Shohagh Prestige ডাবল ডেকার multiaxle Scania K48 কাউন্টার ঠিকানা, টিকিটের মূল্য,রোড ম্যাপ ও অন্যান্য তথ্য

Shohagh Prestige

বাংলাদেশের সবচেয়ে বর্তমানে এখন পর্যন্ত বিলাসবহুল আধুনিক বাস টির নাম হল Shohagh Prestige এই বাসটি একটি ডাবল ডেকার বাস। বাস্তি মূলত স্ক্যানিয়া ব্র্যান্ডের। বাসটি সম্পূর্ণ ইন্দোনেশিয়ান লাকসানা থেকে নির্মাণ করা হয়েছে। পরবর্তী সময়ে বাসটি শিপিং এর মাধ্যমে সোহাগ পরিবহন এর অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটর বাংলাদেশ নিয়ে আসে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এই বাসটি সবচেয়ে বিলাসবহুল ও আধুনিক বাস। আজকের আলোচনা থাকবে সোহাগের এই বাসটি সম্পর্কে।

Shohagh Prestige
Shohagh Prestige

সোহাগ পরিবহন তারা সব সময় চেয়েছে যাত্রীদের কিভাবে উন্নত মানের যাত্রা সার্ভিস দেয়া যায়। সে ক্ষেত্রে 2021 সালের প্রথম দিকে তারা 10 ইউনিট স্ক্যানিয়া ব্র্যান্ডের লাকসানা থেকে তৈরি স্ক্যানিয়া K48 মডেলের লাকসানা শেপের মাল্টি এক্সেল বাসগুলো। এ বাস গুলো মূলত ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করবে। ঢাকা থেকে চট্টগ্রাম চলাচল করলেও পরবর্তী সময়ে তাদের দুই ইউনিট বাস ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল করবে। তাই বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল এই বাসটি তে যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে নিচের কাউন্টার থেকে অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে।

সোহাগ পরিবহন ডাবল ডেকার এসি বাস কাউন্টার ঠিকানা

আপনি যদি সোহাগ পরিবহন এর ডাবল ডেকার মাল্টি এক্সেল বাসে যাত্রা করতে চান তাহলে আপনাকে সোহাগ পরিবহনের আরামবাগ কাউন্টার অথবা কলাপুর কাউন্টারে গিয়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। ভাই আপনাদের সুবিধার্থে আমরা সোহাগ পরিবহন মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস টির কাউন্টার ঠিকানা নিচে সংযুক্ত করছি।

ঢাকা জেলার কাউন্টার সমূহ

  • গাবতলি কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 01926-699348.
  • সায়দাবাদ কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোন: 01926-699367.
  • কল্যাণপুর কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 09606444777.
  • কমলাপুর কাউন্টার, ঢাকা জেলা শহর, ঠিকানা: 64/1 একটি হোটেল আল ফারুক, ফোন: 01926-696262.
  • জনপথ মোড় কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোন: 01926-699364.
  • চিটাগং রোড কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোন: 01926-699345.
  • বিশ্ব রোড কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোন: 01926-696165.
  • মালিবাগ কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 09606444777, 02-9344477, 01711-612433.
  • পান্থপথ কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 09606444777.
  • মধ্য বাড্ডা কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 09606444777.
  • ফকিরাপুল কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 09606444777.
  • আব্দুল্লাহপুর কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 02-8956345, 01711-624390.
  • সাভার কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 09606444777.
  • জংশন রোড কাউন্টার, ঢাকা জেলা শহর, 09606444777.
  • মহাখালী কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 01922-966169.
  • সাইনবোর্ড কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 01926-699351.

চট্টগ্রাম জেলার কাউন্টার সমূহ

  • দামপাড়া কাউন্টার, 34 জাকির হোসেন রোড, গরিবউল্লাহ শাহ মাজার, ফোন: 031-616520,01711-798344, 01926-699355.
  • মীরেরসরাই কাউন্টার, চট্টগ্রাম জেলা, ফোন: 01711351262.
  • একে খান গেট কাউন্টার, একে খান গেট, চট্টগ্রাম জেলা শহর, ফোন: 01926-699347.
  • সীতাকুণ্ড কাউন্টার, চট্টগ্রাম জেলা, ফোন: 01819323183.

কক্সবাজার জেলার কাউন্টার সমূহ

  • কলাতলি কাউন্টার, কোলাতলী রোড, হোটেল সিপলস, কক্সবাজার জেলা শহর, ফোন: 01926-699354.
  • ঝাউতলা কাউন্টার, ঝাউতলা মেইন রোড, কক্সবাজার জেলা শহর, ফোন: 01926-699255.
সোহাগ পরিবহন ডাবল ডেকার multiaxle Scania K48 বাসের টিকিটের মূল্য

সোহাগ পরিবহন স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাসগুলোর সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করবে। তাই আপনাদের সুবিধার্থে আমরা সোহাগ পরিবহন স্ক্যানিয়া multi-scale বাসগুলোর ভাড়া নিচে সংযুক্ত করছি।

  • ঢাকা টু চট্টগ্রাম 1200 টাকা
  • ঢাকা টু চট্টগ্রাম( স্লিপার) 1500 টাকা
  • ঢাকা টু কক্সবাজার 1500 টাকা
  • ঢাকা টু কক্সবাজার (স্লিপার) 2000 টাকা

পরিশেষে বলা যায় সোহাগ পরিবহনের এই বিলাসবহুল বাসটিতে আপনারা যাত্রা করে অবশ্যই আরামদায়ক ও নিরাপদ একটি যাত্রা নিশ্চয়তা করতে পারবেন। কারণ বাংলাদেশের বাসের জগতের সবচেয়ে বিলাসবহুল এবং আধুনিক বাসগুলো সোহাগ পরিবহনের বহরে যুক্ত রয়েছে। তাই আমরা আশা করি আপনারা পরবর্তী সময়ে যদি এই রুটগুলোতে চলাচল করে থাকেন তাহলে অবশ্যই সোহাগের স্ক্যানিয়া ডাবল ডেকার multi-scale বাসটিতে ভ্রমণ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *