জিপির (গ্রামীণফোন )সকল সার্ভিস বন্ধ করার কোড 2024

GP

প্রিয় গ্রামীণফোন গ্রাহক আপনারা অনেক সময় গ্রামীণফোন অথবা জিপি সিমের অনেক সার্ভিস একটিভ করে থাকেন। পরবর্তীতে এই সার্ভিস গুলো আপনাদের প্রযোজ্য চার্জ কেটে নেয় এক্ষেত্রে আপনার অনেক বিভ্রান্তি করে থাকেন। আপনারা জানেন না এই সার্ভিস গুলো কিভাবে অফ করতে হয় তাই অনেক সময় দেখা যায় কাস্টমার কেয়ারে ফোন দিতে হয়। তাই আজকে আপনাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে গ্রামীণফোন সকল সার্ভিস বন্ধ করার কয়েকটি কোড রয়েছে এই কোডগুলো আমরা আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করব।

আপনি যদি জিপির যে কোন সার্ভিস এক্টিভেট করেন তাহলে আপনাকে নির্দিষ্ট পরিমাণের মাসিক কিংবা সাপ্তাহিক একটি চার্জ আপনার জন্য ধার্য করা হয় সেটি আপনার মূল একাউন্ট থেকে কেটে নেওয়া হয়। অনেক সময় আপনারা বুঝতেই পারেন না যে কী কারণে আপনার মূল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়। তাই আপনি যদি গ্রামীণফোন গ্রাহক হয়ে থাকেন এবং আপনার এই সমস্যাটি থাকলে আমাদের ওয়েবসাইটের তথ্য অনুসারে আপনার ফোনের কোড গুলো ডায়াল করুন এবং সব রকমের অফার গুলো বন্ধ করুন।

জিপির সকল সার্ভিস সমূহ:

জিপির প্রাথমিকভাবে যে সার্ভিস গুলো রয়েছে অর্থাৎ যেগুলো আপনার ফোনে এক্টিভেট করলে আপনার মূল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে সে সার্ভিসগুলো নিচে আমরা সংযুক্ত করছি। আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। এছাড়া অফারগুলো আপনি চাইলে এক্টিভেট করতে পারবেন।

  • ওয়েলকাম টোন
  • কল ব্লক
  • নিউজ স্পর্টস
  • রেডিও
  • আরো অনেক কিছু

জিপির সকল অপারেটরের সেবা বন্ধ করার উপায়

আপনি যদি কোড ছাড়াই জিপি সিমের সকল সেবা বন্ধ করতে চান। তাহলে তাদের কাস্টমারের সাথে কথা বলেও সকল সার্ভিস গুলো বন্ধ করতে পারেন। এছাড়াও আমাদের নিচে তথ্য অনুসারে ফোনে টাইপ করে তারপর নির্দিষ্ট নাম্বারে এসএমএস দিয়ে এগুলো অফ করতে পারেন।

  • আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে
  • টাইপ করুন “সমস্ত বন্ধ করুন”
  • পাঠিয়ে দিন ২৩৩২ নাম্বারে
  • অপারেশনের সেবা বন্ধ হলে জিপি আপনাকে মেসেজে জানিয়ে দিবে

জিপির সকল অপারেটরের সেবা বন্ধ করার কোড সমূহ:

এবার আপনাদের সাথে আলোচনা করবো কোড দিয়ে কিভাবে গ্রামীনফোনের সকল সার্ভিস বন্ধ করবেন। আমরা পর্যায়ক্রমে গ্রামীণফোনের সমস্ত যে সেবা গুলো রয়েছে সেগুলো অফ করার জন্য যেসব কোড ব্যবহৃত হয় সকল কোড আমাদের ওয়েবসাইটে নিচে সংযুক্ত করছি দয়া করে দেখে নিবেন।

  • গ্রামীণফোন থেকে ওয়েলকাম টিউন বন্ধ করার নিয়মঃ “STOP” টাইপ করুন এবং পাঠিয়ে দেন ৪০০০ নাম্বারে।
  • ইন্টারনেট সার্ভিস বাতিল করার জন্য ডায়াল করুন *৫০০*৪#
  • ফেসবুক সেবা বন্ধ করতে টাইপ করুন,” STOP” লিখে ৩২৬৬৫ নাম্বারে এসএমএস পাঠান।
  • ফেসবুক আনসাবস্ক্রাইব করার জন্য ডায়াল করুন *৩২৫*২২#
  • মোবাইল টুইটারিং সেবা থেকে আনসাবস্ক্রাইব জন্য, “STOP” লিখে ৯৫৯৪ নাম্বারে পাঠান দিন।
  • কল ব্লক সেবা বন্ধ করার জন্য, “STOP CB” লিখে ৫৬৭৮ নাম্বারে পাঠান।
  • মিসড কল সতর্কতা সেবা বন্ধ করার জন্য, “STOP McA” লিখে ৬২২২ নাম্বারে পাঠান।
  • ক্রিকেট নিউজ সেবা বন্ধ করার জন্য, “STOP Cric” লিখে  ২০০২ নাম্বারে পাঠান।
  • খেলাধুলা নিউজ সেবা বন্ধ করার জন্য, “STOP SN” লিখে ২০০২ নাম্বারে পাঠান।
  • মোবাইল ব্যাকআপ সেবা বন্ধ করার জন্য, “STOP MB” লিখে ৬০০০ নাম্বারে পাঠান।
  • বাডি ট্র্যাকার সেবা বন্ধ করার জন্য, “STOP MB” লিখে ৩০২০ নাম্বারে পাঠান।
  • মিউজিক নিউজ সেবা বন্ধ করার জন্য, “STOP DB” লিখে ৪০০১ নাম্বারে পাঠান।
  • ভয়েস চ্যাট সেবা বন্ধ করার জন্য ২৮২৮ ডায়াল করে ৮ প্রেস করুন।
  • বিনোদন বক্স সেবা বন্ধ করার জন্য, “STOP” লিখে ১২৩৪ নাম্বারে পাঠান।
  • ইবিল সেবা বন্ধ করার জন্য, “Ebill cancel” লিখে ২০০০ নাম্বারে পাঠান।
  • জব নিউজ সেবা বন্ধ করার জন্য, “STOP<space>JOBCATEGORY” লিখে ৩০০৩ নাম্বারে পাঠান।
  • নামাজের সময়কালীন সেবা বন্ধ করার জন্য, “STOP” লিখে ২২০০ নাম্বারে পাঠান।
  • হাদীস শরীফ সম্পকে সেবা বন্ধ করার জন্য, “STOP H” লিখে ২২০০ নাম্বারে পাঠান।

সুতরাং আশা করছি আমাদের ওয়েবসাইটের এই কোডগুলো দিয়ে আপনার গ্রামীনফোনের সকল সার্ভিস বন্ধ হবে। এছাড়া যদি আপনার সিমের জটিল কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রামীণফোন কাস্টমার কেয়ার ১২১ অথবা তাদের নিকট অবস্থান করে যে সমস্যা সমাধান করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *