সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী 2023 টিকিটের মূল্য, অফ ডে, ট্রেনের তালিকা এবং ট্রেন ট্র্যাকার

সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী

বাংলাদেশের বাণিজ্যিক রেলপথ ও পর্যটন গুরুত্বপূর্ণ রেলপথ হচ্ছে সিলেট টু চট্টগ্রাম। এই রুটে অনেক মানুষ প্রতিদিন সড়কপথে কিংবা রেলপথে যাত্রা করে থাকেন। আজকে আমরা হাজির হয়েছি চট্টগ্রাম থেকে সিলেট রেল পথে যেসব ট্রেন মেইল এক্সপ্রেস চলাচল করে থাকে সেসব ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য নিয়ে।

আমাদের নিবন্ধিত এই পোস্ট থেকে জানতে পারবেন আজকে চট্রোগ্রাম যাতায়াতকারী সকল মেইল এক্সপ্রেস ট্রেন গুলোর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আসুন দেখে নেয়া যাক। সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য নিয়ে।

চট্টগ্রাম থেকে সিলেট ট্রেনের সময়সূচী 2023

আপনাকে জানিয়ে রাখি চট্টগ্রাম থেকে সিলেটের ট্রেন রুতে মোট তিনটি এমাইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে থাকে। প্রত্যেকটি ট্রেনের ভিন্ন সময়সূচী হওয়ার কারণে, ভিন্ন সময়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে। এজন্য অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনাকে অবগত হতে হবে।

TRAIN NO TRAIN NAME DEPARTURE TIME (CTG) ARRIVAL TIME(SYLHET) OFF DAY
719 Paharika Express 09:00 17:50 Monday
723 Uddayan Express 21:45 06:20 Saturday
13 Jalalabad express 19:30 11:00 No Off Day

চট্টগ্রাম থেকে সিলেট ট্রেনের টিকেটের মূল্য 2022

চট্টগ্রাম থেকে আপনি যদি ট্রেনে সিলেটের উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন তাহলে কয়েকটি শ্রেণীবিন্যাসে আপনারা ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এগুলো আমরা পর্যায়ক্রমে নিচে ট্রেনের টিকিটের মূল্য গুলি সংযুক্ত করছি। আপনাকে জানিয়ে দেখি বাংলাদেশ রেলওয়ে 15 পারসেন্ট ভ্যাট সহকারে টিকিটের মূল্য নির্ধারিত করা হয়।

  • AC (Berth) – 1190 BDT
  • AC (Seat) – 790 BDT
  • 1st Class (Barth) -700 BDT
  • 1st Class Seat – 460 BDT
  • Snigdha – 660 BDT
  • S. Chair – 345 BDT
  • Shuvon – 300 BDT
  • Shulov – 175 BD

চট্টগ্রাম থেকে সিলেট  অনলাইনে ট্রেনের টিকিট কিভাবে করব?

বর্তমানে অনলাইন এ জগতে ডিজিটাল পদ্ধতিতে, আপনি চাইলে যেকোন ট্রেনের অনলাইনে সংগ্রহ করতে। এজন্য ই-সেবা মানুষের এল এর অফিসিয়াল ওয়েবসাইট একটি অনলাইন টিকিট পোর্টাল রয়েছে সেখান থেকে আপনি ঠিকই সংসার করতে পারেন। এছাড়া বিডি রেল নামক একটি অ্যাপ রয়েছে সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা টিকিট সংগ্রহ করতে হয়

আশাকরি আমাদের আজকের আর্টিকেলটি আপনার চট্টগ্রাম থেকে সিলেটের ট্রেনের ভ্রমণ করার জন্য সহায়তা করবে। বাংলাদেশের যে কোন ট্রেন সম্পর্কে জানতে চাইলে আমাদের ওয়েবসাইটটি এখনি ভিজিট করতে পারেন। কারণ আমরা বাংলাদেশের সফটওয়্যার নিয়ে আমাদের ওয়েবসাইটের আর্টিকেল লিখে থাকি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *