টাঙ্গাইল টু সিলেট বাস কাউন্টার নাম্বার এবং ভাড়া

টাঙ্গাইল টু সিলেট বাস

আজ আমরা ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার জনপ্রিয় রুট টাংগাইল টু সিলেট বাসের সকল কাউন্টার ঠিকানা মোবাইল নাম্বার আমরা আমাদের ওয়েবসাইটের সংযুক্ত করব। আপনি যদি ঢাকা টু সিলেট ভ্রমণ করতে চান তাহলে টাঙ্গাইল থেকে দুটি বাসে আপনি ভ্রমণ করতে পারবেন।

আজকের পোষ্টে আমরা টাংগাইল টু সিলেট যে দুইটি বাস রুটে চলাচল করে সে দুটি বাসের কাউন্টার এর নাম্বার ও ঠিকানা পর্যায়ক্রমে সংযুক্ত করব। সিলেট যেহেতু পর্যটন এলাকা সেহেতু অনেক মানুষ ভ্রমণ করে। এই ভ্রমণ কেয়ার ও আনন্দকর করার জন্য দুইটি বাস সরাসরি টাঙ্গাইল থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে থাকে।

বাস দুইটি অত্যাধুনিক বিলাসবহুল এবং নিরাপদ বাস। উন্নত মানের শীত কোয়ালিটি থেকে শুরু করে ছাত্রীদের জন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। এছাড়াও তাদের এসি নন এসি বাসের সুযোগ-সুবিধা রয়েছে। আসুন জেনে নেই টাংগাইল টু সিলেট বাসের তালিকা গুলি।

টাঙ্গাইল টু সিলেট বাসের তালিকা

টাঙ্গাইল থেকে সিলেট বাস দুটি চলাচল করে থাকে সে বাস দুটি নিচে দেয়া হল। উল্লেখ্য দুটি বাসি ননএসি ‌

১. শাহাজালাল পরিবহন
২. এ্যপোলো পরিবহন

টাঙ্গাইল টু সিলেট বাস কাউন্টার নাম্বার এবং বাস ছাড়ার সময়

টাঙ্গাইল থেকে প্রতিদিন সন্ধ্যা একই সময় দুটি বাস ছেড়ে যায়। সাধারণত দুইটি বাস সন্ধ্যা 7 টা 30 মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। আপনারা যারা জানেননা কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার তানিস থেকে দেখে নিতে পারেন।

কাউন্টার নাম্বারসমূহ

শাহাজালাল পরিবহণঃ
নতুন বাস টার্মিনাল, টাঙ্গাইলঃ 01981-440950,01672-767487
কদমতলী বাস টার্মিনাল, সিলেটঃ 01981-440980
জাফলং কাউন্টার, সিলেটঃ 01918-440970

এ্যাপোলো পরিবহণঃ
টাঙ্গাইলঃ 01711-473576,01714-612375
জাফলংঃ 01789-370010
সিলেটঃ 01737-656926
শায়েস্তাগঞ্জঃ 01736-191893

বটেশ্বরঃ 01747-514628

টাঙ্গাইল টু সিলেট বাস ভাড়া

যৌতুক এই দুটি বাসে ননএসি ক্যাটাগরির বাস। তাই তুলনামূলক এই বাসের ভাড়া অনেকটাই কম। টাংগাইল টু সিলেট বাসের ভাড়া 600 টাকা করে নির্ধারিত করা হয়েছে।

টাঙ্গাইল টু সিলেট গাড়ি নিয়মাবলী:

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
  • অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা.

গাড়ির বৈশিষ্ট্য

গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং. পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির. গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের.

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *