ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী 2023- টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া ও ছুটির দিন

ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী

আপনি কি ঢাকা থেকে শ্রীমঙ্গল চায়ের দেশ ট্রেনের সময়সূচী টিকিটের মূল্য সম্পর্কে জানতে ইন্টারনেটে অনুসন্ধান করছেন?? তাহলে আমি বলব আপনি খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে ঢাকা টু শ্রীমঙ্গল সকল-ট্রেনের-সময়সূচি সম্পর্কে জেনে নিতে পারেন। শ্রীমঙ্গল হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর। তাই প্রতিদিন মানুষ অনেক পর্যটন শ্রীমঙ্গলে ভ্রমণ করে থাকেন। ট্রেন ভ্রমণ মূলত অনেক আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ। তাই ট্রেন ভ্রমণ চাহিদাও অনেক বেশি।

ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শ্রীমঙ্গলে চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেনগুলো আধুনিক এবং সকল সুযোগ-সুবিধা দিয়ে পরিপূর্ণ। এই ট্রেনগুলোতে ভ্রমণ করার সময় আপনার একটি আরামদায়ক ও বিলাসবহুল অনুভূতি চলে আসবে।

ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী:

মূলত আমরা সবাই জানি ঢাকা থেকে শ্রীমঙ্গল রেলপথের দূরত্ব প্রায় 185 কিলোমিটার। তাই এই দীর্ঘ পথে ট্রেনে যাতায়াত করার সবচাইতে নিরাপদ এবং আরামদায়ক। এছাড়াও সড়কপথের চেয়ে ট্রেনে টিকিটের মূল্য অনেকটাই সাশ্রয়ী মূল্যে দেয়া হয়। কারন বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত করা হয়। সুতরাং আপনারা কম টাকায় নিরাপদ এবং বিলাসবহুল যাত্রা করতে পারবেন। ঢাকা টু শ্রীমঙ্গল কয়েকটি ট্রেনের মধ্যে অন্যতম ট্রেন গুলো হল, পারাবত এক্সপ্রেস ট্রেনের নাম্বার (709) , জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নাম্বার (717), উপবন এক্সপ্রেস ট্রেনের নাম্বার (739), এবং সর্বশেষ কলনি এক্সপ্রেস ট্রেনের নাম্বার (773) এই ট্রেনগুলোর ছুটির দিন এবং সময়সূচী বক্সের ভিতরে যুক্ত করা হলো।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
পারাবত এক্সপ্রেস (৭০৯) মঙ্গলবার ০৬ঃ২০ ১০ঃ৩০
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) নাই ১১ঃ৫৫ ১৬ঃ১০
উপবন এক্সপ্রেস (৭৩৯) বুধবার ২০ঃ৩০ ০১ঃ২৭
কালনী এক্সপ্রেস (৭৭৩) শুক্রবার ১৬ঃ০০ ১৮ঃ৫৭

ঢাকা টু শ্রীমঙ্গল টিকিটের মূল্য (ভাড়া):

যেহেতু এই ট্রেনগুলো আন্তঃনগর একটি ট্রেন, এই ট্রেনগুলোর আসুন ক্যাটাগরির উপর টিকিটের মূল্য নির্ধারিত করা হয়। এখানে এসি নন এসি কেবিন, শোভন, শোভন চেয়ার, প্রথম সিট, সকল সুযোগ সুবিধা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের টিকিটের মূল্য গুলো।

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ২৬৫ টাকা
শোভন চেয়ার ৩২০ টাকা
প্রথম সিট ৪২৫ টাকা
প্রথম বার্থ ৬৪০ টাকা
স্নিগ্ধা ৬১০ টাকা
এসি সিট ৭৩৬ টাকা
এসি বার্থ ১০৯৯ টাকা

উপরের আলোচনা থেকে আশা করি আপনাদের ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য সম্পর্কে জানাতে পেরেছি। এছাড়া আপনাদের ব্যক্তিগতভাবে কোন মতামত থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *