রবি এক্সপ্রেস বাস বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় একটি বাস। এ বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, দক্ষিণ বিভিন্ন রুটে যাত্রী সেবা দিয়ে আসছে। বাসটি প্রতিবছরই তাদের বহরে আকর্ষণীয় কিছু বাস যাত্রীদের উপর দিয়ে যাত্রীদের আকৃষ্ট করছে। সম্প্রতি সময়ে তারা বেশকিছু এসি স্লিপার বাস তাদের বহরে যুক্ত করেছে। এছাড়াও তাদের বহরে অসংখ্য নন এসি বাস রয়েছে।
সাম্প্রতিক সময়ে যে সিলিপার এসি বাস সংযুক্ত করেছে এটি মূলত ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করে থাকে। বাসটির আকর্ষণীয় দিক গুলো হচ্ছে। এই বাসটিতে আপনি যদি ভ্রমণ করে থাকেন তাহলে বুফে ফ্রিতে খাবার পেয়ে যাবেন। শুধু তাই নয় বাসটিতে আপনি ভ্রমণ করে অনেক আরামদায়ক ও বিলাসবহুল একটি ভ্রমণ ভাবেন। বাসটিতে নির্মিত হয়েছে ইন্ডিয়ান কোম্পানির অশোক লেল্যান্ড চেসিস এর উপর ভিত্তি করে।
এছাড়াও রবি এক্সপ্রেস বাসটির বহরে রয়েছে উন্নত মানের হন্ডাই কোম্পানির বাস। হিনো 1j ISUZU এসি নন এসি বাস। এ বাসগুলোতে ও যাত্রীদের জন্য অনেক রকমের সুযোগ সুবিধা দেয়া হয়।
রবি এক্সপ্রেস বাসের কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার
আপনারা যদি এই বাসটিতে ভ্রমণ করতে চান তাহলে বাসটির কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো জেনে নিবেন। মূলত ঢাকার আরামবাগ কমলাপুর রেলস্টেশনে থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।আপনাদের সুবিধার্থে আমরা রবি এক্সপ্রেস এর সকল কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার নিছে সংযুক্ত করছি।
ঢাকা অঞ্চল
আরামবাগ কাউন্টার অফিস, ঢাকা
ঢাকা ফোন: 01762-691341, 01762-691339।
ফকিরাপুল কাউন্টার অফিস, ঢাকা
ঢাকা ফোন: 01762691350,01762-691342।
পান্থপথ কাউন্টার অফিস, ঢাকা
ঢাকা ফোন: 01762-691364
কল্যাণপুর কাউন্টার অফিস, ঢাকা
ঢাকা ফোন: 01762-691353
চট্টগ্রাম রোড কাউন্টার অফিস, ঢাকা
ঢাকা ফোন: 01762-691343
চ্যাটোগ্রামের অঞ্চল
গরিব উল্লাহ শাহ মাজার গেট কাউন্টার অফিসের
ফোন ফোন: 01762-691345,01762-691360
রাঙ্গামাটি অঞ্চল
রিজার্ভ মার্কেট কাউন্টার অফিস,
ফোন: 01762-691354
অভিযোগ: 01711-204492
কক্সবাজার অঞ্চল
কক্সবাজার কাউন্টার অফিস,
ফোন: 01762-691348, 01762-691347
অভিযোগ: 01711-204492
কক্সবাজার ঝাউতলা কাউন্টার অফিস অফিস
: 01762-691349
চকরিয়া, কাউন্টার অফিস,
হারুনুর রশিদ
ফোন: 01985-650479, 01689-840531
টেকনাফ অঞ্চল
ওল্ড বাস স্ট্যান্ড কাউন্টার অফিস,
ফোন: 01762-691351
কমলার অঞ্চল ERS
কুমিল্লা কাউন্টার অফিস,
হোটেল তাজমহল
ফোন: 01762-691344
খাগড়াছড়ি অঞ্চল
কলেজ রোড নারকেল ব্যাগান
ফোন: 01762-691358, 01762-691381।
বান্দরবান অঞ্চল
বাস স্টেশন মসজিদ মার্কেট
ফোন: 01762-691356
কাপ্তাই অঞ্চল
কাপ্তাই কাউন্টার অফিস,
ফোন: 01762-691338
রবি এক্সপ্রেস বাসের টিকিটের মূল্য
আমরা বিভিন্ন জেলার উপর ভিত্তি করে রবি এক্সপ্রেস অফিশিয়াল ওয়েবসাইট এবং তাদের সঠিক তথ্যের উপর ভিত্তি করে এসি নন এসি বাস স্লিপার কোচ গুলোর নির্দিষ্ট ভাড়া আমরা আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করছি। আশাকরি রবি এক্সপ্রেস এর টিকিটের মূল্য গুলো আপনাদের সহায়তা করবে।
- ঢাকা-খাগড়াছড়ি- 1200/-
- ঢাকা-রাঙ্গামাটি- 1400/-
- ঢাকা-বান্দরবান- 1400/-
- ঢাকা-কক্সবাজার- 1600/-
- ঢাকা-কক্সবাজার- 1200/- (ইকোনমি ক্লাস)
- ঢাকা-কক্সবাজার- 1800/- (স্লিপার কোচ)
- ঢাকা-চট্টগ্রাম- 1000/-
- ঢাকা-চট্টগ্রাম- 700/- (ইকোনমি ক্লাস)
- ঢাকা-চট্টগ্রাম-1100/- (স্লিপার কোচ)
- ঢাকা-টেকনাফ- 2000/-
- ঢাকা-টেকনাফ- 1500/- (ইকোনমি ক্লাস)
- ঢাকা-গোপালগঞ্জ (মাওয়া)-900/-
- ঢাকা-খুলনা (মাওয়া)- 1000/-
- ঢাকা-খুলনা (ফেরি)- 1300/-
রবি এক্সপ্রেস বাসের অনলাইন টিকিট বুকিং
আপনারা যদি রবি এক্সপ্রেস বাসের অনলাইন টিকিট বুকিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে shohoz.com অ্যাপটি ডাউনলোড করে বাসের নাম এবং তারিখ দিয়ে অনলাইন টিকিট বুকিং করতে। এছাড়াও আরেকটি অ্যাপ রয়েছে সেটি থেকেও আপনি খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন bdbus.com।
সুতরাং পরিশেষে বলা যায় আমাদের উপরে আলোচনা থেকে আজকের এই আর্টিকেলটি আপনাদের রবি এক্সপ্রেস বাসটিতে ভ্রমণ করতে সহায়তা করবে।বাংলাদেশের ভিতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে কোন কিছু জানার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ।