Skip to content
Home » তিশা প্লাটিনাম পরিবহনের সকল কাউন্টার, যোগাযোগ নাম্বার, ঠিকানা, রুট ম্যাপ ও যাবতীয় তথ্য

তিশা প্লাটিনাম পরিবহনের সকল কাউন্টার, যোগাযোগ নাম্বার, ঠিকানা, রুট ম্যাপ ও যাবতীয় তথ্য

তিশা প্লাটিনাম পরিবহন বাসটি বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে সরাসরি কুমিল্লা রুটে চলাচল করে থাকে। তাই এই রুটে যারা আছেন তাদের জন্য আমাদের ওয়েবসাইটে স্বাগতম।কারন আপনাদের জন্য এই রুটের সেরা অন্যতম তিশা প্ল্যাটিনাম বাসটির সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা আলোচনা করব। আলোচনা থাকবে তিশা প্লাটিনাম বাসের কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নাম্বার।

তিশা প্লাটিনাম বাসটি অনেকদিন ধরে চট্টগ্রাম থেকে কুমিল্লা জেলা তে সরাসরি যাত্রী সেবা দিয়ে আসছে। উন্নত মানের যাত্রী সেবা ও নিরাপদ যাত্রার অন্যতম নাম তিশা প্লাটিনাম। তাই এই বাসটি এই দুই অন জেলার মানুষের কাছে সড়ক পথে যাত্রা করা অন্যতম জনপ্রিয় বাস অপারেটর হয়ে গড়ে উঠেছে। অনেকেই বাসটির কাউন্টারে ঠিকানা ও যোগাযোগ ছিল না জানেন না। তাই যারা জানেন না তাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার অনুরোধ রইল।

তিশা প্লাটিনাম বাসের রুট সমূহের নাম

তিশা প্লাটিনাম বাসটি শুধুমাত্র চট্টগ্রাম থেকে কুমিল্লা রুটে চলাচল করে। সুতরাং এই রুটের যেসকল অঞ্চল রয়েছে। আপনি চাইলে সেখান থেকে তাদের কাউন্টারে যোগাযোগ করে বাস্তুতে ভ্রমণ করতে পারবেন।

  • চট্টগ্রাম
  • কুমিল্লা
  • ফেনী

এই রোড গুলোতে তিশা প্লাটিনাম বাসটি যাত্রী পরিষেবা দিয়ে থাকে।

তিশা প্লাটিনাম সকল কাউন্টার ঠিকানা ও যোগাযোগ নাম্বার

কাউন্টার নাম ফোন
একে খান মাইক্রো ষ্টেশন কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর ফোনঃ 01972-398659.
ভাটিয়ারি বাস ষ্টেশন কাউন্টার, চট্টগ্রাম জেলা ফোনঃ 01972-398661.
অলংকার মোড় বাস ষ্টেশন কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর ফোনঃ 01972-398658.

কুমিল্লা জেলার কাউন্টার সমূহ

কাউন্টার নাম ফোন
পাদুয়ার বাজার কাউন্টার, বিশ্ব রোড, কুমিল্লা জেলা ফোনঃ 01972-398656.
ফেনি থেকে কুমিল্লা কাউন্টার ফেনী জেলা ফোনঃ 01972-398662.
ফেনি থেকে চট্টগ্রাম কাউন্টার, ফেনী জেলা ফোনঃ 01972-398657.

তিশা প্লাটিনাম বাসের নিয়মাবলী

আপনাকে অবশ্যই বাস ছাড়ার কমপক্ষে 15 মিনিট আগে বাসস্ট্যান্ডে পৌঁছাতে হবে।এছাড়াও পাঁচ বছরের উপরে বাচ্চাদের টিকিট সংগ্রহ করতে হবে। বাস ছাড়ার পূর্বে আপনাকে অবশ্যই আপনার মালামাল নিজ দায়িত্বে দেখতে হবে। অপরিচিত মানুষের কাছে কোনো কিছুই খাওয়া যাবেনা।

গাড়ির বৈশিষ্ট্য

ফিনিশিং. পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির. গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের.

সুতরাং আমরা চেষ্টা করেছি আপনি তিশা প্লাটিনাম বাসটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারেন।আমাদের এই আর্টিকেলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়া এই বাসটির সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *