অভি ক্লাসিক পরিবহনের (Ovi Classic Paribahan) কাউন্টার নাম্বার, লোকেশন, রুটম্যাপ, ভাড়ার তালিকা ও সময়সূচী

অভি ক্লাসিক

অভি ক্লাসিক বাসটি ঢাকা থেকে সিরাজগঞ্জ রুটে চলাচল করে থাকে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এই বাসটি সিরাজগঞ্জ উদ্দেশ্যে যাত্রী নিয়ে নির্বিঘ্নে কিভাবে সড়ক পথে চলাচল করে থাকে। তাই আপনাদের সুবিধার্থে আমরা আজকে আমাদের ওয়েবসাইটে অভিক ল্যাসিক গাড়ির কাউন্টারে ঠিকানা, সময়সূচী, এবং বর্তমান টিকিটের ভাড়া তালিকাটি আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করতে যাচ্ছি।

এখনো যারা জানেননা অভি ক্লাসিক বাসের কাউন্টার এর ঠিকানা, অন্যান্য তথ্য তাদের জন্য আমাদের ওয়েবসাইটে আজকের এই পোষ্ট দিয়ে অভি ক্লাসিক বাসটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। অভি ক্লাসিক বাসটি দীর্ঘদিন ধরে বাস পরিষেবা দিয়ে চলে আসছে। শুধু তাই নয় এই বাসটি সিরাজের মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি বাস। বাসটি এসি নন এসি দুই ধরনের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। যেমন: তাদের বাস ইউনিটে যুক্ত রয়েছে, বেশকিছু হিনো 1j Ak জাপানি কোম্পানি বাস। এছাড়াও জাপানে আরেকটি কোম্পানি ISUZU মডেলের বেশ কিছু নন এসি এসি বাস। এছাড়াও ইন্ডিয়া কোম্পানি Ashok Leyland মডেলের বেশকিছু বাস তাদের বহরে যুক্ত হয়েছে।

অভি ক্লাসিক বাসের সময়সূচী

অভি ক্লাসিক বাসটি সকাল থেকে রাত বিভিন্ন সময়ে এসইও নয়ন এসি বাস ছেড়ে যায়। অবশ্যই আপনাকে তাদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এছাড়া এই পেজটিতে আপনি বলোনা করতে পারবেন না। আপনি জানলেন হয়তো খুশি হবেন অন্যান্যবার অপারেটর কি অভি ক্লাসিক বাস নিদৃষ্ট সময় তাদের গন্তব্য স্থল থেকে ছেড়ে যায়।

  • সকাল ৬.০০ মিরপুর টু এনায়েতপুর
  • সকাল ৬.৩০ মিরপুর টু সিরাজগঞ্জ
  • সকাল ৭.০০ মিরপুর টু সিরাজগঞ্জ
  • সকাল ৭.৩০ মিরপুর টু সিরাজগঞ্জ (এ/সি)
  • সকাল ৮.০০ মিরপুর টু সিরাজগঞ্জ
  • সকাল ৯.১৫ মিরপুর টু সিরাজগঞ্জ
  • সকাল ১০.১৫ মিরপুর টু সিরাজগঞ্জ
  • সকাল ১১.১৫ মিরপুর টু সিরাজগঞ্জ
  • দুপুর ১২.১৫ মিরপুর টু সিরাজগঞ্জ
  • দুপুর ১.১৫ মিরপুর টু সিরাজগঞ্জ
  • দুপুর ২.১৫ মিরপুর টু এনায়েতপুর
  • দুপুর ৩.০০ মিরপুর টু সিরাজগঞ্জ
  • দুপুর ৩.৩০ মিরপুর টু সিরাজগঞ্জ (এ/সি)
  • বিকাল ৪.১৫ মিরপুর টু সিরাজগঞ্জ
  • বিকাল ৫.১৫ মিরপুর টু সিরাজগঞ্জ
  • সন্ধ্যা ৬.০০ মিরপুর টু সিরাজগঞ্জ

অভি ক্লাসিক বাস নতুন ভাড়ার তালিকা

বিগত কয়েক বছর পর বাংলাদেশে ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায়। প্রত্যেকটি বাস তাদের টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে। সুতরাং আপনি যদি অভি ক্লাসিক বাসে ঢাকা থেকে সিরাজগঞ্জ রোড এর ভাড়া জানতে চান? তাহলে নিচের দেখে নিন।

  • ঢাকা টু সিরাজগঞ্জ নন এসি 400 ঢাকা।
  • ঢাকা টু সিরাজগঞ্জ এসি 600 টাকা।
  • ঢাকা টু এলেঙ্গা ননএসি 300টাকা।
  • ঢাকা টু এলেঙ্গা এসি 400 টাকা।

অভি ক্লাসিক পরিবহন কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার

আপনারা যারা ঢাকায় অবস্থান করছেন তারা খুব সহজেই, ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড অথবা মিরপুর ২ তাদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচল করতে পারবে। আপনাদের ভ্রমণে সুবিধার্থে আমরা নিচে অভি ক্লাসিক বাসের কাউন্টার এর ঠিকানা ও মোবাইল নাম্বার সংযুক্ত করছি।

ঢাকা জেলার কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার

কাউন্টার নাম ফোন
মিরপুর ২, বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা শহর ফোনঃ 01728-588543, 01715-114095.
টেকনিক্যাল মোড় কাউন্টার, ঢাকা জেলা শহর ফোনঃ 01715-155939.
বাইপাইল কাউন্টার, গাজীপুর জেলা ফোনঃ 01920-726582.
সায়দাবাদ বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা জেলা শহর ফোনঃ 01730-186207.
মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা জেলা শহর ফোনঃ 01199-122345.
আব্দুল্লাপুর বাস কাউন্টার, ঢাকা জেলা শহর ফোনঃ 01711-515776.

সিরাজগঞ্জ জেলার কাউন্টার ঠিকানা ও ফোন নাম্বার

কাউন্টার নাম ফোন
সিরাজগঞ্জ বাস টার্মিনাল কাউন্টার, সিরাজগঞ্জ জেলা শহর ফোনঃ 01715-114180.
কড্ডার মোড় কাউন্টার, সিরাজগঞ্জ জেলা ফোনঃ 01715-156268.
এনায়েতপুর বাস ষ্টেশন কাউন্টার, সিরাজগঞ্জ জেলা ফোনঃ 01728-588540.
বেতিল বাজার কাউন্টার, এনায়েতপুর, সিরাজগঞ্জ জেলা ফোনঃ 01728-588541.
বেলকুচি বাস টার্মিনাল কাউন্টার, সিরাজগঞ্জ জেলা ফোনঃ 01728-588542.

আশা করছি আমাদের উপরের আলোচনা থেকে আপনি অভি ক্লাসিক বাসটির সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন। আমাদের পোস্টটি যেটি তো আপনার অন্য কোন প্রশ্ন থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত দিতে। পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকি। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *