কনক পরিবহনের কাউন্টার নম্বর, লোকেশন, ভাড়ার তালিকা ও সময়সূচী

কনক পরিবহনের

কনক পরিবহন বাংলাদেশের একটি জনপ্রিয় বাস গুলোর মধ্যে একটি। এই পরিবহনটি অনেকদিন থেকে যাত্রীদের বিলাসবহুল এবং নিরাপদ ভাবে যাত্রা সেবা দিয়ে আসছে। কনক পরিবহন তাদের প্রত্যেকটি বাস নতুন এবং আধুনিক ছোঁয়ায় দিয়ে যাত্রীদের সামনে তুলে ধরে। এছাড়াও তাদের দক্ষ চালক দিয়ে বাসগুলো পরিচালনা করা হয়।

কনক পরিবহন ঢাকা থেকে খুলনা, যশোর, কুয়াকাটা, বেনাপোল, রুটে চলাচল করে থাক। এই পরিবহন এর জনপ্রিয়তা এতই বেশি যে বাড়িতে অনেক সময় টিকিটের চাহিদা থাকে। এছাড়াও এই বাসটি দুর্ঘটনা খুব কম হয়। বাসটিতে বিশ্বের নামিদামি কোম্পানির উন্নত প্রযুক্তি সম্পন্ন যে বাস গুলো রয়েছে সেগুলো কনক পরিবহন বাসের সংযুক্ত হয়েছে। উল্লেখ্য Hino 1J Ak মডেলের এসি নন এসি বাস। Hino RN8, Hino RM2, ISUZU MT134q, নত আধুনিক বাসগুলো তাদের বহরে যুক্ত রয়েছে। আসুন নিজ থেকে জেনে নেই কনক পরিবহন সকল কাউন্টারে ঠিকানা ও টিকিট এর মূল্য নিয়ে।

কনক পরিবহনের ভাড়ার তালিকা

কনক পরিবহন বাসের এসি, ননএসি এবং যেসব রুটগুলোতে চলাচল করে থাকে। সকল রুটের ভাড়ার তালিকা টি আমরা শপের আকারে নিচে সংযুক্ত করছি। এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটের ভাড়ার তালিকা টি বর্তমান ডিজেলের মূল্য বাড়িয়ে নতুন ভাড়া দেওয়া হয়েছে সেটি অনুসরণ করে।

স্থান ভাড়া
ঢাকা- খুলনা/খুলনা- ঢাকা মূল্যঃ  ৭০০ টাকা
ঢাকা-যশোর / যশোর-ঢাকা (এসি বাস )  মূল্যঃ  ৯৫০ টাকা
ঢাকা-কুয়াকাটা / কুয়াকাটা-ঢাকা  মূল্যঃ  ১১০০ টাকা
ঢাকা-বেনাপোল / বেনাপোল-ঢাকা  মূল্যঃ ১০৫০

কনক পরিবহন বাসের সকল কাউন্টারের ঠিকানা ও মোবাইল নাম্বার

ঢাকায় বিভিন্ন স্থানে তাদের কাউন্টার রয়েছে আপনি চাইলে সেখান থেকে কোন পরিবহন বাসের টিকিট সংগ্রহ করতে পারেন। কাউন্টার ব্যতীত অন্য কনক পরিবহন বাসে যাত্রা করতে পারবেন না।

কাউন্টার নাম ফোন
মিরপুর-১২ কাউন্টার, ঢাকা ফোনঃ 01997-014004.
যমুনা ফিউচার পার্ক কাউন্টার, ঢাকা ফোনঃ 01997-014025.
নর্দা বাজার কাউন্টার, ঢাকা ফোনঃ 01997-014258.
মালিবাগ কাঁচাবাজার কাউন্টার, ঢাকা ফোনঃ 01997-014028.
গোলাপবাগ কাউন্টার, ঢাকা ফোনঃ 01997-014016

খুলনা অঞ্চলের কাউন্টার সমূহ ও ফোন নাম্বার

কাউন্টার নাম ফোন
খুলনা ফোনঃ 01907-013030, 01997-014013.
ফুলতলা ফোনঃ 01997-014260.
শিরোমণি ফোনঃ 01997-014261.
দৌলতপুর ফোনঃ 01997-014262.
ফুলবাড়ি গেইট ফোনঃ 01997-014263.
নতুন রাস্তা ফোনঃ 01997-014264
নিউ মার্কেট ফোনঃ 01997-914265.
রয়েল মোড় ফোনঃ 01997-014266.
সোনাডাঙ্গা ফোনঃ 01997-014267.

কনক পরিবহন রুট সমূহ

  • ঢাকা থেকে খুলনা অঞ্চলের বিভিন্ন রুট
  • খুলনা থেকে বিভিন্ন রুটে গেট ঢাকা

কনক পরিবহনের গাড়ি নিয়মাবলী:

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
  • অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা.

কনকগাড়ির বৈশিষ্ট্য

গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং. পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির. গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের.

কনক পরিবহন বাসের সময়সূচী

কনক পরিবহন বাসটি ঢাকা থেকে সকাল 7:30 থেকে রাত 8:00 পর্যন্ত গাড়িগুলো বিভিন্ন রুটে চলে যায়।

  • ঢাকা থেকে ছেড়ে যাবার সময়ঃ সকাল ৭.৩০ , রাত ৮.00
  • কুয়াকাটা থেকে ছেড়ে যাবার সময়ঃ সকাল ৮.00 , রাত ৭.৩০

আশাকরি ভবিষ্যতে আপনি যদি এই রোড গুলোতে চলাচল করে থাকেন তাহলে অবশ্যই কনক পরিবহন বাসের ভ্রমণ করবেন। বিভিন্ন বাসের সম্পর্কে জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ।

About Info24

আমি সাইফ ইসলাম প্রান্ত। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র। ব্লগিং করতে ভালো লাগে। আমার ওয়েবসাইটে আপনারা সকল প্রকার তথ্য সঠিক ও নির্ভুলভাবে পেয়ে থাকবেন।

View all posts by Info24 →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *