Skip to content
Home » রবি নতুন সিম অফার 2023 (Robi New Sim offer)

রবি নতুন সিম অফার 2023 (Robi New Sim offer)

বর্তমানে বাংলাদেশের যেকোনো মানুষকে যদি বলা হয়,স্বল্পমূল্যে কোন সিম অপারেটর আকর্ষণীয় অফার দিয়ে থাকে। তাহলে সবার মুখ থেকে একটি কথাই বের হবে সেটি হলো রবি টেলিকম কোম্পানি। প্রফাইল 4G ইন্টারনেট ও বিভিন্ন স্বল্পমূল্যের ডাটা, টকটাইম,এসএমএস বিভিন্ন মেয়াদী অফার দিয়ে তাদের গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছে।

আপনি যদি রবি কাস্টমার হয়ে থাকেন তাহলে আজকের আমাদের এই পোস্টটিতে থাকবে রবি নতুন সিমের সকল অফার গুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা। তাই আকর্ষণীয় স্বল্পমূল্যে আপনি যদি অফার নিতে চান তাহলে আমাদের পোস্টটি সম্পূর্ণ দেখতে হবে।

রবি নতুন সিম অফার

আপনি যদি রবি নতুন সিম কিনে থাকেন তাহলে বিভিন্ন মূল্যে আপনি অফার এর মাধ্যমে ইন্টারনেট থেকে শুরু করে। টকটাইম, এসএমএস অফার গুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি রবি নতুন সিম কিনে থাকেন তা হলে তাৎক্ষণিক 42 টাকা রিচার্জে 2 জিবি ইন্টারনেট মেয়াদ সাত দিন পেয়ে যাবেন।

রবি নতুন সিম অফার সমূহ 2023

রবির নতুন সিমে বিভিন্ন রকমের অফার রয়েছে যেমন: মিনিট অফার, ইন্টারনেট, এসএমএস, এইগুলো বিভিন্ন মেয়াদে বিভিন্ন লিমিট অনুযায়ী অফার গুলো উপভোগ করতে পারবেন। এছাড়া আপনি নতুন সিমে পেয়ে যাবেন নতুন রিচার্জ করলেই অফার।

৪২ টাকা প্রথমবারই রিচার্জে পাবেন

  • ইনস্ট্যান্ট ২ জিপি ইন্টারনেট বোনাস
  • মেয়াদ থাকবে ৭ দিন
  • মূল অ্যাকাউন্টে থাকবে 34 টাকা ব্যালেন্স
  • রবি নতুন সিম সংযোগে ইন্টারনেট ও ফেসবুক

১ জিপি 4G ইন্টার্নেট প্যাকেজ পাবেন  + ১ জিবি ফেসবুক পাবেন 23 টাকায়

রবি টেলিকম অপারেটরদের কাস্টমারের জন্য এমন কিছু বোনাস অফার। দিয়েছে যা একজন গ্রাহকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি 42 টাকা রিচার্জ করেন। সাথে সাথে দুই জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। এর সাথে থাকবে 1GB ফেসবুক শুধু মাত্র 23 টাকা রিচার্জে। আমাদের ওয়েবসাইটে আমরা রবির প্রত্যেকটি অফারে নিয়ে। আলোচনা করে থাকি। রবির এরকম আরো অসংখ্য অফার রয়েছে। গুলো দেখতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

রবি নতুন সিমের অফার রবি প্রিপেইড সংযোগে অসংখ্য অফার বিস্তারিতঃ

  • রবির প্রধান অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে ডায়াল করুন *222#
  • বোনাস এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *222* 12#
  • ইন্টারনেট/ বোনাস ইন্টারনেট ব্যালেন্স স্ট্যাটাস পেতে শুধু *123*3*5# ডায়াল করুন।
  • ১০ সেকেন্ড পাল্‌স প্রযোজ্য
  • ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজে তাৎক্ষণিকভাবে প্যাকেজ বেছে নেয়ার সুবিধা

আশা করি আমাদের উপরের আলোচনা থেকে আপনি রবি নতুন সিমের অফার সম্পর্কে জানতে পেরেছেন। রবির অন্যান্য অফার যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *