Skip to content
Home » রংপুর টু ঢাকা স্লিপার কোচ, টিকেট মূল্য, সময়সূচী, কাউন্টার নাম্বার, ঠিকানা,অনলাইন টিকিট বুকিং

রংপুর টু ঢাকা স্লিপার কোচ, টিকেট মূল্য, সময়সূচী, কাউন্টার নাম্বার, ঠিকানা,অনলাইন টিকিট বুকিং

ঢাকা থেকে রংপুর স্লিপার বাসের সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আমাদের এই নিবন্ধন থেকে আপনি জেনে নিতে পারেন। জানেন ঢাকা থেকে রংপুর ৩২০ কিলোমিটার দীর্ঘতম পথে আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণের জন্য আপনারা চাইলে স্লিপার বাসে যেতে পারেন। তে করে আপনাদের ভ্রমণটি হবে আরামদায়ক এবং নিরাপদ। সাধারণত স্লিপার বাসে শুয়ে থেকে যাওয়া যায়। সেক্ষেত্রে রাজধানী ঢাকা থেকে সরাসরি রংপুরে শাহ আলী পরিবহন বাস অপারেটরটি তাদের দুইটি বাস নিয়মিত চলাচল করে থাকে।

সাধারণত এই স্লিপার বাসগুলো ইন্ডিয়ান ashok Leyland চেসিসের উপর বাংলাদেশের ইনপুট করে বাসের বডিসহ অন্যান্য সুযোগ-সুবিধা সংযুক্ত করা হয়। এই বাসগুলো অত্যান্ত আরামদায়ক ও এয়ার সাসপেনশন যুক্ত রয়েছে। এজন্য যাত্রীরা ভ্রমণের সময় রাস্তায় কোন ঝাঁকি বোঝা যায় না। এয়ারকন্ডিশন হিসেবে ব্যবহার করা হয়েছে হট এন্ড কুল যা শরীরের তাপমাত্রা অনুযায়ী এসি কন্ট্রোল করে থাকে। বাসগুলোতে টু বাই ওয়ান ফর্মেশন এ স্লিপার সিট ব্যবহার করা হয়েছে।

ঢাকা টু রংপুর স্লিপার বাসের কাউন্টারের ঠিকানা ও যোগাযোগ নাম্বার

আপনি যদি ঢাকায় রাজধানীতে অবস্থান করে থাকেন তাহলে শাহ আলী পরিবহন কাউন্টারটি ঢাকার গাবতলী ও কল্যানপুর অবস্থিত। আপনি চাইলে সেখান থেকে খুব সহজেই টিকিট সংগ্রহ করে ভ্রমণ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা নিচে সখের মাধ্যমে কাউন্টার ঠিকানা গুলো সংযুক্ত করছি।

ঢাকা জেলার কাউন্টার সমূহ

টেকনিক্যাল বাস কাউন্টার, গাবতলি ফায়ার সার্ভিসের বিপরীত পার্শে, মিরপুর, ঢাকা জেলা, ফোনঃ 01712-145662, 01933-324142, 01839-917770.

মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01755-673702.

রংপুর টু ঢাকা স্লিপার বাসের কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নাম্বার

আপনি যদি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে স্লিপার বাসে যেতে চান তাহলে আপনাকে জানিয়ে রাখি। খালি পরিবহন বাসের রংপুরের কাউন্টারটি শাপলা চত্বর অর্থাৎ কামারপাড়ায় বাসস্ট্যান্ডে তাদের কাউন্টার রয়েছে।

১.রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড মোবাইল নাম্বার:

লালমনিরহাট জেলার কাউন্টার সমূহ

  • এয়ারপোর্ট রোড বাস কাউন্টার, সার্কিট হাউজ সংগলগ্ন, লালমনিরহাট জেলা শহর, ফোনঃ 01711-034177, 01839-917773.
  • বুড়িমারী জিরো পয়েন্ট বাস কাউন্টার, পাটগ্রাম, লালমনিরহাট জেলা, ফোনঃ 01717-756999.
  • আদিতমারি বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01719-245393.
  • তুষভান্ডার বাস ষ্টেশন কাউন্টার, কালীগঞ্জ, লালমনিরহাট জেলা, ফোনঃ 01720-599018.
  • হাতীবান্ধা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-077108.
  • বড়খাতা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01773-312916.
  • বাউরা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-194592.
  • পাটগ্রাম পৌরসভা বাস ষ্টেশন কাউন্টার, লালমনিরহাট জেলা, ফোনঃ 01718-501954.

রংপুর টু ঢাকা স্লিপার কোচ বাসের টিকিটের মূল্য

সাধারণত এই বাসগুলো অত্যাধুনিক বিলাসবহুল ও আধুনিক হওয়ার শর্তে অন্যান্য এসি বাসের চেয়ে তুলনামূলক টিকিটের মূল্য একটু বেশি। তারপরও যাত্রীদের কথা মাথায় রেখে তাদের যতটা সম্ভব তারা টিকিটের মূল্য কমিয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ নিরাপদ যাত্রা করতে সাহায্য করে।

রংপুর টু ঢাকা সিটি পার্ক কোর্সের টিকিটের মূল্য ১৮০০ টাকা। তবে যাত্রীদের কথা মাথায় রেখে তারা বর্তমানে 1600 টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করেছে।

শাহলী পরিবহন ঢাকা টু রংপুর স্লিপার বাসের অনলাইন টিকিট বুকিং

অনলাইনে যদি টিকিট সংগ্রহ করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে সহজ ডটকম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। এরপর আপনি বাসের নাম দিয়ে খুব সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।

পরিশেষে:

আশা করছি আমাদের উপরে আলোচনা থেকে আপনি শালী পরিবহন স্লিপার বাসের সম্পর্কে সকল প্রকার তথ্য জানতে পেরেছেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত যদি এই বাসটিকে নিয়ে মতামত থেকে তাকে। তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *