Skip to content
Home » ভিভো ভি ২৩ ৫জি স্মার্টফোনের রিলিজ ডেট, বাংলাদেশ প্রাইস, ফুল স্পেসিফিকেশন-Vivo V23 5G Smartphone Release Date, Bangladesh Price, Full Specifications

ভিভো ভি ২৩ ৫জি স্মার্টফোনের রিলিজ ডেট, বাংলাদেশ প্রাইস, ফুল স্পেসিফিকেশন-Vivo V23 5G Smartphone Release Date, Bangladesh Price, Full Specifications

আসসালামু আলাইকুম বন্ধুরা।আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আজকে এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিভো ফোনের দাম এবং সার্ভিস কেমন দিবে। আসুন বন্ধুরা তাহলে আর বেশি দেরি না করে আমরা চলে যাই কোন ব্র্যান্ডের স্মার্টফোন মার্কেটপ্লেসে খুবই জনপ্রিয়। আশা করি আর আপনাদের উপকারে আসবে।

বর্তমানে মোবাইল কোম্পানি একটি জনপ্রিয় ব্র্যান্ড হলো ভিভো। vivo ফোন গুলো দেখতে যেমন স্টাইলিশ কোয়ালিটি তেমন ভালো। এবং আপনার প্রাইজ যেমন ঠিক তেমন অ্যামাউন্ট এর মধ্যে ফোনটি নিতে পারেন এই ব্র্যান্ডের ফোনটি মূল্য খুব বেশি না আবার সার্ভিস খুব ভালো হওয়ার কারণে খুব অল্প সময়ে মার্কেট প্লেস টা খুব বেশি জনপ্রিয়তা লাভ করছে এই ভিভো ব্র্যান্ড এর প্রত্যেকটি ফোন । আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই Vivo V23 5G ফোনের বাংলাদেশি দাম কত এবং সার্ভিস কেমন দিবে।

ভিভো ভি ২৩ ৫জি স্মার্টফোনের রিলিজ ডেট

বর্তমানে ভিভো ব্র্যান্ডের ফোন গুলোর ডিজাইনগুলো অনেক বেশি স্টাইলিশ হওয়ার কারণে ছোট বড় সবার কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে।এক কথায় বলা যায় মার্কেটপ্লেস আকর্ষণীয় ব্র্যান্ড হলো vivo। vivo ব্র্যান্ডের সব ফোন গুলোর মত এই ফোনটিতেও রয়েছে আকর্ষণীয় ক্যামেরা ফিচার। বিশেষ করে ভিভো ফ্রন্ট ক্যামেরা গুলো বেশি আকর্ষণীয় এবং জোরদার করেছে ফোনটিতে। এই ভিভো ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা বিশিষ্ট ফ্রন্ট ক্যামেরা এবং এলইডি লাইটও থাকছে এই মডেলের ফোন দিতে।

ভিভো ভি ২৩ ৫জি স্মার্টফোনের বাংলাদেশ প্রাইস

বাংলাদেশ দেশের মার্কেটপ্লেসে এই ফোনগুলো আপনারা পাবেন ৩৯,৯৯৯ টাকার মধ্যে পাচ্ছেন।

vivo v23 5G এর স্পেসিফিকেশন হলো:

  • ডিসপ্লে:৬.৪৪ ইঞ্চি ,
  • প্রসেসর:৯২০ মিডিয়াটেক ডাইমেনসিটি,
  • রোম:৮ জিবি ,
  • স্টোরেজ:১২৮ জিবি
  • মেইন , ক্যামেরান:৬৪মেগাপিক্সেল
  •  ফ্রন্ট ক্যামেরা:৫০মেকাপিক্সেল ডুয়েল ক্যামেরা
  •  কালেক্টিভিটি: ৩জি ৪জি এবং ৫জি ,
  • ব্যাটারি: ৪৪ মিলিএম্প ,
  • চার্জ:৪৪ ওয়াটফাস্ট চার্জিং ।
Vivo V23 5G Smartphone Release Date

Vivo V23 5G Smartphone Release Date

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *