সার্বিক পরিবহন এর সকল কাউন্টার যোগাযোগ নাম্বার, লোকেশন, রোড ম্যাপ ও টিকিট এর মূল্য

সার্বিক পরিবহন

সার্বিক পরিবহন বাস ঢাকা থেকে মাদারীপুর ও টাঙ্গাইল জেলার মানুষের কাছে অতি জনপ্রিয় ও বিলাসবহুল একটি বাসে। প্রতিদিন ঢাকা থেকে অনেক মানুষ এই পরিবহন টিতে যাতায়াত করে থাকে। তাই তাদের কথা চিন্তা করে আমরা আজকে আমাদের ওয়েবসাইটে সার্বিক পরিবহন বাসের কাউন্টার ঠিকানা ও বর্তমান টিকিটের মূল্য নিয়ে আলোচনা করব। অনেকেই আছেন যারা বর্তমান ডিজেলের মূল্যবৃদ্ধি হয় প্রত্যেকটি বাস টিকিটের মূল্য বাড়তি হয় আপনারা জানেন না।

তাই আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইটে আজকের সার্বিক পরিবহন বাসের ঢাকা থেকে মাদারীপুর ও ঢাকা থেকে টাঙ্গাইল বাসের টিকিটের মূল্য ও সময়সূচী আলোচনা করব। আসুন জেনে নেই সার্বিক পরিবহন বাসের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সম্পর্কে।

সার্বিক পরিবহন বাসটির মালিক সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান। প্রথমাবস্থায় ঢাকা থেকে মাদারীপুর সার্বিক পরিবহন বাস চলাচল করে থাকতো। কিন্তু বর্তমানে ঢাকা থেকে টাঙ্গাইল এসি বাসের মাধ্যমে উদ্বোধন করা হয়। তাদের বাস বহরে যুক্ত রয়েছে এসি নন এসি বাসের সুবিধা। এবং তাদের সবগুলো বাসেই জাপানের কোম্পানির তৈরি হিনো 1j দ্বারা তৈরি।

সার্বিক পরিবহন বাসের রুট এর নাম

সার্বিক পরিবহন বাসটি মূলত ঢাকা রাজধানী থেকে দুইটি জেলায় চলাচল করে থাকে। আমরা নিচে তাদের নাম যুক্ত করছি।

  • ঢাকা টু মাদারীপুর
  • ঢাকা টু টাঙ্গাইল

সার্বিক পরিবহন বাসের কাউন্টার এর ঠিকানা ও মোবাইল নাম্বার

কদমতলী কাউন্টার
ফেরী ০১৭৬৬-৪৬৭২৬৩
লঞ্চ
০১৭৬৬-৪৬৭২৬৪
সায়দাবাদ
০১৯২০-৯০৫৮৯৪
গাবতলি
০১৯১১-৭৭১৮৭৬
০১৭১২-৭০৬৭২২
নবিনগর
০১৭২৪-৮৪৬২৪৩
মাদারীপুর
শহর ০১৭৬৬-৪৬৭২৬১
নতুন স্ট্যান্ড ০১৭৬৬- ৪৬২৬২
মস্তফাপুর
০১৭২৫-১৩৩৫৭২
ঘটকচর
০১৭১৬-৪৫৫৪০২
০১৭২১-২৬২২৬৫
খাগদি
০১৭১৬-১১১১৫৭
০১৯১১-৯৪৭৮৬২
০১৯১২-৮৫২৮৩৫
সাধুরব্রীজ
০১৬৮০-৯৩৪০২০
০১৯৪৩-২৯০২০৭
রাজৈর
০১৭১৮-১৫৬৫৮
০১৭২৩৭৭৬৮৯৯
টেকেরহাট
০১৭৮৪-৭০৫৫৫৫
০১৭১৪-২৫৪৬৯৩

সার্বিক পরিবহন বাসের সময়সূচী

সার্বিক পরিবহন বাস টি রাজধানী ঢাকা থেকে সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করে থাকে। অর্থাৎ সকাল পাঁচটা দশ মিনিট থেকে কাউন্টার থেকে আপনি টিকিট সংগ্রহ করে রাত পর্যন্ত টিকিট সংগ্রহ করে বাসটিতে ভ্রমণ করতে পারবেন। আপনি যদি সকাল 5 টা 10 মিনিটে সার্বিক পরিবহন বাসটিতে মাদারীপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাহলে। মাদারীপুর নতুন বাস কাউন্টারে সকাল 10 টা 10 মিনিটে পৌঁছাতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য: সার্বিক পরিবহন বাস টি সকাল 5:10 মিনিট থেকে রাত 12:00 এসি নন এসি যে কোন বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন।

সার্বিক পরিবহন বাসের টিকিটের মূল্য

আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ায় প্রত্যেকটি বাস অপারেটর তাদের টিকিটের মূল্য বাড়িয়েছে। তাই সার্বিক পরিবহন বাসের আগের টিকিটের মূল্য হচ্ছে কিছু টাকা মূল্য বৃদ্ধি হয়েছে।

ঢাকা মাদারীপুর (মাওয়া) – ৩০০/- নন-এসি
🔸ঢাকা মাদারীপুর (গাবতলি) ৪৫০/- নন-এসি
🔹ঢাকা টাংগাইল (কল্যানপুর) – ৩৫০/- এসি
🔶 পূর্বের ভাড়া –
🔹ঢাকা মাদারীপুর (মাওয়া) – ২৫০/- নন-এসি
🔸ঢাকা মাদারীপুর (গাবতলি) – ৩৮০/- নন-এসি
🔹ঢাকা টাংগাইল (কল্যানপুর) – ৩০০ /- এসি

সার্বিক পরিবহন বাসের অনলাইন টিকিট বুকিং

সার্বিক পরিবহন এ আপনি যদি অনলাইন টিকিট বুকিং করতে চান। আপনাকে জানিয়ে রাখি তাদের shohoz.com অ্যাপ এ রেজিস্ট্রেশন করা আছে। তাই আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে shohoz.com অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে বাসের নাম ও গ্রহণের তারিখ দিয়ে সার্বিক পরিবহন বাসের অনলাইন টিকিট বুকিং করতে পারবেন।

  • অনলাইনে টিকিট করতে ভিজিট করুন : www.sarbickparibahan.com

পরিশেষে বলা যায় সার্বিক পরিবহন বাসটি অত্যন্ত নিরাপদ এবং বিলাসবহুল একটি বাস। তাই আশা করি আপনারা এই দুই রুটের কখনো যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই সার্বিক পরিবহন বাসের ভ্রমণ করবেন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *