প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবন্টন ও সিলেবাস 2023

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবন্টন

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা জারা মান বন্টন এবং সিলেবাস নিয়ে জানতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে সংক্ষিপ্ত টিপস দিতে পারেন। আমরা মূলত প্রাইমারি শিক্ষানীয় বিষয় ভিত্তিক মানবন্তন এছাড়াও পরীক্ষার পদ্ধতি এবং বাংলা, গণিত কিছু সাধারন আপনাদের টিপস দিব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে।
তাই আমি আপনাদের সাথে আছি প্রথম থেকে শেষ পর্যন্ত। বর্তমানে প্রাইমারি জব সোনার হরিণের মতো হয়ে গেছে। সবাই চায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে। কিন্তু কিছু কৌশল অবলম্বন করলেই প্রাইমারি শিক্ষক পরীক্ষা অনেকটা সহজ হয়ে যায়।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন

প্রাথমিকভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক যে মানবনটন থাকে সেটি আমরা সকল মাধ্যমে আপনাদের বোঝার স্বার্থে নিচে সংযুক্ত করছি। বক্সের ভিতরে প্রাইমারি শিক্ষক পরীক্ষার সিলেবাস মানবণ্টন দেওয়া হয়েছে।
বাংলা -২০ বাংলা সাহিত্য- ৩
বাংলা ব্যাকরণ -১৭
গনিত- ২০ পাটিগনিত – ৮/৯
বীজগনিত – ৫/৬
জ্যামিতি ৫

সাধারণ জ্ঞান- ২০

বাংলাদেশ  বিষয়াবলী – ৭/৮
আন্তর্জাতিক বিষয়াবলী – ৫/৬
সাম্প্রতিক  বিষয়াবলী – ৫/৬
ইংরেজি – ২০
মৌখিক পরীক্ষা -২০

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারণত 80 নম্বরের ভিতরে থাকে। প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার করে করে থাকে। সুতরাং ৮০ টি প্রশ্নের জন্য ৮০ নাম্বার। এবং নেগেটিভ নাম্বার রয়েছে। একটি প্রশ্ন ভুল হওয়ার জন্য ০.২৫ করে কাটা হবে। অর্থাৎ চারটি ভুল হলে আপনার এক নাম্বার কাটা যাবে। এবং সর্বশেষে আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষায় সাধারণত 20 মার্কের হয়ে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক টিপস

এবার আসি মূল কথায় আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিবেন আমাদের সংক্ষিপ্ত কিছু টিপস আছে। যা আপনাদের পড়াশুনার ক্ষেত্রে সাহায্য করবে। আশা করি আমাদের নিচের টিপসগুলো আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ক্ষেত্রে সাহায্য করবে।

বাংলাঃ(বেশি গুরুত্ব দিয়ে পড়বেন)
1. সন্ধি বিচ্ছেদ → ১-২টি
2. কারক →১-৩টি
3.লিঙ্গান্তর →১টি
4. প্রকৃতি ও প্রত্যয় →১টি
5. বিরাম চিহ্ন→১টি
6. সমাস →১-২ টি
7. কবিতার চরণের লেখক →১টি
৪. বাগধারা →১-২ টি
9. বিপরীতার্থক শব্দ → ১-৩টি
10. সমার্থক শব্দ → ১-৪ টি
11. ছদ্মনাম →১টি
12. এক কথায় প্রকাশ → ১-২টি
13. শুদ্ধ বানান → ১-২টি
14. সাহিত্যকর্ম → ১-৩টি বাংলা
( কম গুরুত্ব দিয় পড়বেন)
1. পারিভাষিক শব্দ → ১টি
2. স্বরভঙ্গি → ১টি
3.বাচ্য →  ১টি
4. সাধু ও চলিত রুপ → ১টি
5. সারাংশ → ১টি
6. উপসর্গ → ১টি
৭. ধবনি ও শব্দ→ ১টি

 

৪. পদ → ১টি গণিতঃ(বেশি গুরুত্ব দিয়ে চর্চা করবেন)

1, একিক নিয়ম →  ১টি
2. অনুপাত → ৯ ১টি
3, শতকরা → ১-২টি
4. সুদকষা → ১টি
5. লাভ-ক্ষতি → ১টি
6. ভগ্নাংশ → ১-২টি
7. সরল সমীকরণ  →  ১-৩টি
9. বীজগণিতের সূত্রাবলি → ১-৩ টি
10. গড় → ১-২ টি
11. উৎপাদক → ১টি
12. গ.সা.গু ও ল.সা.গু→ ১-২ টি
13. পরিমিতি→ ১টি
14. কোণ → ১টি
15. সময,দূরত্ব →
১টি কম গুরুত্ব দিয়ে চর্চা করবেন
1. পরিমাপ → ১টি
2. বর্গ → ১টি
3. চতুর্ভূজ → ১টি

4, বারের নাম নির্ণয়→ ১টি 5.সেট  → ১টি 6. তথ্য উপাত্ত → ১টি

ইংরেজিঃ(বেশি গুরুত্ব দিবেন)
1. Tense → ১-2টি
2. Parts of speech → ১-2 টি
3. Number → ১টি
1. Article → ১ টি
5. Right from of verb → ১-৩ টি
6. Voice →১ টি
7. Noun → ১ টি
8. Narration → ১টি
9. Preposition → ১-২টি
10. Spelling → ১টি
11. Correction → ১-৩টি
12. Synonym → ১-৩টি
14. Antonym → ১-২ টি ইংরেজি কম গুরুত্ব দিবেন
1. Degree → ১টি
2. Idioms → ১-২ টি
3. Gender → ১টি
4. Transformation → ১টি
5. Gerund & Participation→ ১টি
6. Connectors → ১টি 7. Literature  → ১টি
8. Proverb → ১টি

সাধারন  জ্ঞানঃ(বেশি গুরত্ব দিয়ে পড়বেন যেগুলো)

1. মুক্তিযুদ্ধ → ২-৩টি
2, প্রাচীন জনপদ → ১টি
3. বাংলাদেশের নদ-নদী → ১টি
4. মানবদেহ → ১টি
5. শব্দ → ১টি
6. জাতিসংঘ ও অন্যান্য সংগঠন → ১-২টি
7. প্রাচীন বাংলার ইতহাস → ১-৩ টি

উপরের আলোচনা থেকে আপনার যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবন্টন অপুর সিলেবাস টি সম্পর্কে জানতে পারেন তাহলে আমরা সার্থক হব। কারণ আমরা চেষ্টা করি আপনাদের বিভিন্ন বিষয়ের উপর সঠিক গানটি এবং মূল্যবান কিছু তথ্য উপস্থাপন করে আপনাদের সাহায্য করা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *