবে রয়ে গেছে। বাংলাদেশের মার্কেটপ্লেস oppo স্মার্টফোন অনেক জনপ্রিয়তা লাভ করছে। অপ্পো মোবাইল ফোনে অনেকগুলা মডেল বের হয়েছে । অপ্পো ব্র্যান্ডের স্মার্ট ফোন গুলা একে অন্যের থেকে বেশি স্মার্ট এবং সুন্দর ডিজাইনের।

oppo স্মার্টফোনের ক্যামেরা রেজুলেশন অনেক অনেক ভালো যা অন্য স্মার্টফোন ক্যামেরাকে সহজে হার মানায়। অপ্পো স্মার্টফোনটিকে এক কথায় সেলফি এক্সপার্ট ফোনও বলা যেতে পারে। oppo মোবাইলের দাম বেশি নয় এবং ভাল সার্ভিস দেয়ার কারণে অল্প সময়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। oppo f21 pro 5g ব্র্যান্ডের এই স্মার্টফোনটি মার্কেটপ্লেসে দাম হল ৩৭,৯৯০ টাকা । oppo মোবাইল ফোনের আরো অনেক মডেল রয়েছে ।যেমন: oppo A16: ১৪,৯৯০ টাকা , oppo f21 pro:৩২,৯৯০ টাকা , oppo A76:২০,৯৯০-২২,৯৯০ টাকা । আরো অনেক রকমের ব্র্যান্ড রয়েছে আপনি চাইলে আমাদের পেজেই গিয়ে ভিজিট করে আসতে পারেন ।

অপ্পো এফ২১প্রো ৫জি এর স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে: ৬.৪৩ ইঞ্চি
  • প্রসেসর: ৬৯৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন
  • রোম: ৮ জিবি
  • স্টোরেজ: ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরা:৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা:১৬মেগাপিক্সেল
  • কালেক্টিভিটি: ৪জি এবং ৫জি
  • ব্যাটারি:৪৫০০মিলিএম্প
  • চার্জ: ৩৩ ওয়াট supervooc চার্জিং
  • Oppo f21 pro 5G এর দাম হলো: ৩৭,৯৯০ টাকা
Oppo-F21s-Pro
Oppo-F21s-Pro

 

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *