তুবা লাইন পরিবহন বাসের সকল কাউন্টার ফোন নাম্বার, লোকেশন ও অন্যান্য তথ্য

তুবা লাইন পরিবহন বাংলাদেশের লাক্সজারি, আধুনিক ও বিলাসবহুল বাস অপারেটরের মধ্যে অন্যতম। সাধারণত তুবা লাইন পরিবহন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও কাপ্তাই জেলাতে সরাসরি যাত্রী সার্ভিস দিয়ে আসছে। তাই আজকে আমরা তুবা লাইন পরিবহন সম্পর্কে আপনাদের খুঁটিনাটি তথ্য তুলে ধরব।

বাংলাদেশের মধ্যে যেসব বাস অপারেটর বিলাসবহুল বাস গুলো রয়েছে। তাদের মধ্যে তুবা লাইন পরিবহন অন্যতম। তাদের বহরে এসি, ননএসি, ও স্লিপার বাসের সুযোগ-সুবিধা রয়েছে। শুধু তাই নয় তাদের বাস ইউনিটে যুক্ত রয়েছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের বাসগুলো। সম্প্রতি সময়ে চায়নার কম্পানি Ankai এই বাসগুলো অত্যাধুনিক আধুনিক এবং বিলাসবহুল বাস। তুবা লাইন এর পরিবহন বাস গুলো দেখতে অসাধারন এবং চমৎকার দেখায়। ঢাকা-চট্টগ্রাম রোডে তাদের সিলিপার বাসগুলো যুক্ত রয়েছে।

তুবা লাইন পরিবহন বাসের কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার

বাংলাদেশের সবচেয়ে luxurious বাসে ভ্রমন করতে চান তাহলে আপনাকে অবশ্যই তাদের কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তাই আমরা তুবা লাইন পরিবহন বাংলাদেশের ঢাকার সহজে জেলাগুলোতে চলাচল করে থাকে আমরা তার সবগুলো কাউন্টার ঠিকানা ও মোবাইল নাম্বার গুলো সংযুক্ত করছি।

ঢাকা কাউন্টার

  • কলাবাগান
  • ফোনঃ 01876-005654
  • ফকিরাপুল
  • ফোনঃ 01876-005652
  • আরামবাগ
  • ফোনঃ 01876-005653
  • কমলাপুর
  • ফোনঃ 01876-005691
  • সায়দাবাদ
  • ফোনঃ 01876-005687
  • চিটাগং রোড
  • ফোনঃ 01876-005657
  • আব্দুল্লাহপুর
  • ফোনঃ 01876-005675

চট্টগ্রাম কাউন্টার

  • চট্টগ্রাম কাউন্টার
  • ফোনঃ 01751-175735, 01876-00566

কক্সবাজার কাউন্টার

  • সুগন্ধা কাউন্টার
  • ফোনঃ ০১৮১৮-৪০১৬২৬, ০১৮৭৬-০০৫৬৬৫
  • কোর্টবাজার
  • ফোনঃ 01876-005667

চকরিয়া কাউন্টার

  • চিরিঙ্গা
  • ফোনঃ 01681-840531, 01985-650479
  • চকরিয়া, পুরাতন এস আলম কাউন্টার
  • হারুনুর রশিদ
  • ফোনঃ 01985-650479, 01689-840531
টেকনাফ কাউন্টার
  • টেকনাফ কাউন্টার\
  • ফোনঃ 01876-005670
  • হ্নিলা অফিস
  • ফোনঃ 01876-005669
  • উখিয়া অফিস
  • ফোনঃ 01876-005668
বান্দরবান কাউন্টার
  • বান্দরবান
  • ফোনঃ 01876-005664
কাপ্তায় কাউন্টার
  • কাপ্তাই
  • ফোনঃ 01876-005661

তুবা লাইন পরিবহন বাসের রুট সমূহ

তুবা লাইন পরিবহন বাসটি সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম,কক্সবাজার, ও কাপ্তাই জেলাগুলোতে চলাচল করে থাকে তারপর আপনাদের সুবিধার্থে নিচে সংযুক্ত করা হলো রুট সমূহের নাম।

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • কক্সবাজার
  • বান্দরবান
  • টেকনাফ
  • কাপ্তাই

তুবা লাইন পরিবহন বাসের অনলাইন টিকিট বুকিং

আপনি যদি ঘরে বসে তুবা লাইন পরিবহন বাসের টিকিট সংগ্রহ করতে চান। তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে shohoz.com এই অ্যাপ্লিকেশনটি ফোনে ইন্সটল করতে হবে। তারপর বাসটির নাম ও গ্রুপ মানে তারিখ দিয়ে আপনার পছন্দমত বাসে সিট সিলেক্ট করুন। পরবর্তী সময় আপনাকে একটি ডকুমেন্ট দেওয়া হবে এটি অবশ্যই বের করে নিবেন যাতে পাঁচটি ভ্রমণের সময় সুপারভাইজার আপনার এই কাগজটি চাইবে।

পরিশেষে বলা যায় আমাদের উপরের আলোচনা থেকে আপনি তুবা লাইন পরিবহন সম্পর্কে জানতে পেরেছেন। বাংলাদেশের যেকোনো বার সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। এছাড়াও তুবা লাইন সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button